লাইফস্টাইল-:ছোট ভাইয়ের দেয়া ট্রিট,কাচ্চি ডাইনে।

in আমার বাংলা ব্লগ4 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250321_105454.jpg

আজ আবার হাজির হয়ে গেলাম লাইফস্টাইল পোস্ট শেয়ার করার জন্য। আসলে গত দুই সপ্তাহ যাবৎ আমি ফেনীতে যাওয়ার মুহূর্ত এবং ঘুরাঘুরি করার মুহূর্ত গুলি শেয়ার করেছি। যেহেতু আমার ছোট ভাই আমাদেরকে ট্রিট দিয়েছিল তাই মোটামুটি ঘোরাঘুরি করেই কাটিয়েছলাম সেদিনটা।ঘুরাঘুরি করার পর যেহেতু কাচ্চি ডাইনে গিয়েছিলাম।তাই আজকে সেই পর্বটা আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। সেদিন ছিল ২৩ফেব্রুয়ারী। তাই রোজার আগেই এই মুহূর্তগুলো।
20250224_173904.jpg

20250224_174242.jpg

সেখানে কিছুক্ষণ ঘুরে ঘুরে করার পর আমি এবং আমার ছোট ভাই দুজনে রিক্সায় করে চলে গিয়েছিলাম কাচ্চি ডাইনে। নিভৃতের আব্বু গিয়েছিল বাইকে করে। যেহেতু তিনজন একসাথে বাইকে যাওয়া সম্ভব নয় তাই আমরা দুজন রিক্সায় করে গিয়েছি। সেখানে গিয়ে বাইরে থেকে কিছু ফটোগ্রাফি করে নিলাম। সেখানে গিয়ে দেখলাম তখন খুব বেশি মানুষজন হয়নি। অল্প কিছু মানুষজন ছিল। যদিও তারা উপরে জায়গাটা সন্ধ্যার আগে ওপেন করেনি তাই উপরে বসা হয়নি, নিচে বসে ছিলাম।

20250224_174459.jpg

20250224_174522.jpg

20250224_174543.jpg

তবে তারা বলেছিল যে ছবি তোলার জন্য অবশ্যই উপরে যেতে পারবেন। যেহেতু সেখানে মানুষজন ছিল না তাই ছবি তোলার জন্য একদম ভালোই হয়েছিল। আমরা যাওয়ার পর তারা সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছিল। যেহেতু ফটোগ্রাফি করার ক্ষেত্রে আলোর প্রয়োজন তাই সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছিল। তাই দুজন মিলে বেশ কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম। নিভৃত আর ওর আব্বু নিচে বসে ছিল, তারা উপরে ওঠেনি। যাইহোক সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি করে নিলাম তারপর নিচে নেমে এলাম।

20250224_174719.jpg

20250224_175317.jpg

20250224_174710.jpg

খাবার আমরা যাওয়ার পর পরই অর্ডার দিয়ে দিয়েছিলাম। নিচে নামার কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আসলে কাচ্চি দেখলে যে কারোরই লোভ লেগে যায়, আর খেতে ইচ্ছে করে। আমার তো ভীষণ প্রিয়। তবে যে পরিমাণ দেয়া হয় সে পরিমাণ পুরো খেতে আমার কিছুটা কষ্ট হয়ে যায়। আর সেদিন খিদে তেমন একটা ছিল না তাই খুব বেশি খেতে পারিনি। যাইহোক আমি আমার জন্য বাদাম শরবত নিয়েছিলাম। আর তারা বোরহানি নিয়েছিল। কারণ বোরহানি টা খুব বেশি একটা খেতে পারি না। তাই বাদাম শরবত আমার কাছে বেশ ভালই লেগেছিল।

20250224_175134.jpg

20250224_181646.jpg

এদিকে নিভৃত বোরহানি খেয়েছিল কিন্তু বাদাম শরবত খাওয়ার পর সে বাদাম শরবতের জন্য দুষ্টুমি করেছিল। যেহেতু বাদাম শরবত একটু মিষ্টি টাইপের তাই তার কাছে বেশি ভালো লেগেছিল। যাই হোক আমি কিছুটা খাওয়ার পর তাকে খাইয়ে দিলাম। যদিও সে কাচ্চি খায়নি কিন্তু বাদাম শরবত খুব তৃপ্তি করেই খেয়েছে। খাওয়া-দাওয়া শেষ করে আমরা দু তিনটে পার্সেল নিয়ে নিলাম। আমার ভাই আমার আম্মু এবং ছোট বোনের জন্য পার্সেল নিয়ে গিয়েছে। আর আমরা আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছিলাম। যেহেতু তারা যায়নি তাই তাদের জন্য পার্সেল নিয়ে যাওয়াটাই বেটার ছিল।

তারপর সব বিল মিটিয়ে আমরা আবার বাইরে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিনের মুহূর্তগুলো খুবই ভালো কেটেছিল। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে তো আরো ভালো লাগছে।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

পোস্টের বিবরণ

ধরনলাইফস্টাইল
ফটোগ্রাফার@bristy1
ডিভাইসSamsung Galaxy M12
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago (edited)

Screenshot_20250321-175849_Chrome.jpg
Screenshot_20250321-113248_Chrome.jpg

 4 days ago 

Screenshot_20250321-113548_Chrome.jpg

 4 days ago 

আপনার ছোট ভাইকে গিফট কিনে দেওয়ার মুহূর্তগুলো দেখেছিলাম। আরো কিছু ঘোরাঘুরির পোস্ট দেখেছিলাম। সেখানে বলেছিলেন যে কাচ্চি ডাইনে কাটানো মুহূর্তগুলো শেয়ার করবেন। আজকে মুহূর্তগুলো দেখে খুবই ভালো লাগলো। কাচ্চি ডাইনের কাচ্চি আমারও খুব পছন্দ। অনেক ধন্যবাদ আপু আপনাদের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।

 4 days ago 

জি আপু পর্ব আকারে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি যাতে করে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে পারেন ধন্যবাদ।

 4 days ago 

এভাবে ছোট ভাইয়ের দেওয়ার ট্রিট নিতে কিন্তু বেশ ভালোই লাগে আপু। কাচ্চি ডাইনে আলাদাভাবে ছবি তোলার জায়গা আছে বিষয়টা জেনে বেশ ভালো লাগলো। আর জায়গাটা অনেক সুন্দর। আপনারা খাওয়া-দাওয়া শেষে বাড়ির সবার জন্য পার্সেল নিয়ে নিয়েছেন দেখে আরও বেশি ভালো লাগলো। তবে খাবারের মধ্যে বাদামের শরবত এর আগে আমি শুনিনি। আপনার পোষ্টের মাধ্যমে জেনে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 days ago 

আমরা চেষ্টা করি বাইরে খাওয়া-দাওয়া করলে বাসার জন্য পার্সেল নিয়ে যেতে। যাতে করে সবাই তৃপ্তি করে খেতে পারে ধন্যবাদ আপু।

 yesterday 

এই প্রথমবার বিজয় বড় ট্রিট দিয়েছে যাক ভালই লাগলো সেদিন। ধন্যবাদ সবার সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 10 hours ago 

এভাবে মাঝে মাঝে ট্রিট পেলে ভালোই লাগে।