আর্ট-: কালারফুল বোহো ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগyesterday

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250222_203451.jpg

ছবি দেখে তো সবাই আন্দাজ করে ফেলেছেন আজকে কি পোস্ট করব। যাই হোক আজকে বোহো ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। আমার বাংলা ব্লগে অনেকেই বোহো আর্ট, ম্যান্ডেলা আর্ট আলাদাভাবেই শেয়ার করে থাকে। আমি নিজেও কিছু ম্যান্ডেলা আর্ট আপনাদের মাঝে শেয়ার করছি। তবে আজকে বোহো আর্টের মাঝে ম্যান্ডেলাকে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। গতকাল সন্ধ্যাবেলায় আমি এই আর্টটা তৈরি করেছিলাম। বেশ ভালোই সময় লেগেছে। কারণ প্রথমত যখন কালার করছিলাম তখন মাস্কিং টেপ গুলো বসিয়ে ছিলাম। আর মাস্কিং টেপগুলো চিকন করে কেটে বসাতেই অনেকটা সময় লেগেছে। তার পাশাপাশি কালার করার পর যখন এগুলো তুলছিলাম তখন রংসহ উঠে আসছিল। এটা একদম বিরক্তিকর ছিল। যাইহোক তারপর আবার বর্ডার অংকন করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। কারণ চিকন করে বর্ডার অংকন করা খুব সহজ ব্যাপার নয়।

20250222_203426.jpg

এরপর শুরু করলাম ম্যান্ডেলার কাজ। যদিও কালারের কারণে অনেক জায়গায় কালো রংটা ফেড হয়েছে। হলুদ রঙের উপরে কালো রঙটা বসতে একটু ঝামেলা করে। কিন্তু কমলা রঙের উপরে কালো রং বসালে দারুন কালার দেখা যায়। যাই হোক এভাবে ধীরে ধীরে অনেক সময়, প্রায় দেড় ঘন্টা সময় ধরে বসে এই ম্যান্ডেলা আর্ট করেছিলাম। এই বোহো ম্যান্ডেলা আর্টটা করার পর ভীষণ সুন্দর লাগছিল। আমি তো আমার রুমের দেয়ালে সাজানোর জন্য কয়েকটা আর্ট এরকম ভাবে তৈরি করব ভেবেছি এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই আর্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন আপনারা।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • ক্যানভাস পেপার
  • কলম
  • মার্কার কলম
  • পোস্টার রঙ
  • পেন্সিল কম্পাস
  • স্কেল

20250222_190023.jpg

প্রথম ধাপ

প্রথমধাপে মাস্কিং টেপগুলো চিকন করে কেটে নিলাম এবং এগুলো বিভিন্ন সাইজ করে বসিয়ে দিলাম। তারপর দুইটা অংশে আকাশী রং করে নিলাম।

20250222_190728.jpg20250222_190812.jpg

20250222_190939.jpg

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে বাকি অংশগুলোতে কমলা হলুদ এবং লাল রং দিয়ে রং করে নিলাম।

20250222_191140.jpg20250222_191604.jpg

20250222_191751.jpg

তৃতীয় ধাপ

এইধাপে মাস্কিং টেপগুলো ধীরে ধীরে তুলে নিলাম। তারপর একটা সবুজ রং দিয়ে বর্ডার অঙ্কন করে নিলাম।

20250222_192335.jpg

20250222_193723.jpg

চতুর্থ ধাপ

এখন পেন্সিল কম্পাস এর মধ্যে একটা কলম দিলাম। তারপর গোল গোল করে কয়েকটা বৃত্ত এঁকে নিলাম। তারপর সেটাকে আবার কালো জল রং দিয়ে এঁকে নিলাম।

20250222_193915.jpg20250222_194016.jpg

20250222_194136.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে একদম মাঝের বৃত্তের উপরে কিছু ডিজাইন করে নিলাম। তারপর পাতার মতো করে ডিজাইন করলাম। পাতার বাইরের অংশগুলো কালো রং দিয়ে ভরাট করে দিলাম।

20250222_194233.jpg20250222_194317.jpg
20250222_194442.jpg20250222_194522.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে প্রথমে বাইরের যে অংশটা রয়েছে সেটাতে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। তারপর পাতার মতো এঁকে সেখানেও কিছু ডিজাইন করে নিলাম ।

20250222_194707.jpg20250222_194822.jpg

20250222_195008.jpg

সপ্তম ধাপ

এইভাবে উপরের বৃত্তের অংশটায় ভিন্ন রকম একটা ডিজাইন করলাম। সেই ডিজাইনগুলোকে কালো মার্কার কলম দিয়ে ভরাট করে দিলাম।

20250222_195205.jpg20250222_195250.jpg

20250222_200558.jpg

অষ্টম ধাপ

উপরের বৃত্তটায় কিছু ছোট ছোট ডিজাইন করলাম। তার উপরে আবার পাতার মতো ডিজাইন করে সেখানে বাইরের অংশটায় আবার মার্কার কলম দিয়ে ভরাট করে নিলাম।

20250222_200812.jpg20250222_201054.jpg

20250222_201513.jpg

নবম ধাপ

শেষের বৃত্তের মাঝ বরাবর ছোট ছোট ফুলের মত করে কিছু ডিজাইন পুরো বৃত্তের মাঝে অংকন করে নিলাম। তারপর মার্কার কলমের মাধ্যমে ফুলের কোণা বরাবর ডট এঁকে দিলাম।

20250222_202353.jpg20250222_202613.jpg

20250222_202717.jpg

দশম ধাপ

বৃত্তের বাইরের অংশগুলো পাতার মতো ডিজাইন করে নিলাম। মার্কার দিয়ে একে নিলাম । তারপর ভেতরের অংশটায় কলম দিয়ে কিছু আঁচড় টেনে নিলাম। যাতে করে এগুলো পাতার মতো লাগে।

20250222_203004.jpg20250222_203204.jpg

20250222_203645.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি হয়ে গেল দারুণ একটা বোহো ম্যান্ডেলা আর্ট। যেটা বোহো আর্ট এবং ম্যান্ডেলা আর্ট দুটোকেই প্রাধান্য দিয়ে আঁকার চেষ্টা করেছি।

20250222_203426.jpg

20250222_203526.jpg

20250222_203649.jpg

20250222_203645.jpg

20250222_203451.jpg

20250222_203550.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 yesterday 

কালারফুল বোহো ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে আপু। আপনি খুব সুন্দর ভাবে সময় নিয়ে এই চমৎকার আর্টটি করেছেন।অনেক বেশী ভালো লেগেছে আর্টটি। ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য।

 yesterday 

জি আপু সময় নিয়ে এটা করতে হয়েছে আর এজন্যই এটা সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 yesterday 

Screenshot_20250223-092653_Chrome.jpg

Screenshot_20250223-092528_Chrome.jpg

 yesterday 

আপনার বোহো ম্যান্ডেলা আর্টের অভিজ্ঞতা পড়ে সত্যিই ভালো লাগল।এত ধৈর্য আর যত্ন নিয়ে কাজটি করেছেন, তা স্পষ্ট। কালার কম্বিনেশন আর মাস্কিং টেপের ব্যবহার বেশ চ্যালেঞ্জিং ছিল, কিন্তু শেষ পর্যন্ত যে দারুণ একটি আর্ট তৈরি হয়েছে, তা বোঝাই যাচ্ছে।আপনার পরবর্তী আর্ট শেয়ার করার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপু।

 yesterday 

জি আপু মাস্কিং টেপগুলো ব্যবহার করার পর এগুলো তুলতে অনেক বেশি ঝামেলা হচ্ছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 yesterday (edited)

মর্দা কথা এই জাতীয় আর্ট গুলিতে এই যে চিকন চিকন করে মাস্কিং টেপ কেটে বসানোর ব্যাপারটা সত্যিই অনেকটা সময় সাপেক্ষ। সেই সাথে আর্ট টিও খুবই দক্ষতার সাথে মনোযোগ সহকারে করতে হয় তবেই সৌন্দর্যতা ফুটে ওঠে। যেমন আপনার তৈরি করা আজকের কালারফুল বোহো ম্যান্ডেলা আর্ট টি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম।

 yesterday 

একদম ঠিক বলেছেন ভাইয়া। চিকন করে কেটে মাস্কিং টেপগুলো হাতের সাথে লেগে যাচ্ছিল। অনেক সময় লেগেছিল এগুলো বসাতে। ধন্যবাদ আপনাকে।

 yesterday 

কালারফুল বোহো ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে যে কোন কিছু আর্ট করে কালার করলে দেখতে আরো বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনার প্রতিটি আর্ট অনেক বেশি সুন্দর হয়। আপনি ধাপে ধাপে আর্টটি সম্পন্ন করেছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।

 yesterday 

প্রথমে কালার করছি তারপর ম্যান্ডেলা আর্ট করেছি ভাইয়া। এই জন্য বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 yesterday 

অসাধারন আপু্। এক কথায় ফাটাফাটি। আপনি কিন্তু বেশ দারুন একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট তো একেবারে চোখে পড়ার মত। এমন দারুন একটি আর্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 yesterday 

খুব সুন্দর প্রশংসনীয় মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু। ভালো থাকবেন।

 yesterday 

বিভিন্ন ধরনের রঙের সংমিশ্রণে একটি অসাধারণ ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন। অসাধারণ এই ছবিটি দক্ষতার সঙ্গে এঁকেছেন দেখে খুব ভালো লাগছে। এই ধরনের রংবেরঙের ছবিগুলি দেখতে খুব সুন্দর লাগে।

 yesterday 

জ্বী ভাইয়া বেশ সময় নিয়ে এই কাজটা করতে হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 yesterday 

ম্যান্ডেলা আর্টগুলো আমার বেশ পছন্দ তবে বোহো আর্ট গুলো কখনো ট্রাই করা হয়নি আমার। আপনার আজকের এই ড্রয়িং টা বেশ চমৎকার লাগছে দেখতে। কালারফুল হওয়ার কারণে অনেকটা আকর্ষণীয় দেখাচ্ছে। ডিজাইন গুলো খুব সুন্দর এবং নিখুঁতভাবে করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 yesterday 

বোহো আর্ট আমিও খুব বেশি একটা ট্রাই করিনি। তবে বোহো আর্টের মাঝে ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে দেখতে। এজন্য চেষ্টা করেছি।

 yesterday 

কালারফুল বোহো ম্যান্ডেলা আর্ট আমি প্রথমবার দেখলাম। এর আগে দেখেছি বলে মনে পড়ছেনা।তুমি খুব সুন্দর করে কালারফুল বোহো ম্যান্ডেলা আর্টটি সবার মাঝে তুলে ধরেছ।আশা করি সবার ভালো লাগবে।ধন্যবাদ তোমায় ভালো থেকো সব সময় এই কামনা করি।

 yesterday 

বোহো আর্ট আলাদাভাবে করা হয়ে থাকে। তবে এভাবে খুব বেশি একটা করা হয় না। এজন্যই দেখনি। ধন্যবাদ তোমায় সুন্দর মন্তব্য করার জন্য।