বয়স বাড়ছে,চিন্তা বাড়ছে,দায়িত্ব বাড়ছে।আর এর মাঝে সবাই সবার জীবনকে গোছাচ্ছে। আসলে আপনার লিখাগুলো পড়ে ভাবছিলাম,আপনি মনে হয় আমার মনের কথাগুলোই লিখেছেন।আসলে আমরা কেউই জানি না কে কতদিন আছি বা থাকবো। যেকোনো সময় আমাদের ডাক পড়তে পারে, আর চলে যেতে হবে। কিন্তু সময়, চলে যাচ্ছে নিজের মত। সবারই উচিত সময়টাকে সুন্দরভাবে অতিবাহিত করা। খুব ভালো লাগলো ভাইয়া,দারুণ লিখেছেন।
চেস্টা করেছি আপু, আসলে জীবনেই মানে কি সেটাই আমরা বুঝি না।