যারা অন্যের ভালো চায় তারাই উপকারীর নিকট প্রতিহত হয়।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
মানুষ হিসেবে আমরা অনেক সময়ই এমন একটি অবস্থার সম্মুখীন হই, যেখানে কারও উপকার করতে গিয়ে শেষমেশ সেই মানুষটির কাছ থেকেই অবহেলা বা কষ্ট পাই। এটা জীবনের বড় একটি বাস্তবতা। আমরা মনে করি, যার ভালো চাইলাম, সাহায্য করলাম, সে অন্তত আমাদের সম্মান করবে, কৃতজ্ঞ থাকবে কিন্তু বাস্তবতা প্রায়ই এর উল্টো।বাস্তবতার উদাহরণ দিয়েও শেষ হবেনা।
যারা নিঃস্বার্থভাবে অন্যের ভালো চায়, তারা অধিকাংশ সময়ই কোনো বিনিময়ের প্রত্যাশা করে না। কিন্তু যাদের তারা সাহায্য করে, সেই মানুষগুলো অনেক সময় তা গ্রহণ করেও মনে রাখে না। এমনকি কখনো কখনো ভুল বোঝে, সাহায্যকারীকেই দোষারোপ করে বা তার সহযোগিতাকেও সন্দেহের চোখে দেখে। এটা খুবই কষ্টদায়ক, কিন্তু সমাজে এমন ঘটনাই অহরহ ঘটে।এটাই আসলে মানুষের প্রতি বিশ্বাস আর আস্থার অবসান ঘটায়।
মানুষের মন বড়ই বিচিত্র। কেউ যখন দুঃখে বা সমস্যায় পড়ে, তখন সহানুভূতির খোঁজ করে। আর যখন সে সমস্যার সমাধান পেয়ে যায়, তখনই সে তার অতীত ভুলে যেতে শুরু করে। সে মানুষটিকেই উপেক্ষা করে, যে তার পাশে ছিল নিঃস্বার্থভাবে। এর পেছনে থাকতে পারে অহংকার, হিংসা কিংবা কৃতজ্ঞতা প্রকাশে ব্যর্থতা। অনেক সময় দেখা যায়, সাহায্যপ্রাপ্ত ব্যক্তি নিজের দুর্বলতা মনে রাখতে চায় না, আর তাই তাকে সাহায্য করা মানুষটিকেই দূরে সরিয়ে দেয়।নিজেকে তখন অনেক বড় কিছু মনে করে।
তবে যারা সত্যিকারের ভালো চায়, তারা এসবের পরও থেমে যায় না। তারা জানে, ভালোবাসা, সহানুভূতি বা উপকার দেওয়াটা নিজের দায়িত্ববোধ ও মানসিক পরিপক্বতার পরিচয়। তবুও যখন তারা প্রতিহত হয়, আহত হয়, তখন প্রশ্ন জাগে এটা কেন ঘটল? উত্তর খুব সহজ না হলেও স্পষ্ট সব মানুষ ভালোকে ভালোভাবে নিতে জানে না।কথায় আছে না সুখে থাকলে ভুতে কিলায়,কথা টা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব।এই কারণে হতাশ হওয়া উচিত নয়। কারণ ভালো কাজ কখনো বৃথা যায় না। সময়ের চাকা ঘুরে আবার তা ফিরে আসে। যারা সত্যিকারে ভালো চায়, তাদের মনে শান্তি থাকে এটাই সবচেয়ে বড় পুরস্কার।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু উপকাররে বাঘে খায় এটাই বাস্তবতা আসলে বিপদ কেটে গেলে আর কেউ অতীত মনে রাখে না।আপনি অনেক শিখামূলক একটা পোস্ট লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
1 | https://x.com/bristy110/status/1916119087949693122
2 | https://x.com/bristy110/status/1916182579801428185