জেনারেল রাইটিং-:সাফল্যের কোন রহস্য নেই। এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।আজকের পোস্টে আমি আপনাদের মাঝে একটা জেনারেল রাইটিং শেয়ার করব।
আমরা আমাদের আশেপাশে তাকালে দেখতে পারি অনেক অনেক সফল ব্যক্তি রয়েছে, যারা জীবনের কোন না কোন ক্ষেত্রে অনেক বেশি কঠোর পরিশ্রম করেছে। অনেক ব্যর্থতার শিকার হয়েছে। তার পাশাপাশি ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করেছে। কথায় আছে না ব্যর্থতাই সফলতার মূল চাবিকাঠি। ঠিক এই বিষয়টাকে মাথায় রেখেই তারা জীবনে পরিশ্রম করে গিয়েছে। যাতে করে জীবনের একটা পর্যায়ে গিয়ে সফলতা অর্জন করতে পারে। সফলতা কখনোই আপনা আপনি আসেনা। সফলতার জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সাধনা প্রয়োজন হয়। জীবনে উন্নতি করতে হলে জীবনটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে করে পিছিয়ে থাকতে না হয়।
যারা সফল হয় এবং জীবনে উন্নতি করতে পারে তাদের পেছনে অনেক মানুষ লেগে থাকে। আর তারা মনে করে জীবনে সফলতা এমনি এমনি আসে। কিন্তু আসলে সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হয় সেটা তারা জানে না।ছোট থেকে বড় যে কোন কাজ করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করে বসে থাকেন তখন আপনা আপনি কিন্তু কাজটা সম্পন্ন হবেনা এবং কাজের ফলাফলটাও ভোগ করতে পারবে না। যে কোন কাজ যদি সুন্দরভাবে, সঠিক সময়ে, সঠিক উদ্যোগে, সঠিক পরিকল্পনা নিয়ে সম্পাদন করতে পারেন তখন অবশ্যই সফলতা সেখানে বিদ্যমান থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য নির্ভর করে থাকে।
জীবনে অনেক মানুষকে দেখেছি যারা কঠোর পরিশ্রম করে এগিয়েছে। সঠিক সময়ে সঠিক পরিশ্রম করে গেলেও অনেক সময় ভাগ্য তাদের সহায় হয় না। তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে। কিন্তু সব সময় এমন এমন কাজ যেগুলো আমাদের জীবনে সফলতা বয়ে আনতে পারে সেই কাজগুলো সঠিক সময় যদি সম্পাদন করা হয় তাহলে অবশ্যই সফলতা আসবে। এক্ষেত্রে নিজের মনোবল ঠিক রেখে নিজের কাজের গতি বৃদ্ধি করে নিতে হবে এবং নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে করে কোন রকম পিছুটান যেন নিজের জীবনে না আসতে পারে।
ছোট শিশুরা যেমন ছোটবেলায় হাটতে শেখে এক পা দু পা করে। এক পা দু পা করে হাঁটতে হাঁটতে তারা বারবার পড়ে যায়। আর বারবার পড়া থেকেই তারা শিক্ষা গ্রহণ করে একসময় খুব সুন্দর করে হাঁটাচলা করতে পারে। তাদের ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের বিষয়টা যদি আমরা সকলেই নিজের মধ্যে আয়ত্ত করতে পারি তাহলে অবশ্যই সেই ছোটবেলার মতোই আমরা যেমন হাঁটা শিখবো তেমনি জীবনে সফলতা অর্জন করব। শুধুমাত্র এটা নয় অনেকেই দেখবেন নতুন করে সাইকেল চালাতে গিয়ে অনেকবার পড়ে যায়, ব্যথা পায়। কিন্তু ব্যথার অজুহাতে যদি সে সাইকেল চালানো বন্ধ করে দেয় তখন সে কিন্তু সাইকেল চালানো শিখতে পারবে না। এক্ষেত্রে তাকে বারবার চেষ্টা করে যেতে হবে। তাহলে অবশেষে একদিন ভালো করে সাইকেল চালাতে পারবে।
আমাদের জীবনটাই এমন। কারণ জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হলো সফলতা। সেটা জীবনের যে পর্যায়ে হোক না কেন। একটা মানুষ জীবনের প্রতিটি পর্যায়ে সফল হতে পারেনা। কারণ তাদের নিজেদের মানসিক শক্তি থাকে না। মনোবল যদি ঠিক থাকে, সঠিক সময় সঠিক কাজ সম্পাদন করে এবং চেষ্টা করতে থাকে, ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে তখন জীবনে আপনা আপনিই সফলতা চলে আসবে। যেটা ভাগ্যে থাকবে না সেটা কখনোই আসবেনা তার উপরে জোরাজুরি করে কখনোই লাভ নেই। এভাবে আপনার চেষ্টার ফলে যেটা আপনি পেতে পারেন সেটা অবশ্যই চেষ্টা করে যাবেন। তাহলে আপনি জীবনে সফল হবেন। কঠোর পরিশ্রম করে গেলে অবশ্যই সফলতা পাবেন।
আজকের লেখায় বিভিন্ন রকম উদাহরণ দিলাম। তবে বাস্তবিক দিক বিবেচনায় আমরা যদি নিজেকে সফলতার কাঠগড়ায় দেখতে চাই তাহলে অবশ্যই জীবনে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পিছুটান নিয়ে কখনোই এগোনো যাবে না। আশা করি আমার লেখাগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর মন্তব্য করে জানাবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bristy110/status/1892060415674417659
কিছু ভীষণ সঠিক কথা আপনি এই ব্লগের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। সাফল্য অর্জন করতে গেলে পরিশ্রমের আগে আর কিছু হয় না। তাই বলা হয় সাফল্য অর্জন করার কোন শর্টকাট চাবিকাঠি নেই। একমাত্র ব্যর্থতা থেকেই শিক্ষা লাভ করে ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যেতে হয়। আর সে ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হিসেবে যে প্যারামিটারকে ধরা হয় তা হল পরিশ্রম।
আসলে সফলতার পেছনে যে কত কষ্ট আর পরিশ্রম থাকে সেটা মানুষ দেখে না, শুধুমাত্র সফলতাই দেখে। আর এজন্যই পিছনে লেগে থাকে। ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।
কঠোর পরিশ্রমের পাশাপাশি আমার যেটা মনে হলো ব্যর্থতা থেকে শিখতে পারলে সেটা অনেক বেশি কাজে আসে। যেকোনো বিষয়ে অনেক ঝড় ঝাপটা আসতে পারে, সেটা অতিক্রম করে কঠোর পরিশ্রম করে গেলে সফলতা আসে। যাই হোক ধন্যবাদ সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য।
কথাগুলো একদম ঠিক বলেছ। পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ তোমায় সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনি আজ বেশকিছু উদাহরণ দিয়ে বুঝাতে চেষ্টা করেছেন সাফল্যের কোন রহস্য নেই।যেকোনো কাজেই সফলতা আসবে বার বার চেষ্টা ও ধৈর্যের মাধ্যমে।চেষ্টা করা ছাড়া আসলে কোন বিকল্প পথ নেই সফল হওয়ার।অনেক ধন্যবাদ আপু সুন্দর ভাবে বিষয়টি শেয়ার করার জন্য।
আসলে আপু কিছু কিছু বিষয় উদাহরণ দিলে খুব সুন্দর করে বোঝানো যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্য ভাগ করে নেয়ার জন্য। ভালো থাকবেন।
আপু আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে পোস্ট শেয়ার করছেন। এটা ঠিক যে সফলতার পেছনে কিন্তু অনেক গল্প রয়েছে।মানুষ হুট করেই কেউ সফলতার মুখ দেখে না। তার পেছনে দেখবেন কঠোর পরিশ্রম ধৈর্য অনেক কিছু রয়েছে।আসলে আমি মনে করি পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা আসে না। যাইহোক আপনার পুরো পোস্ট পড়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
জ্বী ভাইয়া কথাগুলো একদমই ঠিক বলেছেন। আপনার কথাগুলো পড়ে খুব ভালো লাগলো। একদম বাস্তব কিছু কথা বলেছেন ধন্যবাদ আপনাকে।
সাফল্যের পেছনের গল্প হচ্ছে কঠিন পরিশ্রম আর ব্যর্থতার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানো। সাফল্যের অন্য কোন রহস্য নেই এইটাই বাস্তব। সফলতা অর্জন করার জন্য কঠিন পরিশ্রম আর ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হলো রহস্য।। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু। ।
সাফল্য অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে নিজে নিজেই এগিয়ে যেতে হবে। না হলে কোনভাবে কোন কিছু সম্ভব নয়।
অনেকে মনে করে থাকেন সাফল্যের পেছনে অনেক ধরনের রহস্য লুকিয়ে থাকে। আসলে তেমনটা নয়। মানুষ অন্যের অজান্তে অনেক পরিশ্রম করে থাকেন দিনের পর দিন। যার কারণে এত সুন্দর সফলতা। কিন্তু অনেকে আছেন সেই সফলতা গুলো সহ্য করতে পারেনা বিভিন্ন ধরনের মন্তব্য করে। আপনার গুরুত্বপূর্ণ টপিকস পড়ে খুবই ভালো লেগেছে।
সাফল্যের পেছনের রহস্য হলো পরিশ্রম এবং অধ্যবসায়।পরিশ্রম ছাড়া কোনভাবেই সফলতা অর্জন করা সম্ভব নয়।
আসলে সফল মানুষের পিছনে অনেকেই লেগে থাকে ক্ষতি করার জন্য। কিন্তু সফলতা যে এমনি এমনি অর্জন করা যায় না, তারা সেটা জানলেও মানতে চায় না। আমিও মনে করি সাফল্যের কোনো রহস্য নেই। বরং সফলতা অর্জন করতে হলে মেধা খাঁটিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। তাছাড়া একবার ব্যর্থ হলে,বারবার ট্রাই করা উচিত। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন ভাইয়া। এজন্যই তো অনেক শত্রু পিছনে লেগে পড়ে। কারণ সফলতার পেছনে মূলত শত্রু বাঁধে।