নাটক রিভিউ-: তুই থেকে তুমি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
তুই থেকে তুমি নাটকের রিভিউ।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের নাম | তুই থেকে তুমি |
---|---|
পরিচালক | মিজানুর রহমান আরিয়ান |
অভিনয় | জিয়াউল ফারুক অপুর্ব, কেয়া পায়েল সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১২ আগষ্ট ২০২৪ |
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের শুরুতেই দেখানো হয় যে নায়িকা নায়কের পরিবারের সাথে অনেকটাই ক্লোজ ছিল৷ কারণ নায়িকার বাসা এবং নায়কের বাসা পাশাপাশি ছিল৷ তারা ছোটবেলা থেকেই সেখানে বড় হয়েছে৷ যার ফলে নায়িকাকে নায়কের মা অনেক আগে থেকেই দেখে আসছেন৷ তারা সবাই সেখানে একসাথে যখন থাকতো তখন তাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। তারা একে অপরের বাসায় নির্দ্বিধায় যাওয়া আসা করত। নায়িকা বেশিরভাগই নায়কদের বাসায় আসতো৷ কারণ সে অনেক আগে থেকেই নায়ককে পছন্দ করত। নায়ককে পছন্দ করার যে বিষয়টি ছিল সেটি শুধুমাত্র তার নিজের মধ্যেই ছিল৷ সে নায়ককেও বলেনি যে সে তাকে পছন্দ করে৷ অন্য কাউকেও বলেনি৷ সে নায়ককে পছন্দ করে যার ফলে নায়কের বাসায় সে যখন আসে তখন নায়কের জন্য সে কোনো না কোনো কিছু নিয়ে আসে৷ একদিন হোটেল থেকে বিরিয়ানি অর্ডার করে এনে সে নায়কের জন্য নিয়ে আসে৷ বলে যে সে নিজের হাতে বানিয়েছে। তারা সবাই অনেক মজা করে সেটি খেয়েছে এবং নায়িকার নামে অনেক সুনাম করতে থাকে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
পরবর্তীতে সেখানে নায়িকা নায়কদের বাসায় বিভিন্ন কারণবশতই চলে আসত। যখনই কোন না কোন অজুহাত পেতো তাহলেই সে নায়কের বাসায় চলে আসত। সে নায়কের বাসাতেই অনেক বেশি সময় থাকতো৷ তাই নায়ক তাকে বলতো যে সে পড়ালেখা করে না কেন। সে তার বাসায় গিয়ে পড়ালেখা করবে, এখানে কেন বসে রয়েছে৷ তাই সেখানে নায়িকা বলে যে নায়কের কাছ থেকে বই নেওয়ার জন্য সে এসেছে৷ এরকম অনেক দিন অনেক ধরনের অজুহাত দিয়ে সে প্রতিদিনই নায়কের বাসায় যেত। বেশিরভাগ সময় তাদের বাসায় থাকতো৷ এর পরবর্তীতে একদিন বাড়িওয়ালা তাদের সবাইকে এক জায়গায় ডাকে৷ তাদের সবাইকে বলে যে বাসা ছেড়ে দেওয়ার জন্য৷ এখন বাড়িওয়ালার ছেলে এসেছে৷ সে এই বাসাটিকে ভেঙে ডুপ্লেক্স বাড়ি করবে৷ যার ফলে তাদের সবাইকে এখান থেকে বের হয়ে যেতে হবে৷ তাই তাদেরকে অনেক আগে থেকে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে৷ যার ফলে তারা এখন থেকেই তাদের বাসা খোঁজা শুরু করে৷ যার ফলে সবাই অনেকটাই দুঃখ পায়৷ কারণ নায়ক এবং নায়িকা যে রকম ছোট থেকে এখানে বড় হচ্ছে৷ তেমনি তাদের পরিবারের সবাইও এখানে যেন একটা ছোটখাটো পরিবারের মতো হয়ে গিয়েছে৷ যখন তারা এই কথাটি শুনে তখন তারা সবাই অনেক দুঃখ প্রকাশ করতে থাকে৷ তবে সবাইকে বের হয়ে যেতে হবে৷ তাই সবাই বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এর পরবর্তীতে একদিন যখন নায়িকা বাসা থেকে বের হচ্ছিল তখন সেখানে বাড়িওয়ালার ছেলে তাকে দেখে নেয়৷ তাকে দেখে নেওয়ার পরে তার নায়িকাকে পছন্দ হয়ে যায়৷ পছন্দ হয়ে যাওয়ার পরবর্তী সময়েই সে তার পরিবারের মানুষকে বলে যে নায়িকাকে তার পছন্দ হয়েছে এবং নায়িকার পরিবারের কাছেও সে এই কথাটি বলে৷ যখন নায়িকার পরিবার এই কথা শুনে তখন তারা অনেক খুশি হয়ে যায়৷ তারা ভাবে যেহেতু তাদেরকে ছেড়ে দিতে হবে এখন যদি নায়িকার সাথে বাড়িওয়ালার ছেলের বিয়ে হয়ে যায় তাহলে তাদেরকে আর এই বাসা ছেড়ে দিতে হবে না৷ বাসায় তারা থেকে যেতে পারবে৷ তবে নায়িকা এই কথাটি শুনে অনেকটাই দুঃখ পায়৷ কারণ সে প্রথম থেকেই নায়ককে পছন্দ করত৷ নায়ক যেন কিছুই বুঝতো না৷ সে সবসময় নায়িকাকে এড়িয়ে চলত৷ নায়িকাকে সে কোনভাবেই তার জীবনসঙ্গিনী হিসেবে নিবে এরকম কোন চিন্তা তার মধ্যে ছিল না৷ তবে নায়িকা শেষ পর্যন্ত যখন অনেক দুঃখ কষ্ট পেতে থাকে এবং সে সেখানে বলে যে সে নায়ককে পছন্দ করে এবং ছোটবেলা থেকেই সেই নায়কের সাথে বড় হয়েছে৷ নায়কের প্রতি তার আলাদা একটি ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে ফলে তার পরিবারের সবাইকে যখন সেটা জানিয়ে দেয় তখন সবাই তাদের এই সম্পর্ক মেনে নেয়৷ তারা তাদের এই সম্পর্ক খুব ভালোভাবে জোড়া দেওয়ার জন্য বিয়ে করার সিদ্ধান্ত নেয়৷ তাদের দুজনের মিল হয় এবং এভাবেই নাটকটি শেষ হয়।
আমার ব্যক্তিগত মতামত।
খুব সুন্দর ছিল নাটকটি৷ প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকের মধ্যে অনেক সুন্দর কিছু বিষয়কে শেয়ার করা হয়েছে৷ আসলে এখানে নাটকের নামটি দেখেই বোঝা যাচ্ছিলো যে নাটকটি সুন্দর হবে৷ কারণ নায়ক এবং নায়িকা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে৷ একই বাসায় তারা বড় হয়েছিল৷ শুধুমাত্র একটুখানি দূরত্ব ছিল তাদের দুজনের বাসার মধ্যে৷ যার ফলে নায়িকা বেশিরভাগ সময়ই নায়কের বাসায় আসত এবং নায়কের মায়ের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল৷ দুই পরিবারের মধ্যেই অনেক ভালো সম্পর্ক ছিল ৷ এক পরিবার অন্য আরেক পরিবারের সাথে খুব সুন্দর সময় অতিবাহিত করত। তারা যেভাবে এত সুন্দর সময় গুলো অতিবাহিত করত তা খুব ভালোই ছিল৷ ধীরে ধীরে যখন তাদের এই সম্পর্ক অনেকটাই ভালোর দিকে চলে যাচ্ছিল তখন সেখানে তখনও পর্যন্ত নায়ককে নায়িকা পছন্দ করে শুধুমাত্র নায়িকার মধ্যেই ছিল৷ সে নায়ককে ভালোবাসে, তবে শেষ পর্যন্ত যখন নায়িকাকে অন্য কেউ নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল৷ তখন নায়িকা আর কোন উপায় খুঁজে না পেয়ে তার ভালোবাসার কথা নায়ককে প্রকাশ করে। এভাবেই তাদের সম্পর্কের মিল হয়৷ আসলে তারা ছোটবেলা থেকে একে অপরের সাথে বড় হয়েছে৷ যার ফলে তারা একে অপরকে তুই করে বলতো৷ তবে এখন যখন তারা স্বামী-স্ত্রী হয়ে গিয়েছে এখন তারা নিজেদেরকে তুমি করে বলে৷ ঠিক এই বিষয়টিকেই নাটকের নামের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে৷ আসলে আমরা বাস্তবিক জীবনেও এরকম ঘটনা দেখতে পাই৷ হয়তো আমরা যে মানুষটিকে ভালবাসি সেই মানুষটি আমাদেরকে ভালোবাসে না৷ তবে শেষ পর্যন্ত যখন আমরা তাদের ভালোবাসা বুঝতে পারি তখনই অনেক সময় নাটকের মতো মিল হওয়ার সম্ভাবনা থাকে৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সম্পর্কের মিল হয় না।
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিং
৯.৯/১০
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল তুই থেকে তুমি নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।
জি ভাইয়া নাটকটা খুব বেশি সুন্দর ছিল। মাঝে মাঝে এরকম নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। যদিও সময় হয়ে ওঠে না। তবুও মাঝে মাঝে দেখতে হয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
💜💜💖
https://x.com/bristy110/status/1891322680969675009
বেশ কিছুদিন আগে নাটকটি আমি দেখেছিলাম। বেশ ভালোই লেগেছে আমার কাছে নাটকটি। আপনি বেশ সুন্দর করে পুরো নাটকের রিভিউ শেয়ার করেছেন আমাদের মাঝে। আমার কাছে কিন্তু আপনার রিভিউটি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
কিছু বাস্তব সত্য এই নাটকের মাঝে লুকিয়ে আছে আপু। যেটা দেখে বেশ ভালো লেগেছিল আমার কাছেও। ধন্যবাদ আপনাকে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
নাটকের নামটা দেখেই বোঝা যাচ্ছিল এরকম একটা গল্প হবে। এ ধরনের গল্পের নাটক গুলো কিন্তু খুব সুন্দর হয়। এই নাটকটা দেখা হয়নি। আপনি খুব সুন্দর ভাবে পুরো নাটকের গল্প উপস্থাপন করেছেন। দারুন ছিল আপনার আজকের নাটক রিভিউ। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর নাটক রিভিউ শেয়ার করার জন্য।
এই নাটকটার হ্যাপি এন্ডিং টা দারুন ছিল আপু। আসলে বাস্তবতার দিক থেকে এরকম অনেক ক্ষেত্রেই ভালোবাসা গুলো পূর্ণতা পায় না।
আজকে আপনি তুই থেকে তুমি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে জিয়াউল ফারুক অপুর্ব ভাইয়ের নাটক গুলো দেখি মাঝে মাঝেই। উনি খুব সুন্দর অভিনয় করেন। উনার নাটক গুলো রোমান্টিক হয়ে থাকে তাই দেখতে একটু ভালো লাগে আমার কাছে।এই নাটকটি পড়ে বেশ ভালো লাগলো। সময় করে অবশ্যই নাটকটি দেখে নেব।
নাটকটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। খুব বেশি বড় নয়। তবে নাটকটা বেশ ভালো লেগেছিল। পুরো নাটকটাই আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
অপূর্ব এবং কেয়া পায়েল অভিনীত চমৎকার একটা নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন। এই নাটকটি অনেক সুন্দর। নাটকে আমার দেখা হয়েছে। তুই থেকে তুমি নাটকটি বেশ ভালো। খুব সুন্দর করে নাটক রিভিউ করেছেন আপু। নাটক রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। সুন্দর একটি নাটক রিভিউ আকার শেয়ার করার জন্য ধন্যবাদ।
দুজনেই বেশ ভালো অভিনেত্রী। এদের নাটক গুলো খুবই সুন্দর হয়। আর এই নাটকটা অনেক বেশি দারুন ছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
নাটকটি অনেক সুন্দর তবে একবারই দেখেছিলাম। আর নাটকের কাহিনীটা অনেক ভালো করেছে। অভিনয়ের দিক থেকেও তারা যথাযথ অভিনয় করতে পেরেছে। যাই হোক সর্বোপরি নাটকটি সবার উদ্দেশ্যে ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ তোমাকে।
একদম ঠিক বলেছ তাদের অভিনয় অনেক বেশি সুন্দর হয়েছিল। ধন্যবাদ তোমায় সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
আপু আপনি আজকে অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে অপূর্বর নাটক আমি খুবই কম দেখি।তবে কেয়াপায়েলের অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।যাইহোক নাটকটির রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেলো।সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অপূর্ব এবং কেয়া পায়েল দুজনেই খুব ভালো অভিনয় করে। আমি তো প্রায় সময় এদের নাটক দেখি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।