নিভৃতের জন্য শীতের জামাকাপড় কেনা এবং অফিসে যাওয়া।

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।

20241023_163830.jpg

আজ আপনাদের মাঝে শেয়ার করব নিভৃতের জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করা এবং অফিসে যাওয়ার মুহূর্তগুলো। অনেকেই জানেন আমাদের ট্রাভেল এজেন্সি ওপেন করা হয়েছে। অক্টোবরের এক তারিখে উদ্বোধন করেছে। তবে আমি সেখানে অনেকবার গিয়েছি কিন্তু কখনো ছবি তোলা হয়নি বা আপনাদের মাঝে কোন পোস্ট শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে এই সবগুলো মুহূর্ত একসাথে শেয়ার করা যাক।

20241114_171920.jpg

20241119_162221.jpg

আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম নিভৃতের জন্য শীতের জামা কাপড় কিনতে হবে। আর সেজন্যই মূলত বাজারে যাওয়া হয়েছে। যেহেতু ও একটু বড় হয়েছে আগের জামাগুলো তার গায়ে আর হবেনা। আর সেজন্যই মূলত কিছু জামা আর প্যান্ট তার জন্য কিনতে গিয়েছিলাম বাজারে। ছোট বাচ্চারা যেন খুব দ্রুত বড় হয়ে যায়। এজন্যই মূলত তাদের জামা কাপড় গুলো প্রতিনিয়ত ছোট হতে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের নিভৃতের বয়স অনুযায়ী সে কিছুটা লম্বা এই কারণে তার জামা কাপড় গুলো একটু বড় সাইজের প্রয়োজন হয়ে গিয়েছে।
20241119_162304.jpg

20241119_162354.jpg

সেজন্য আমি গতকাল বিকেল বেলা বের হয়ে গেলাম। আর এদিকে নিভৃতের আব্বু বাজার থেকে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কারণ এদিকে গাড়ি পাওয়া খুব কষ্টকর। তাও আবার বিকেল তিনটায়, অনেক দুঃসাধ্য ব্যাপার। যাইহোক সে আমাকে নেয়ার জন্য চলে এসেছে আমি রেডি হয়ে চলে গেলাম।নিভৃতকে নিয়ে যাইনি কারণ সে পুরো রাস্তায় বিরক্ত করবে। আর এদিকে তার আবার ঠান্ডা লেগে আছে। এজন্য মূলত তাকে নেয়া হয়নি। বাইরের আবহাওয়া এখন কিছুটা ঠান্ডা।

20241119_162407.jpg

20241119_162417.jpg

যাইহোক প্রথমত আমরা চলে গেলাম শপে। সেখানে আমাদের পরিচিত লোকজন থাকায় কেনাকাটা করতে বেশি দেরি হয়নি। তার জন্য কিছু পাজামা নিয়েছি আর শীতে পড়ার জন্য দুটো গেঞ্জি নিয়েছিলাম। পরে অন্য দোকান থেকে আরও একটা জামা নিয়েছি যেটা শীতের জন্যই। এভাবে তার জন্য তিনটা জামা তিনটা প্যান্ট নিয়েছিলাম। তারপর অন্য দোকানে গিয়ে আরো চারটা প্যান্ট নিয়েছি।আসলে বাচ্চার জন্য কেনাকাটা করতে বেশি ভালো লাগে।মোটামুটি তার এই শীতের জন্য অনেকটাই কেনাকাটা হয়েছে। গত বছরের শীতের জন্য কিছু জামা কাপড় রয়েছে যেগুলো একটু বড় সাইজের ছিল। আর সেগুলো এই বছরের জন্য রেখে দিয়েছিলাম। তাই আর লাগবে না।

20240717_180236.jpg

যাহোক কেনাকাটার পর্ব শেষ করে আমরা চলে গেলাম অফিসে। যেহেতু আমার ছোট ভাই অফিসে সারাদিনই থাকে, সেজন্য আমরা মাঝে মাঝে বাইরে বের হওয়ার সুযোগ পাই। অফিসে যাওয়ার পর দেখলাম অফিসে তেমন কোন লোকজন নেই। তারপর আমি কিছুক্ষণ বসলাম।আমার কাছে ইন্টেরিয়র ডেকোরেশন গুলো সবচেয়ে বেশি ভালো লাগে। অফিসের ডেকোরেশন গুলো ছবিতে আমি শেয়ার করলাম।

IMG-20241120-WA0019.jpg

IMG-20241120-WA0021.jpg

ইন্টেরিয়র ডেকোরেশন গুলো এত সুন্দর করে করেছে যে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। যে কোন লোকজন আসলে প্রথমে অফিসটাই তাকিয়ে তাকিয়ে দেখে। এত সুন্দর লাগে। আর পিছনের দেয়ালে যে ম্যাপটা আছে এটা আমার কাছে বেশি ভালো লাগে। যদিও ম্যাপটা সেট করতে তাদের অনেক সময় লেগেছিল। যাইহোক ফটোগ্রাফি গুলো অনেক ছিল ভাবলাম আপনাদের মাঝে আজকের পোস্টে এগুলি শেয়ার করা যাক।এদিকে তাদের লোগোটা এখনো লাগানো হয় নি।খুব শীঘ্রই লোগোটাও নিয়ে এসে লাগানো হবে।এই ছিল গতকাল বিকেলের কিছু মুহূর্ত।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

20241120_110305.jpg

 2 days ago 

জামা গুলো নিভৃতের অনেক পছন্দ হয়েছে।আসলে নতুন জামা দেখলে সে এমনিতেই অনেক খুশি হয়।যাইহোক স্বল্প সময়ে কেনাকাটা ভালোই হলো।ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।ভালো থেকো সব সময় এই কামনা করি।

 2 days ago 

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে সব সময়ই ভালো লাগে। আমিও যখন যাই হয়তো ভাবি একটা জামা কিনে নিয়ে চলে আসব দরকারে কিন্তু সেই কোথায় থেকে চার/পাঁচটা কেনা হয়ে যায়। তাছাড়া শীতকালে তো বাচ্চাদের জামা লাগেই।

আপনাদের অফিস টা দেখতে খুব সুন্দর হয়েছে। ইন্টেরিয়রটা অপূর্ব লাগছে দেখতে। নতুন ট্রাভেল এজেন্সির জন্য শুভকামনা জানাই । সবাই মিলে ভাল থাকুন আনন্দে থাকুন এই কামনা করি।

 2 days ago 

অনেক ভালো লাগলো বাবুর জন্য কেনাকাটা আর দোকানের সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরতে দেখে। সত্যি দেখার মতো ডেকোরেশন করা হয়েছে রুমের মধ্যে। অফিস রুম এভাবে সাজালে এমনিতেই ভালো লাগে। অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন আপু। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 2 days ago 

এখন যেহেতু শীতের দিন শুরু হয়েছে বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণ শীতের জামা কাপড় দরকার। যেহেতু বাচ্চারা দিন দিন বৃদ্ধি পায় তাদের শীতের জামাগুলো ছোট হয়ে যায়। আপনি নিভৃতের জন্য শীতের জামা কিনতে গেলেন সেই সাথে অফিসে ঘুরতে গেলেন। অনেক সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন আপু পড়ে ভীষণ ভালো লেগেছে।