You are viewing a single comment's thread from:

RE: দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে!!

in আমার বাংলা ব্লগ9 months ago

কি আর বলার আছে, আর কি করার আছে। যেখানে গোড়ায় গণ্ডগোল সেখানে তো সবকিছু বিফলে যাবে আর সব অনর্থই হবে। আসলে যে সরকার দেশ গঠনে ভূমিকা রাখার কথা সেই সরকারই দেশ গঠনে দুর্নীতি ছড়াচ্ছে।সব চোখে দেখেও কোন কিছুই করছে না। যারা যারা পূর্বে থেকে এভাবে ঘুষ দিয়ে টাকা লেনদেন করে সরকারি চাকরি পেয়ে এসেছে তারা নিজেরাও ঠিক একইভাবে বাকিদেরকেও সরকারি চাকরি দেয় টাকার বিনিময়ে। আর এই জন্যই সাধারণ ছেলে যারা কষ্ট করে পড়ালেখা করে তারা কোনভাবে টিকতে পারে না। তাই আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সরকারি চাকরির প্রতি উৎসাহিত না করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের উদ্যোগে কিছু করার মত উদ্দীপনা জাগিয়ে তুলি তাহলে অন্তত দেশের বিভিন্ন সিস্টেমের কারণে তারা নিজেরা ঠকবে না।