বর্তমানে কয়েনমার্কেটক্যাপ র্যাঙ্কিংয়ে ট্রন কয়েনটির অবস্থান ১৬ তম। আশা করা যায় অচিরেই এটি দশের ভিতরে চলে আসবে।
এই কথাটি জেনে খুবই ভালো লাগছে। আসলে ট্রন টোকেন সম্পর্কে দাদা যেদিন কথা বলেছিল সেদিন থেকেই আমারও খুব ইচ্ছে ট্রন স্ট্যাকিং করার পাশাপাশি জমানো। স্ট্যাকিং করা হয় তবে এখনো পর্যন্ত জমানো হয়নি। চেষ্টা করব একটা নির্দিষ্ট সময় হাতে রেখে জমানোর। আপনি প্রতি সপ্তাহে ৫০ ট্রন টোকেন জমানোর মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন আশা করি।