ভ্রমণ-: ডিসি পার্কে ঘুরাঘুরি করার মুহুর্ত। পর্ব-২
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আপনাদের মাঝে শেয়ার করব ডিসি পার্কে ঘুরাঘুরি করার বাকি মুহূর্তগুলো। আসলে এত বড় জায়গা যে হেঁটে হেঁটে যেতে যেতে প্রতিটা মুহূর্তই উপভোগ করছিলাম। তার পাশে এত সুন্দর করে সাজানো দেখে খুব বেশি ভালো লাগছিল। আর সেই মুহূর্তের কিছু অংশ আপনাদের মাঝে গত পর্বে শেয়ার করেছিলাম। আজকের পর্বে শেয়ার করব ডান পাশে যে অংশটাই আমরা ঘুরাঘুরি করলাম এবং ফটোগ্রাফি করলাম সেই অংশগুলো। আসলে ফটোগ্রাফির পরিমাণ এত বেশি যে হয়তো সেগুলো শেয়ার করলে আপনারা পুরো জায়গাটা আইডিয়া করতে পারবেন। যারা যেতে পারেননি তারা অন্তত ছবি দেখেও নিজের মনকে শান্তি দিতে পারবেন, হিহিহি।
যেতে যেতেই আমরা আশেপাশের চিত্রগুলো উপভোগ করছি। এক পাশে কালচারাল ফেস্টিবালের একটা বোর্ড লাগানো আছে। সেখানে অনেক অনেক মানুষ ভীড় জমিয়েছে ফটোগ্রাফি করার জন্য। আসলে তারা তো সবাই নিজেদের ফটোগ্রাফি করছিল। কিন্তু আমরা বিভিন্ন জায়গার ফটোগ্রাফি গুলোই করছিলাম। আর দেখতেও সুন্দর লাগছিল। একটা নিরিবিলি জায়গা দেখে প্রথমে ভেবেছিলাম কোন রেস্টুরেন্ট হবে। কিন্তু পরে দেখলাম না, এটা ভিআইপি জোন তৈরি করা হয়েছে। যদিও সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ছিল। যাইহোক কি আর করার সেই জায়গাটা খুব সুন্দর লাগছিল। তবুও যেতে পারলাম না। যেতে পারলে হয়তো বেশ ভালো লাগতো। তবে সেই জায়গাটা একদম ফাঁকা ছিল যেহেতু সেজন্য অন্যান্য মানুষজন সেখানে যায়নি।
কর্নারের অংশটায় দেখলাম বেশ ভালোই খাওয়া দাওয়ার দোকান উঠেছে। তার পাশাপাশি রয়েছে পেইন্টিং এর শপ। তবে তখন আমরা সেদিকে প্রথমে যাইনি। আমরা প্রথমে গিয়েছিলাম ফুলের বাগানের দিকে। তবে এখানে কিছু ম্যান্ডেলার ডিজাইন দেখলাম যেগুলো দেখে ভীষণ ভালো লাগছিল। যদিও সেখানে ফটোগ্রাফি করার ইচ্ছা ছিল। কিন্তু অনেক মানুষ একের পর এক সেখানে দাঁড়িয়ে আছে সিরিয়াল করে নিজের ছবি তুলবে৷ তাই আর ইচ্ছে হয়নি সেখানে গিয়ে ছবি তোলার জন্য। তবে দূর থেকে একটা ছবি তুলেছিলাম। যদিও সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। যাই হোক ভাবলাম এই ছবিটা আপনাদের মাঝে শেয়ার না করলেই নয়।
এদিকে আবার ডিসি পার্ক কিভাবে উদ্বোধন করা হয়েছে সেই রকম একটা স্তম্ভ ছিল। সেটার ফটোগ্রাফি করে নিলাম। আসলে আশপাশটায় এত সুন্দর কিছু ছিল যে সবগুলো ফটোগ্রাফি করে নিয়েছিলাম। তবে কিছু কিছু ছবি তো আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। যাই হোক ওদিকে যাওয়ার রাস্তায় উঁচু-নিচু একটা স্থান রয়েছে। আর সেই স্থানের পাশে কিন্তু খুব সুন্দর করে পিটুনিয়া ফুল গুলো দিয়ে সাজানো হয়েছে। জায়গাটা আমার কাছে বেশ দারুণ লেগেছিল। যদিও নিভৃত বেশ আনন্দ করেছে। কারণ সে একটু উঁচু নিচু জায়গা পেলে সেখান থেকে বারবার আপডাউন করে।
অন্যদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড এর ব্যবস্থা করা হয়েছে। যদিও সেদিকে যাওয়া হয়নি। কারণ অনেকটাই দুপুর গড়িয়ে এসেছিল রোদের তীব্রতা অনেক বেশি ছিল। আর ওদিকে ফুলের দিকে যেতে হবে। যেতে যেতেই তো কত কিছু চোখে পড়লো। সবকিছুই তো তুলে ফেললাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আজকের মত এখানেই শেষ করছি। আগামী পর্বে আরো অনেক কিছু নিয়ে হাজির হবো। কারণ অনেক অনেক ফটোগ্রাফি এখনো রয়ে গিয়েছে।সেগুলো আপনাদের মাঝে শেয়ার না করলে আসলে গ্যালারিতেই থেকে যাবে আর সবাইকে উপভোগ করাতে পারব না।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/bristy110/status/1892790290341347747
ডিসি পার্কে ঘুরাঘুরি করার মুহুর্ত ২য় তম পর্ব শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে ঘোরাঘুরি করতে আমাদের প্রত্যেকের ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে তেমন একটা ঘোরাঘুরি করার সুযোগ হয়ে উঠে না। আপনার এই পর্বটি পড়ে মনে হলো আপনি অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু ধন্যবাদ আপনাকে।
ডিসি পার্কে অনেক জমজমাট সময় কাটিয়েছিলাম । জায়গাটি অনেক বড় এবং খুব সুন্দর করে সাজানো গোছানো।তবে কিছুটা রোদ ছিল যার কারণে একটু খারাপ লেগেছে। সর্বোপরি সবাই মিলে বেশ আনন্দে সময় কাটিয়েছি। ধন্যবাদ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।
ডিসি পার্কে এবার খুব সুন্দর ফ্লাওয়ার ফেস্টিবলের আয়োজন করা হয়েছে। আমি এগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট ভিডিওতে দেখেছিলাম। আজকে আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে ভালো লাগলো। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর ভাবে ডেকোরেশন করেছে তারা। ফটো তোলার জন্য খুব সুন্দর ভাবে জায়গা ডেকোরেশন করা হয়েছে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।