ডাই-: ক্লে দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250307_202850.jpg

সময়গুলো কিভাবে যে পার হয়ে যাচ্ছে সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। দেখতে দেখতে আজকের নয় রমজান চলে এলো। রহমতের দশ দিনের মাঝে আর মাত্র একটি দিন বাকি রয়েছে। এভাবে ধীরে ধীরে বাকি মাগফেরাত এবং নাজাতের রোজাগুলো শেষ হয়ে যাব। সময় খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কোনভাবেই বুঝতে পারছি না। তাল মিলিয়ে চলতে পারছি ন। যাই হোক যেভাবেই যাক না কেন আমাদের সবকিছুর সাথে মানিয়ে চলতে শিখতে হবে।

20250307_202905.jpg

পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কাজ করে যেতে হবে। পরিশ্রম ছাড়া জীবনে সফলতা সম্ভব নয়। যাইহোক ভিন্ন কথায় না গিয়ে আজকে শুধুমাত্র আপনাদের মাঝে ক্লে দিয়ে তৈরি করা একটা ডাইপ্রজেক্ট শেয়ার করতে এসেছি। এটা তৈরি করেছি গত দুইদিন আগে। কিন্তু সময় করে শেয়ার করা হয়ে ওঠেনি। ভাবলাম আজকেই শেয়ার করে ফেলি। দেখতে ভীষণ সুন্দর লাগে কালার কম্বিনেশন টাও আমার কাছে দারুন লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

তাহলে কথা আর না বাড়িয়ে চলুন আজকের ডাই প্রজেক্ট এর ধাপগুলো শেয়ার করে ফেলি।

উপকরণসমূহ

  • ক্লে
  • কার্ডবোর্ড
  • কাঁচি
  • পোস্টার রঙ
  • তুলি
  • আঠা

20250307_184101.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পাতলা কার্ডবোর্ডকে লেভেন্ডার কালার করে নিলাম।তারপর জানালার আকৃতি এঁকে নিলাম।

20250307_184147.jpg

20250307_184456.jpg

20250307_191250.jpg

দ্বিতীয় ধাপ

এখন খয়েরি রঙের ক্লে দিয়ে জানালার উপরিভাগ ডিজাইন করলাম।সাথে ক্রিম কালারের ক্লে দিয়ে জানালার বাকি ডিজাইন করলাম।

20250307_191435.jpg

20250307_191630.jpg

20250307_191820.jpg

তৃতীয় ধাপ

জানালার নিচের দিকে সবুজ রঙের ক্লে দিয়ে পাতা তৈরি করে বসিয়ে দিলাম।একসাথে বেশ অনেকগুলো পাতা বসালাম।

20250307_191947.jpg

20250307_192035.jpg

20250307_192747.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে ছোট ছোট করে গোলাপ ফুল তৈরি করে জানালার নিচে পাতার মাঝখানে বসিয়ে দিলাম।

20250307_193001.jpg

20250307_193530.jpg

পঞ্চম ধাপ

এখন খয়েরি ক্লে দিয়ে বাম পাশের অংশে গাছের ডাল পালা তৈরি করে নিলাম।

20250307_195553.jpg

20250307_195732.jpg

ষষ্ঠ ধাপ

এখন বেশ কিছু পাতা তৈরি করে গাছের ডালে লাগিয়ে নিলাম।

20250307_200044.jpg

20250307_200603.jpg

সপ্তম ধাপ

এইধাপে হলুদ রঙের ক্লে দিয়ে ফুল তৈরি করলাম। ফুলগুলো এক এক করে গাছের ডালের ফাঁকে বসিয়ে দিলাম।

20250307_200750.jpg

20250307_200845.jpg

20250307_200857.jpg

20250307_201505.jpg

অষ্টম ধাপ

এইধাপে নীল রঙের ক্লে দিয়ে জানালা তৈরি করে নিলাম। তারপর সেগুলো জানালার দুই পাশে লাগিয়ে দিলাম।

20250307_201818.jpg

20250307_202137.jpg

নবম ধাপ

এখন কিছু ঘাস তৈরি করে এগুলো নিচের দিকে বসিয়ে দিলাম।

20250307_202419.jpg

20250307_202815.jpg

20250307_202824.jpg

ফাইনাল আউটলুক

অবশেষে তৈরি করে ফেললাম ক্লে দিয়ে খুব সুন্দর একটা ওয়ালমেট।

20250307_202850.jpg

20250307_202900.jpg

20250307_202902.jpg

20250307_202905.jpg

20250307_202917.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

ক্লে দিয়ে কিছু বানালে তা দেখতে দারুণ লাগে।আপনি চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট বানিয়েছেন। খুবই সুন্দর হয়েছে আপনার বানানো ওয়ালমেট টি।ধাপে ধাপে ওয়ালমেট তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

খুব ভালো লাগলো আপনাদের এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্য দেখে। অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Screenshot_20250310-121653_Chrome.jpg

Screenshot_20250310-121613_Chrome.jpg

 2 months ago 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে ওয়ালমেট টি তৈরি সম্পন্ন করেছেন।

 2 months ago 

ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে যখন পুরো কাজটা সম্পন্ন করেছি। খুব ভালো লাগলো মন্তব্য দেখে ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ক্লে ব্যবহার করে যে কোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর লাগে দেখতে। আপনি খুবই সুন্দরভাবে আজকের এই ওয়ালমেট তৈরি করেছেন। অনেক সময় ব্যবহার করে এবং খুবই নিখুঁত ভাবে এটি তৈরি করেছেন, যা দেখেই বুঝতে পারছি। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে।

 2 months ago 

জি আপু এটা তৈরি করার পর দেয়ালে লাগিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর লাগছিল ।

 2 months ago 

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা সব সময় অনেক বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে অসাধারণ হয়েছে। খুবই চমৎকার ভাবে ক্লে দিয়ে ফুল ও পাতার মাধ্যমে ওয়ালমেট টি উপস্থাপন করেছেন।যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

খুব ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে। ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।

 2 months ago 

ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লাগে। বিশেষ করে ক্লে ব্যবহার করে যখন করা হয় খুবই সুন্দর হয়। আপনি অনেক সুন্দর কালারের মিশ্রণে‌ একটি ওয়ালমেট তৈরি করলেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

ক্লে দিয়ে এই পর্যন্ত অনেক ওয়ালমেট তৈরি করেছি। এটা দেখতে ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে।

 2 months ago 

আপু আপনি ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে খুব সহজেই সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

জি আপুকে ক্লে দিয়ে তৈরি করার পর এটা অনেক সুন্দর লাগছিল। এটা দেয়ালের টানিয়ে রেখেছি।

 2 months ago 

ক্লে দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ক্লে নরম জিনিস হওয়ায় এই ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করা যায়। আপনার তৈরি করা ওয়ালমেলটি দেখতে অসাধারন লাগছে। আপনি পর্যায়ক্রমে আপনার ওয়ালমেটটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে সেটা শেয়ার করেছেন। আপনার এই বিষয়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ধন্যবাদ আপু আপনাকে।

 2 months ago 

জি ভাইয়া একদম ঠিক বলেছেন ক্লে নরম সে জন্য অনেক কিছুই তৈরি করা যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।