কবিতা আবৃত্তি -কষ্টের হাহাকার। recited by bristy1
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে একটি কবিতা আবৃত্তি নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
প্রতি সপ্তাহেই সে চেষ্টা করি আপনাদের মাঝে কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য। আসলে কবিতা আবৃত্তি করতে খুবই ভালো লাগে। আপনাদের উৎসাহ পেয়ে কবিতা আবৃত্তি করার মন মানসিকতা আরো বেশি হয়ে যায়। যাই হোক যদিও রমজান মাসে গান গাওয়া হয় না তবে কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালো লাগে। তাই তো আজকে আমার লেখা একটা কবিতা আপনাদের মাঝে নিয়ে আসলাম।
আজকে যে কবিতাটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম এই কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা। মনের আবেগ আর কষ্ট গুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যদিও এই কবিতা লিখেছি গত বছর। তাই সেখান থেকে খুঁজে নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার কবিতা লেখায় আপনারা যেভাবে প্রশংসা করেন ঠিক তেমনি কবিতা আবৃত্তিতেও খুব সুন্দর উৎসাহ দেন। এজন্য এই কবিতা আবৃত্তি করতে খুব ভাল লাগে।
যাইহোক কথা না বাড়িয়ে তাহলে আমার আজকের কবিতা আবৃত্তিটা শেয়ার করা যাক। কেমন লেগেছে সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতার নামঃ- কষ্টের হাহাকার।
লেখক
@bristy1
আবৃত্তি
@bristy1
কবিতা আবৃত্তি |
---|
এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি ।আশা করি উপভোগ করবেন।
কবিতা |
---|
শিহরণ জাগে মনের গভীরে,
কষ্টেরা ডানা মেলে গভীর অতলে,
যত চাই দূরে ঠেলে এগিতে যেতে,
মন চায় কষ্টকে আগলে রাখতে।
সাগরের ঢেউ যেমন উপড়ে পড়ে,
মনের কষ্টরাও সাইক্লোন তুলে,
দুমড়ে মুচড়ে দেয় মনের দেয়াল,
নেই কোনো ভালোবাসার কোলাহল।
দুঃখরাও যেন হয়ে আছে অসহায়,
নির্জীব নিশ্চুপ মন রয়েছে অবহেলায়,
ক্লান্তিময় সময় পার হবে না কি কখনো?
মনের দুয়ারে প্রশ্ন নিয়ে কষ্টেরা সুধায়।
বসন্তের হাওয়া গায়ে লাগিয়ে,
হেঁটে যেতে ইচ্ছে করে বহুদূর,
কভু কি হবে পূরণ এই আশা?
কষ্টরা কি যাবে মন থেকে দূর?
পাহাড়ের উচ্চতায় নাম লিখিয়েছে,
এর চেয়েও উচ্চতা কি আর আছে!
কষ্টরা কেন এত অসহায় বলতে কি পারো,
সীমা যত কমাতে চায় বেড়ে যায় আরো।তবে ভাবনারা বলে যায়,
হবেই হবে পরাজয়,
কষ্টরা পালাবে দূর অজানায়,
সুখের দেখা পাবো যখন সীমানায়।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা আবৃত্তি |
ইউজার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
কবিতার লাইনগুলো কিন্তু খুবই সুন্দর। আপনার মিষ্টি কন্ঠে খুব সুন্দর ভাবে কবিতা আবৃত্তি করেছেন। মুগ্ধ হয়ে শুনছিলাম পুরো কবিতা আবৃত্তি। চমৎকার ভাবে পুরোটা কভার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
খুব ভালো লাগলো এত সুন্দর উৎসাহ দেখে।অনেক অনেক ধন্যবাদ আপু
অসাধারণ একটি কবিতা আবৃত্তি করেছ। আসলে কবিতা আবৃত্তি করতে ভালই লাগে। আর নিজের কবিতা হলেতো কোন কথাই নেই। খুব সুন্দর ভাবে কবিতাটি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে।
কবিতা আবৃত্তি করতে এখন খুবই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।