You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ২ )

in আমার বাংলা ব্লগ2 years ago

এই ওয়েব সিরিজটি পড়ে মনে হচ্ছে খুবই রহস্যজনক।আর নিচের ট্রেইলার লিঙ্কটা দেখে তাই মনে হচ্ছে।চঞ্চলের গাড়িতে এই লাশ কিভাবে এলো সেটাও সে জানে না,এখন ধরা পড়ার ভয়ে সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।পর্বের নামের সাথে ঘটনার মিল রয়েছে, রদবদল আর কিভাবে এই লাশটা বদল করা যাবে সেটা মিলে গেল।লাশ নিয়ে সে মুন্সিগঞ্জ যাবে আবার বরিশাল যাবে।সবকিছু নিয়ে সে যে এক মহাবিপদে আছে দেখছি। যাইহোক সর্বোপরি এই পর্বে দেখা গেল লাশ নিয়ে চঞ্চলের হয়রানি আর বদল করে কিভাবে কবর দিবে সেই চিন্তা।আজকের পর্বটা পড়ে ভালো লাগলো দাদা,এরপরের পর্বটা পড়ার অপেক্ষায় রইলাম।