স্বরচিত কবিতা ||মানবিকতার আলো

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Purple Illustrative Thank You Facebook Post (2).jpg

♥মানবিকতার আলো♥️

মানুষ শুধু রক্তে গড়া নয়,
তার ভেতরে হৃদয় রয়।
যেখানে চোখে জল দেখে মন,
সেই তো আসল মানবজন।

ভাষা আলাদা, ধর্ম ভিন্ন,
মানবিকতায় নেই কোনো চিহ্ন।
সাহায্য করো, দিও সহায়,
এই তো মানবতার পরিচয়।

দুঃখে পাশে দাঁড়ায় যে জন,
তার চেয়ে বড় নেই আর ধন।
নিজের সুখ নয়, ভাবো আরেকজন,
তবেই হবে মানবিক মন।

রাস্তায় যদি কাঁদে কেউ চুপে,
একটু সময় দাঁড়াও তার কাছে গিয়ে।
হাত বাড়ালে কমে যায় ব্যথা,
মানবিকতা ছড়ায় যত কথা।

স্বার্থ ভুলে ভালোবাসো মানুষ,
তবেই হবে জীবন সুখ।
নয় ধন, নয় যশের খেলা,
মানবিক মনই সত্য মেলা।

আমার অনুভূতি

এই কবিতায় মানবিকতার গুরুত্ব ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে। মানুষ হিসেবে আমাদের প্রকৃত পরিচয় শুধু শারীরিক নয়, বরং হৃদয়ের অনুভব ও সহানুভূতির মধ্যেই নিহিত। ভাষা, ধর্ম বা জাতিগত ভিন্নতা থাকলেও মানবিকতা আমাদের এক করে। এটাই মানবিক জীবনের প্রকৃত সৌন্দর্য।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 2 months ago 

কবিতার মাধ্যমে মানবতাকে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আপু। আসলেই আমরা তো সবাই নিজেকে মানুষ দাবী করি। কিন্তু আমরা আসল মানুষ কয়জন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আপু। আমাদের মানুষ হওয়ার উদ্দেশ্য খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। চমৎকার কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

মানবতায় ভরা আপনার কবিতাটি। ভীষণ সুন্দর করে ছন্দ মিলিয়ে আপনি কবিতাটি রচনা করেছেন এবং তার প্রতিটি লাইনে মানবতা নিয়ে সুন্দর ভাবে মনের ভাব প্রকাশ করেছেন। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো।।

 2 months ago 

আপু মানবিকতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা মানবিকতার আলো কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে ধর্ম এবং জাতিগত ছাড়া ও আমরা মানুষ এবং আমাদের মানবিকতা এক। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

মানবিকতা নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আপনি রচনা করেছেন। কিন্তু সত্যি কথা বলতে এ বর্তমানে মানুষের মানবিকতা অনেক বেশি কমে যাচ্ছে। তবে আপনার কবিতায় মানবিকতার সুন্দর দিক পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। ভীষণ সুন্দর হয়েছে আপনার কবিতাটি।

 2 months ago 

সবার মনেই মানবিকতার আলো জ্বলে উঠুক। আসলে অসহায় মানুষদের কথা চিন্তা করলে খুবই খারাপ লাগে। যাদের সামর্থ্য আছে তাদের উচিত সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো। দারুন লিখেছেন আপু।