You are viewing a single comment's thread from:

RE: গ্রীষ্মের তীব্র দাবদাহে এসি ছাড়া এক রাত্রি কাটানোর গল্প

in আমার বাংলা ব্লগlast year

দাদা,মাত্র একরাত এসি ছাড়াই এই অবস্থা হয়ে গেল।আমার বাবার বাড়িতে তো সিলিং ফ্যান অনবরত চললেই যথেষ্ট। তবে,এখানে একটা কথা হলো,শ্বশুরবাড়িতে পুরো ঘরের মধ্যে আমাদের রুমটাই একদম গরম। আর দরজা জানালা অফ রেখে ফ্যান ছাড়া যদি কেউ ৫মিনিট রুমে থাকে তাকে হয়তো আর বাঁচানো যাবে না। কিন্তু ঘর যেহেতু আগের তাই এখানে এসি লাগানোও সম্ভব না। কিন্তু সোলার ফ্যানও চলে। তবুও অন্য রুমে গরম কম আমাদের রুমটাতেই বেশি।আর গত ২বছর এই গরম সহ্য না করতে পেরে আমরা রাতের বেলা অন্য রুমে থাকি।তনুজা বৌদির মত আমারও অন্য বেডরুমে ঘুম হয়না।আর বাবু হওয়ার পর থেকে ঘুম তো জীবন থেকে হারিয়েই গেল।গরমে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল।