আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৭০-চিকেন নুডলস এর বাটি চপ রেসিপি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ ভোর বেলায় হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে দারুন একটা রেসিপি নিয়ে। আসলে এই রেসিপিটা শেয়ার করার মূল কারণ হলো আমাদের কমিউনিটিতে চলমান একটা কনটেস্ট। আমার বাংলা ব্লগে প্রত্যেক সময় কিছু না কিছু নিয়ে কনটেস্টের আয়োজন করা হয়। আর এবারও ঠিক তেমনি দারুন রেসিপি কনটেস্ট নিয়ে আমাদের কমিউনিটি হাজির হয়ে গেল আমাদের কাছে। আর আমরা সবাই মিলে নিজেদের ক্রিয়েটিভিটি এবং ইউনিকনেস নিয়ে বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেছি এক সপ্তাহ যাবত। দারুণ দারুণ রেসিপি সবাই শেয়ার করে যাচ্ছে আর আজকে আমি আমার তৈরি করা একটা ইউনিক রেসিপি শেয়ার করতে এসেছি।
আসলে প্রতিযোগিতার ক্ষেত্রে ইউনিক কিছু শেয়ার না করলে যেন ভালই লাগেনা। তাই তো অনেক ভেবেচিন্তে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে ইফতারের সময় বিভিন্ন রকম ভাজাপোড়া জাতীয় স্নাক্স গুলো খেতে খুবই ভালো লাগে। আর ঠিক তেমনি আজকে নতুন কিছু নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন নুডুলস এর বাটি চপ রেসিপি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যাইহোক কথা আর না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক।
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
---|
উপকরণ | পরিমাণ |
---|---|
নুডলস | ২ প্যাকেট |
চিকেন কুচি | ১ কাপ |
ডিম | ১টি |
আটা | ১ কাপ |
রসুন কুচি | ১ চা চামচ |
আদা কুচি | ১/২ চা চামচ |
কাচামরিচ কুচি | ৪টি |
পেয়াজকুচি | ১ টি |
চাট মসলা | ১ টেবিল চামচ |
লবণ | ১ চা চামচ |
কর্ণফ্লাওয়ার | ২টেবিল চামচ |
টমেটো সস | ১ টেবিল চামচ |
সয়াসস | ২ চা চামচ |
সয়াবিন তেল | ২ টেবিল চামচ |
পানি | ২ কাপ |
প্রথম ধাপ |
---|
প্রথমে ফ্রাইপ্যানে ২ কাপ পানি দিয়ে দিলাম।পানিতে বলক এলে ২প্যাকেট নুডলস দিয়ে দিলাম। ভালোভাবে সিদ্ধ করে পানি ছেকে নুডলস নামিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ |
---|
এখন ফ্রাইপ্যানে আবার তেল দিয়ে দিলাম পরিমাণ মত। তেল গরম হয়ে এলে আদাকুচি আর রসুনকুচি দিয়ে দিলাম। কিছুটা ভেজে নিয়ে চিকেন কুচি দিলাম। ভালোভাবে ভেজে নিলাম।
তৃতীয় ধাপ |
---|
এখন ১ চা চামচ সয়াসস দিয়ে দিলাম। তারপর দিলাম টমেটো সস। ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে ভেজে তুলে নিলাম।
চতুর্থ ধাপ |
---|
এইধাপে সিদ্ধ করা নুডলস নিলাম বাটিতে।তারপর দিলাম পেয়াজকুচি এবং কাচামরিচ কুচি।
পঞ্চম ধাপ |
---|
এইধাপে চাট মসলা এবং লবণ দিলাম।তারপর ভেজে রাখা চিকেন এবং একটা ডিম ভেঙে দিয়ে দিলাম।
ষষ্ঠ ধাপ |
---|
এখন ১ চা চামচ সয়াসস এবং ১/২ টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। একটা নুডলস মসলা দিয়ে দিলাম।সাথে পরিমাণ মত কর্ণফ্লাওয়ার দিয়ে দিলাম।
সপ্তম ধাপ |
---|
এখন দিয়ে দিলাম কিছু পুদিনাপাতা কুচি।তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে নিলাম।
অষ্টম ধাপ |
---|
একটা বাটিতে আটা নিয়ে তারমধ্যে ১/২ চা চামচ লবণ দিলাম। সাথে নুডলস মসলা দিয়ে দিলাম।সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম।
নবম ধাপ |
---|
এখন অল্প অল্প পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। তারপর ছোট করে রুটি বেলে নিলাম।
দশম ধাপ |
---|
এখন রুটিটাকে চার কোণা করে কেটে নিলাম।কোণায় আবার ছোট করে কেটে নিলাম।
একাদশ ধাপ |
---|
এক কোনা থেকে অপর কোনা পানি লাগিয়ে জোড়া দিয়ে দিলাম। চারপাশ জোড়া লাগিয়ে গোল একটা বাটির মত তৈরি করে নিলাম। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি।
দ্বাদশ ধাপ |
---|
নুডলস এবং চিকেন দিয়ে যে মিক্সার তৈরি করেছিলাম সেগুলো এখন এই বাটির মাঝে দিয়ে দিলাম।এভাবে সবগুলো ফিল আপ করে নিলাম।
ত্রয়োদশ ধাপ |
---|
ফ্রাইপ্যানে বেশ অনেকটা পরিমাণে তেল দিলাম। তেল গরম হলে এক এক করে সবগুলো দিয়ে দিলাম। বেশ অনেক্ষণ যাবৎ ভেজে তেল ছাড়িয়ে তুলে নিলাম।
পরিবেশন |
---|
ব্যাস হয়ে গেল মজাদার আর লোভনীয় একটি রেসিপি।
আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Task 4
https://x.com/bristy110/status/1905228842244939937
Upvoted! Thank you for supporting witness @jswit.
Task 2
https://x.com/bristy110/status/1905190904249668067
Task 3
https://x.com/bristy110/status/1905206203418050962
Task 1
https://x.com/bristy110/status/1905189997717905537
আপনি চিকেন নুডলস এর বাটি চপ রেসিপি তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার হাতে তৈরি করা চিকেন নুডলস এর বাটি চপ রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
এই বাটি চপটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক বেশি মজার ছিল। কেউ যদি তৈরি না করে অবশ্যই এটা স্বাদ মিস করবে।
Task 5
https://x.com/bristy110/status/1905302658606563751