স্বরচিত কবিতা||অন্যায় অবিচার।

in আমার বাংলা ব্লগlast month

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Purple Illustrative Thank You Facebook Post (5).png

কবিতায় শুধুমাত্র মানুষ নিজের অনুভূতিগুলো শেয়ার করে তা কিন্তু না। কবিতার মাঝে নিজের কল্পনাকেও স্থান দেয়া যায়। কল্পনার মাঝে যে বিষয়গুলো বিদ্যমান থাকে সেই বিষয়গুলোকে কবিতার মাঝে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। কবিতা লিখতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই তো আপনাদের মাঝে বিভিন্ন রকম অনুকবিতা এবং কবিতা নিয়ে হাজির হয়ে যাই। আজকে একটি কবিতা লিখলাম যেটা আসলে মনের মাঝে থাকা কিছু বাস্তবিক অনুভূতি নিয়ে লেখা হয়েছে। আসলে চারিদিকে এত পরিমান অন্যায় অত্যাচার বেড়ে গেছে যে এগুলো আসলে অতিমাত্রা যোগ করেছে। জীবনটাকে একদম বিষাক্ত করে তুলেছে। যাইহোক আশা করি কবিতা পড়লে পুরো অনুভূতিটা বুঝতে পারবেন।

♥️অন্যায় অবিচার♥️

অন্যায় অবিচার চলছে প্রতিনিয়ত,
নিরপরাধে কাঁদছে মানুষ অবিরত।
দুর্নীতির জঞ্জাল ঢেকে রেখেছে পথ,
অবিচারের তলে চাপা পড়ছে সবার রক্ত।

ধন-সম্পত্তির জন্য চলে দখলের খেলা,
ভুলে গিয়ে সবাই হাসছে, চলছে৷ শুধুই ঝামেলা।
এ পৃথিবী এখন হয়ে উঠেছে অন্ধকার,
যারা চাইছে আলো, তাদের উপর চলছে অত্যাচার।

অবিচারের তালে তালে গান গেয়ে যায়,
অন্তরাত্মা চুপ, চোখের পানি গড়ায়।
যতই উঠুক প্রতিবাদ, তবু মিথ্যা প্রচার,
আবারও শান্তির বদলে আসে ঝড়ের আভাস।

কবে আসবে দিন সব হারিয়ে যাবে ক্ষোভ,
ভুল সুধরে কবে সবার মনে বাজবে বোধ।
তবুও জানি, একদিন আসবে রোদ,
অন্যায় অবিচারের সময় হবেই প্রতিরোধ।

এখনো ভাঙা স্বপ্নে জ্বলে,এগিয়ে চলে আশা,
তবুও মুছবে না কষ্টের ছায়া।
প্রতিটি ক্ষত গভীর, প্রতিটি ভুল ভয়ানক,
যতই চুপ থাকুক, সত্যের ধ্বনি থাকবে আজীবন।

শুধু একটুকু আশা, সত্যের জয় হবে একদিন,
মিথ্যার রাজত্বে শুরু হবে শেষ দিন।
প্রতিটি মানবের হৃদয়ে জাগবে শান্তির মূর্চ্ছনা,
অন্যায় অবিচার হবে ইতিহাস, আর ভালোবাসাই হবে প্রেরণা।

আমার অনুভূতি

এই কবিতায় সমাজের অবিচার, দুর্নীতি এবং দখলের খেলা তুলে ধরা হয়েছে। মানুষের কষ্ট ও প্রতিবাদেও মিথ্যার জয় এবং অন্ধকারের শাসন চলছে। তবে আশা এটাই একদিন সত্যের জয় হবে। অন্যায় ও অবিচার ইতিহাস হয়ে যাবে। আর ভালোবাসা হবে বিশ্বব্যাপী প্রেরণা।এই রকম কিছু অনুভূতি নিয়ে আজকের কবিতা লিখলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 last month 

আজ আপনি অনেক সুন্দর একটি স্বরচিত কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রত্যেকটি লাইন অসম্ভব সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last month 

আপনার লেখা আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। অনেক সুন্দর একটা টপিক তুলে ধরে এই কবিতাটা লিখেছেন। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখতে খুব ভালো লাগে। অনেক সুন্দর অনুভূতি তুলে ধরা হয়েছে কবিতার সবগুলো লাইনের মধ্যে।

 last month 

খুবই চমৎকার ভাবে আজকের কবিতাটা লিখেছেন। এরকম কবিতা গুলো লিখতে এবং পড়তে অনেক বেশি ভালোবাসি। এই ধরনের সুন্দর সুন্দর টপিক গুলো নিয়ে কবিতা লেখা হলে অনেক দারুন হয়। আপনার লেখা এই কবিতাটা যতই পড়ছিলাম খুব ভালো লাগছিল। আশা করি সব সময় সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করবেন।

 last month 

আমার তো এইরকম কবিতা লিখতে বরাবরই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 last month 

Screenshot_20250408-204055_Chrome.jpg

 last month 

Screenshot_20250408-204606_Chrome.jpg

 last month 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু।অন্যায় অবিচার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে বর্তমানে অন্যায় অবিচার জুলুম এগুলো বেশি দেখা যায়। যাইহোক বাস্তব কথা এবং সুন্দর বাসা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই কবিতাগুলো বারবার পড়তে মন চায়।

 last month 

আসলে বাস্তববাদী কবিতাগুলো লিখতে আমার কাছে খুবই ভালো লাগে।