You are viewing a single comment's thread from:

RE: একরাশ ভালোবাসা ও বিজয়ের হাসি।

in আমার বাংলা ব্লগ2 years ago

কিন্তু পরমূহুর্তেই শুনি ফ্রান্স ও দুই গোল দিয়ে দিয়েছে!এরপর কি আর পড়ায় মন বসে?আর ওইদিকে দাদা,নির্মাল্য ভাই,আরিফ ভাই তো আছেই আমাদের কাঁটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্যে!কারণ ওনারা আবার ব্রাজিল ফ্যান।হাহাহা,বুঝতে হবে ব্যাপারখানা।

আরে ম্যাডাম শুনেন শুনেন, হার জিত তো সবার মাঝেই থাকে। এবার হয়তো ব্রাজিল ফাইনালে আসতে পারলো না। সামনে দেখবেন বিশ্বকাপটা ব্রাজিল নিয়ে নিয়েছে। এবার আর্জেন্টিনা কে একটু সুযোগ দিল আর কি, বুঝতে হবে🤭🤭। যাইহোক পোস্ট পড়ে খুবই ভালো লাগলো আপু। আর পুরো খেলাটি দেখেছিলাম, অসাধারণ হয়েছিল। আমি এই বিশ্বকাপ খেলা চলাকালীন একটা খেলাও ঠিকমতো পুরো দেখতে পারিনি। কিন্তু গতকাল বাবু একদম টানা ঘুম দিয়েছে, আমিও পুরো ফাইনাল খেলা দেখতে পেরেছি সবার সাথে বসে। সবাই মিলে বেশ আনন্দ করেছি আপু। ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে, দারুন লিখেছেন।

Sort:  
 2 years ago 

হাহাহা,তা আমরাও অপেক্ষায় রইলাম আরকি!