পানিফলের পায়েস রেসিপি।

in আমার বাংলা ব্লগ10 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20241126_140403.jpg

আজ শেয়ার করব একদম ইউনিক আর মজার একটা রেসিপি। যেটা কেউ কখনো খেয়েছেন কিনা জানা নেই।তবে আমি প্রথমবার খেয়েই ভাবলাম এতদিন রেসিপিটা জানা ছিলনা কেন।পানিফল অনেকেই চেনেন নিশ্চয়ই।আর আজকে এই পানিফলের রেসিপি করে নিয়ে আসলাম।

20241126_140332.jpg

মূলত পানিফলের সিজনে আমার হাজব্যন্ড ১কেজি পানি ফল নিয়ে এসেছিল।আর সেখান থেকে কয়েকটা পানিফল খাওয়ার পর আর কেউ খাচ্ছে না,সেগুলো পঁচে যাচ্ছিলো।তাই সে বললো আপেলের মত করে পায়েস তৈরি করে ফেলতে।প্রথমে ভাবলাম কেমন হবে,পরে ইউটিউবে রেসিপি আছে কিনা দেখলাম।তখন দেখলাম যে আসলেই তো পানিফলের পায়েস আছে। তাই সাথে সাথে সবকিছু রেডি করে পায়েস তৈরি করে ফেললাম।এটা খেতে খুব মজা হয়েছিল।বিশেষত রান্না করার পর বাদাম মত ফ্লেভার লেগেছিল। আমার ছেলেও মজা করে খেয়েছিল।যাইহোক ভাবলাম রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। যদি আপনারাও কখনো ট্রাই করেন।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

উপকরণপরিমাণ
তরল দুধ১/২ কেজি
পানিফল২০০ গ্রাম
কন্ডেন্স মিল্ক১ টেবিল চামচ
লবণ১/২ চা চামচ
এলাচ১টি
চিনি২ টেবিল চামচ
ঘি১ চা চামচ
পাউডার দুধ২টেবিল চামচ

VideoCapture_20250107-234302.jpg

প্রথম ধাপ

প্রথমে ফ্রাইপ্যানে ১চা চামচ ঘি দিয়ে দিলাম। তারপর ঘি মেল্ট হয়ে গেলে কুচি করে কেটে রাখা পানিফল দিলাম।

VideoCapture_20250107-234309.jpg

VideoCapture_20250107-234338.jpg

VideoCapture_20250107-234401.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে পানিফলগুলো ভালোভাবে ভেজে নিলাম। ১/২ লিটার দুধ দিয়ে দিলাম।

VideoCapture_20250107-234406.jpg

VideoCapture_20250107-234414.jpg

তৃতীয় ধাপ

এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম। তারপর একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম।

VideoCapture_20250107-234430.jpg

VideoCapture_20250107-234450.jpg

চতুর্থ ধাপ

এখন কিছুক্ষণ রান্না করে নেয়ার পর চিনি দিয়ে দিলাম পরিমাণ মত। সাথে দিলাম লবণ।

VideoCapture_20250107-234453.jpg

VideoCapture_20250107-234514.jpg

পঞ্চম ধাপ

এখন ১টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম গুড়ো দুধ। এভাবে রান্না করে ঘন হয়ে এলে নামিয়ে নিলাম।

VideoCapture_20250107-234537.jpg

VideoCapture_20250107-234557.jpg

VideoCapture_20250107-234605.jpg

পরিবেশন

ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পানিফলের পায়েস।এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলাম।তারপর মজা করে খেয়ে নিলাম।

20241126_140345.jpg

20241126_140403.jpg

20241126_140355.jpg

20241126_140332.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 10 days ago 

পানি ফল আমার খুবই পছন্দ।তবে কখনো পায়েস করে খাওয়া হয়নি। এ ফল তো এমনিতেই খেয়ে নেই আমি।এতো কষ্ট করে রান্না করবো কতক্ষনে আপু।😂 তবে সময় নিয়ে দুধ,চিনি দিয়ে রান্না করলে আরও বেশী স্বাদের হয় খেতে। যা আপনার রেসিপি দেখে বেশ বুঝতে পারছি।ধন্যবাদ আপু দারুন সুস্বাদু এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 7 days ago 

পানিফলটা ছিলে খেতেই তো অনেক বেশি কষ্ট লাগে আপু। ভাবলাম কষ্ট করে যেহেতু খোসা ছাড়িয়েছি, তাই কিছু তৈরি করে ফেলি। কারণ এমনিতে ফল কেউ বেশি খায়নি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

আপু আজ আপনি ইউনিক একটি পায়েস রেসিপি শেয়ার করলেন। পানি ফলের পায়েস আগে কখনো নাম শুনিনি। পানিফল মানে এটা কি সাকআলু নাকি? দেখতে অনেকটা এরকম মনে হচ্ছে তবে পানিফল নামে কোনো ফল আমি কখনো শুনিনি। তবে রেসিপিটা কিন্তু দারুন হয়েছে। ইউটিউব দেখে দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। ইউনিক একটি রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 10 days ago 

পানি ফলের পায়েস আমার অত্যন্ত প্রিয় একটি খাবার বা ডেজার্ট বলা যায়। আপনি যেভাবে পানিফল গুলো কুচিয়ে নিয়েছেন আমি বড় ফুটোওয়ালা গ্রেটারে গ্রেট করেনিই। আর মোটামুটি একই পদ্ধতিতে বানাই। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে। এবছর জানেন আপু এখনো পর্যন্ত পানিফল চোখেই দেখলাম না। খুব লোভনীয় লাগছে আপনার তৈরি করা পানিফলের পায়েসটি দেখে।

 10 days ago 

20250108_112801.jpg

Screenshot_20250108-111511_SuperWalk.jpg

 10 days ago 

পানিফল দিয়েও যে এত চমৎকারভাবে পায়েস তৈরি করা যায় এটা আমার অজানা ছিল। যা নতুন করে আপনার পোস্ট থেকে জানতে পারলাম। এরকম নিত্য নতুন জিনিসগুলো জানতে একটু বেশি ভালো লাগে। ইউটিউব দেখে পানিফল দিয়ে পায়েস রেসিপিটি তৈরি করার রন্ধন প্রণালী গুলি আমাদের মাঝে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 7 days ago 

এটা এত মজার যে কম হয়ে গিয়েছিল। ধন্যবাদ ভাইয়া।

 10 days ago 

খুব ইউনিক ও সুস্বাদু একটি রেসিপি ছিল। অল্প রান্না হয়েছে দেখে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আগামীতে রান্না করলে বেশি করে রান্না করবা। আর নিভৃতও অনেক বেশি পছন্দ করেছে।

 7 days ago 

সেদিন তো অল্প তৈরি করেছিলাম কেমন হয় খেতে এজন্যই। তবে বেশ ভালো লেগেছিল। এজন্য সামনে বেশি করে রান্না করবো।

 10 days ago 

পায়েস খেতে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পানিফলের পায়েস রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 7 days ago 

পানিফল এমনিতে খেতেও বেশ ভালো লাগে। পায়েস তো আরো বেশি সুস্বাদু হয়েছিল।

 10 days ago 

পানিফলের পায়েস রেসিপি দেখতে পেয়ে খেতে ইচ্ছে করছ। আপনার রেসিপি পরিবেশন আমার কাছে দারুন লেগেছ। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 days ago 

খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা দেখে,, ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 10 days ago 

পানিফল কে আমাদের এলাকায় জলসিঙ্গারা বলে থাকে।সিঙ্গারার মতোই দেখতে এই ফল।আপনি চমৎকার লোভনীয় করে পানিফলের পায়েস করেছেন। দারুণ বানিয়েছেন পায়েসটি।ধাপে ধাপে পায়েস তৈরি পদ্ধতি চমৎকার করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 7 days ago 

হ্যাঁ আপু জলসিংগারা নামটাও শুনেছিলাম। এটার অনেক চাষাবাদ হয় এখন। যাই হোক ধন্যবাদ আপনাকে।