পেইন্টিং-:গোধূলি বেলার দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250306_190152.jpg

আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন রকম একটা পোস্ট নিয়ে। আসলে আমার বাংলা ব্লগে এত এত আর্ট এবং পেইন্টিং এর ছড়াছড়ি যে মাঝে মাঝেই অনেক রকমের পেইন্টিং চোখে পড়ে। প্রায় প্রতিনিয়তই কেউ না কেউ বিভিন্ন রকম পেইন্টিং শেয়ার করে থাকে। যাই হোক আমি বেশ অনেকদিন পর রং তুলি নিয়ে বসেছি। আসলে সময়ের অভাবে রং তুলির কাজগুলো করা হয়ে ওঠে না। যেহেতু এই সপ্তাহে একটা পেইন্টিং শেয়ার করতে হবে। আর সেই ভাবনা থেকে ভাবলাম যেহেতু একটা ডাই ইভেন্ট চলছে তাই সেই উপলক্ষেও একটা আর্ট করে ফেলা যাক এবং তাড়াতাড়ি আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। আজ ইফতার শেষ করার পর নামাজ পড়েই আমি রং তুলি নিয়ে বসে গেলাম সিম্পল একটা ডিজাইন পেইন্টিং করার জন্য।

আসলে ইফতার করার পর শরীর অনেক বেশি কাহিল থাকে। তবুও যদি রেস্ট নিতে চলে যাই তাহলে আর কাজটা করা হবে না। তাই নামাজ পড়ার সাথে সাথেই টেবিলে বসে গেলাম এবং রং তুলে নিয়ে আঁকা শুরু করে দিলাম। প্রায় আধাঘন্টা সময় লেগেছিল এই কাজটা করতে। যদিও সিম্পল ভাবে এটি তৈরি করেছি। আসলে বেশি সময় দিয়ে করা সম্ভব হচ্ছিল না। তাই ভাবলাম খুব সিম্পলি গোধূলি বেলার একটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করে ফেলি। যাইহোক কথা আর না বাড়িয়ে আজকের এই পেইন্টিংটা শুরু করা যাক ।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • ক্যানভাস পেপার
  • পোস্টার রঙ
  • তুলি

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovaUVtX5ubKJeU6WnVwKSw5bho4t3sCPi7o9ue6f6BueB3NZmSiQBHqPXEea53yLW4XKJXh7s7nNnT2fxMxnQY1re.jpeg

প্রথম ধাপ

প্রথমধাপে মাস্কিং টেপগুলো চিকন করে কেটে নিলাম। ক্যানভাসের চারপাশে এটা চিকন করে লাগিয়ে দিলাম। উপরের অংশটা লম্বালম্বি ভাবে হলুদ রং করে নিলাম।

20250306_183750.jpg

20250306_183925.jpg

দ্বিতীয় ধাপ

হলুদের নিচের দিকে কমলা, লাল রঙ করে নিলাম। তার নিচে আবার হলুদ এবং হালকা কমলা রং করে নিয়েছি।

20250306_184109.jpg

20250306_184257.jpg

তৃতীয় ধাপ

মাঝ বরাবর অংশে নীল রং দিয়ে কিছু ছায়া এঁকে নিলাম। যাতে করে সেখানে দূর থেকে গাছ বোঝা যায়। এক পাশে আবার কালো রং দিয়ে ভিটি তৈরি করে নিলাম।

20250306_184526.jpg

20250306_184621.jpg

চতুর্থ ধাপ

সেই ভিটির উপরে একটা নারিকেল গাছ এঁকে নিলাম এবং পাতাসহ সবকিছুই এঁকে নিয়েছি কালো রংয়ের সাহায্যে।

20250306_185250.jpg

20250306_185339.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে তার পাশে আরও দুটি গাছ এঁকে নিয়েছি পাতা সহ।

20250306_185439.jpg

20250306_185523.jpg

ষষ্ঠ ধাপ

এই ধাপে নিচের দিকের বামকোণে ছোট করে মাটির অংশ এঁকে নিলাম। সেখানে কিছু ঘাস এঁকে নিয়েছি। আর হলুদ এবং সাদা রং মিক্স করে সূর্য এঁকে নিলাম মাঝ বরাবর।

20250306_185615.jpg20250306_185927.jpg

20250306_185929.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম আলো ছায়ায় ভিন্ন রকম একটি গোধূলি সন্ধ্যার পেইন্টিং।

20250306_190152.jpg

20250306_190322.jpg

20250306_190330.jpg

20250306_190457.jpg

20250306_190501.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

শুনে অনেক ভালো লাগলো ইফতার শেষ করে নামাজ পড়ার পর আপনি এত সুন্দর করে একটি পেইন্টিং তৈরি করেছে। যেটি দেখে চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ আপু শুভকামনা রইল এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার পেইন্টিং উপভোগ করেছেন দেখে খুব ভালো লাগছে আপু। আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 months ago 

Screenshot_20250306-112820_Chrome.jpg

Screenshot_20250306-112744_Chrome.jpg
,.,

 2 months ago 

গোধূলি বেলার দৃশ্যের পেইন্টিং আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা চিত্র গুলো দেখে সব সময়ই আমি মুগ্ধ হয়ে যাই। গোধূলি সন্ধ্যার বিষয়টা অনেক সুন্দর ভাবে আপনি অঙ্কন করতে সক্ষম হয়েছেন। নারিকেল গাছগুলোর জন্য এটা দেখতে আরো বেশি ভালো লাগছে।

 2 months ago 

সময় কম বিধায় সিম্পল কিছু শেয়ার করা হয় ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

ডাই ইভেন্ট উপলক্ষে আপনি খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন আপু। এরকম পেইন্টিং আমি এত পারফেক্টলি করতে পারিনা। আপনি খুব সুন্দর ভাবে এটা করেছেন। দেখে মনে হচ্ছে এটা একটা ফটোগ্রাফি। ধন্যবাদ আপু এত চমৎকার একটা পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 months ago 

একটু সময় নিয়ে করলে সব কিছুই সুন্দর হয় আপু। যদিও সিম্পল করে করেছি। যাই হোক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু আপনার আর্ট করা পেইন্টিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের গোধূলি বেলার সৌন্দর্যের পেইন্টিং টি অসাধারণ হয়েছে আপু। সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো আর্ট টি আমাদের মাঝে উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার পেইন্টিং গুলো সবসময় উপভোগ করেন দেখে খুবই ভালো লাগে ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

কি অপূর্ব মনোরম গোধূলির দৃশ্য পেইন্টিং করেছেন আপু। দেখে চোখ জুড়িয়ে গেল। ক্যানভাস পেপার এর ওপর পোস্টার কালারের ব্যবহার করেছেন। রং এর নানার মাধ্যমের মধ্যে পোস্টার কালার কিন্তু সব থেকে বেশি উজ্জ্বল হয়। আর সে কারণেই হয়তো আপনার পেইন্টিংটা এত চমৎকার লাগছে দেখতে। কি সুন্দর আপনার আঁকার হাত।

 2 months ago 

জি আপু পোস্টার কালার দিয়ে করলে খুব সুন্দর হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

অসাধারণ একটা আর্ট পোস্ট আজ আপনি আমাদের কাছে শেয়ার করলেন। আসলে শুধুমাত্র আমি নয় যে কেউ দেখলে বলবে যে আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট। আসলে আমার কাছে আপনার এই আর্ট এত ভালো লেগেছে যে এটি মুখের ভাষায় আমি প্রকাশ করতে পারছি না।

 2 months ago 

কি যে বলেন না ভাইয়া শুধুমাত্র চেষ্টা করেছি। যাইহোক খুব ভালো লাগলো সুন্দর একটা উৎসাহ মূলক মন্তব্য দেখে।

 2 months ago 

প্রতিদিনই কেউ না কেউ সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে চমকে দেয়। আজকেও আপনি খুব সুন্দর একটি গোধূলি লগ্নের পেইন্টিং করেছেন। সময়ের অভাবে আপনি করতে পারেন না তবে সময় পেলে অবশ্যই পেন্টিং করবেন। আপনার পেইন্টিং কিন্তু দারুন হয়েছে আপু। এক কথায় অসাধারণ হয়েছে। চমৎকার পেইন্টিং করা সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

আগে একটা সময় অনেক পেইন্টিং শেয়ার করা হতো আপু। কিন্তু এখন সময় খুবই কম সেজন্য শেয়ার করা হয় না।

 2 months ago 

পোস্টার রং দিয়ে ভীষণ সুন্দর গোধূলি বেলার দৃশ্য অঙ্কন করেছেন আপু। আপনার ছবি দেখেই বুঝতে পারি আপনি ছবি একাই ঠিক কতটা দক্ষ। কত সুন্দর একটি ছবি অংকন করে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ছবিটির সৌন্দর্য যেন সব দিক থেকে আমাদের মুগ্ধ করে রাখছে। আপনার আরো ভালো ভালো সৃষ্টি দেখবার অপেক্ষায় রইলাম।

 2 months ago 

একটু সময় নিয়ে যদি করতে পারি তাহলে সবকিছুই সুন্দর হয় ভাইয়া । ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ।