জেনারেল রাইটিং-:ধৈর্য হলো জীবনের প্রতিটি সমস্যার সেরা সমাধান।

in আমার বাংলা ব্লগ3 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।আজকে আপনাদের মাঝে একটা জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব।

Blue Elegant Minimalist Thank You Card.png

ধৈর্য হলো মানুষের এক অমূল্য গুণ, যা প্রতিটি সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে। জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, তখন আমাদের ধৈর্যই সবচেয়ে বড় সাহায্যকারী হতে পারে। এই গুণটি আমাদের মনের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে এবং কঠিন সময়েও হাল না ছেড়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।আমার ব্যক্তিগত দিক বিবেচনা করেই বলতে পারি,ধৈর্য ধরতে পারলে জীবনকে সুন্দর ভাবে উপভোগ করা সম্ভব।জীবনের প্রতিটি সময়ে মানুষদেরকে পরোখ করা সম্ভব।

ধৈর্যের গুরুত্ব বোঝার জন্য এক বাস্তব উদাহরণ দেওয়া যায়। ধরুন, একজন শিক্ষার্থী কঠিন একটি পরীক্ষা দিয়ে ফলাফল নিয়ে চিন্তিত। প্রথমবারের মতো যদি সে ভালো ফল না পায়, তবে সে হতাশ হয়ে যেতে পারে। কিন্তু যদি সে ধৈর্য ধরে আরও অধ্যয়ন করে এবং মনোবল না হারিয়ে কঠোর পরিশ্রম করে তাহলে পরবর্তী সময়ে সে সফল হতে পারে। এটি শুধু শিক্ষার্থীর ক্ষেত্রেই নয়, কর্মজীবনেও প্রযোজ্য। কর্মক্ষেত্রে সমস্যা এবং চাপের মুখে ধৈর্য ধরে কাজ করলে, সময়ের সাথে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায়।ধৈর্য না ধরে সবসময় সেই সমস্যাগুলো নিয়ে প্রতিবাদ করতে গেলেই ঝামেলা।

এছাড়া, ব্যক্তিগত সম্পর্কেও ধৈর্যের অপরিসীম গুরুত্ব রয়েছে। যে কেউ যদি সম্পর্কের মধ্যে সমস্যায় পড়ে , তখন অস্থির হয়ে মেজাজ হারালে সম্পর্কটা আরও জটিল হয়ে যেতে পারে। কিন্তু, যদি ধৈর্য ধরে সমস্যার সমাধানে মনোযোগ দেয় এবং ধৈর্য ধরেই নিজেকে সংযত রাখে তখন দেখা যায় সেই সমস্যা ধীরে ধীরে মিলিয়ে যায়।তখন সম্পর্কটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।কারণ একসময় মানুষ নিজেদের ভুল বুঝতে পারে।কিন্তু আমি বা আপনি যদি সমস্যার শুরুতেই হট্টগোল বাধিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে যাই তখনই হিতে বিপরীত হতে পারে। সবাই সবকিছু বুঝতেও চায় না।তাই সময় নিয়ে যেকোনো সমস্যার সঠিক সমাধান করা যায়।

তাহলে, বলা যায় যে ধৈর্য না থাকার ফলে মানুষ অনেক সময় অযথা হতাশ হয়ে পড়ে এবং পরিস্থিতি আরও খারাপ হয়। কিন্তু, ধৈর্য ধরলে সমস্যাগুলো সমাধানে সঠিক সিদ্ধান্ত নেয়া যায় এবং আমরা সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি। জীবনের প্রতিটি সমস্যার সেরা সমাধান হলো ধৈর্য।এটা কেউ বিশ্বাস করুক বা না করুক আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।এজন্যই ধৈর্য ধরে আছি একটা কঠিন সমস্যা সমাধানের জন্য।যেই সমস্যাটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। কিন্তু সেটার সমাধান নিজে করতে পারলেও হিতে বিপরীত হতে পারে। তাই ধৈর্য ধরে অপেক্ষায় আছি সঠিক সময় এবং সঠিক সমাধানের।

ধৈর্য জীবনের প্রতিটি সমস্যার সমাধান এটা সবারই মনে রাখা উচিত। এর মাধ্যমে মানুষ বিপদমুক্ত হতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে। জীবনে স্থির থাকা, চিন্তাভাবনা করতে পারা এবং মনের প্রশান্তি বজায় রাখাই প্রকৃত সফলতা। ধৈর্য আমাদেরকে সেই সাফল্য অর্জনে উপযুক্ত পথে পরিচালিত করে।আর এই পরিচালনাই জীবনকে সুন্দর করে।যে ব্যক্তির মাঝে ধৈর্য নেই সে কখনো মানসিকভাবে সুস্থ থাকে না।সবসময় তার সাময়িক শান্তি প্রয়োজন। কিন্তু সে এটা বুঝে না কষ্টের পরেই মিষ্ট মিলে।তাই ধৈর্য ধরুন জীবনে সঠিক উপহার পাবেন।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 days ago 

সত্যিই, ধৈর্য হলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এটি আমাদেরকে শেখায় কিভাবে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকা যায় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। ধৈর্য ধারণ করা কঠিন, কিন্তু এর ফলাফল সবসময়ই ইতিবাচক।একটি প্রাচীন প্রবাদ আছে, 'ধৈর্য হলো গাছের মতো, যার ফল মিষ্টি হয়।' আপনার পোস্টটি পড়ে এই কথাটি মনে পড়ল। ধৈর্য ধরে থাকলে জীবনের প্রতিটি সমস্যার সমাধান আসবেই।

 3 days ago 

ধৈর্য ধারণ করা কঠিন হলেও কঠিন এর ফলাফল কিন্তু মিষ্টি হয় ভাইয়া। এজন্য ধৈর্য ধারণ করতে হয় সবাইকে।

 3 days ago 

Screenshot_20250318-102955_Chrome.jpg

Screenshot_20250318-102918_Chrome.jpg

 3 days ago 

ধৈর্যের মতো মহামূল্যবান গুণের উপর এত সুন্দরভাবে লেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।জীবনের প্রতিটি ধাপে ধৈর্যের গুরুত্ব অপরিসীম তা শিক্ষা, কর্মজীবন বা সম্পর্ক যাই হোক না কেন। কঠিন সময়েও যদি আমরা ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে পরিস্থিতি ধীরে ধীরে অনুকূলে চলে আসে। লেখাটি পড়ে মনে হলো, সত্যিই ধৈর্যই জীবনের সেরা উপহার! চমৎকার একটি দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

ধৈর্য ধরে যে কোন সমস্যার সমাধান খুব সুন্দরভাবে করা যায়। অধৈর্য হয়ে কোন কিছুই করা সম্ভব হয় না। ধন্যবাদ আপু।

 3 days ago 

বাস্তব জীবনের চমৎকার কিছু কথা উল্লেখ করেছেন হ্যাঁ যেকোনো পরিস্থিতিতেই যদি মেজাজ হারিয়ে ফেলেন সে ক্ষেত্রে সেই পরিস্থিতির আরো অবনতি হবে। আর যদি ধৈর্য ধারণ করেন সে ক্ষেত্রে সহজেই সমস্যা থেকে মুক্তি পাবেন।

 3 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ধৈর্য ধারণ করলেই সব সমস্যায় সমাধান করা যায়।

 3 days ago 

জীবনে অধৈর্যশীল মানুষজন কখনো সফলতা অর্জন করতে পারে না। সফলতা অর্জন করতে হলে ধৈর্যের প্রয়োজন হয়। এটা সত্যি বলেছেন আপু ধৈর্য হলো সকল সমস্যার সমাধান। অধৈর্য হয়ে কখনো সমস্যার সমাধান করা যায় না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 days ago 

যেকোনো কাজের ক্ষেত্রে ধৈর্যধারণ করলে সমস্যা গুলো বোঝা যায় এবং সমাধান করার পথ তৈরি হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 days ago 

ধৈর্য হলো সকল সমস্যার সমাধানের পথ।ধৈর্যধারন না করলে কোন সমস্যার সমাধান বের হয়ে আসেনা।তাইতো বলা হয় ধৈর্যের ফল বড়ই মিষ্ট।ধৈর্যধারন করলে যেকোনো সমস্যার সমাধান হয়।তাই আমাদের সবার উচিত জীবনের সব রকম অবস্থায় ধৈর্যধারন করা।

 3 days ago 

হ্যাঁ আপু একদম ঠিক বলেছেন। ধৈর্য ধারণ করলে যে কোন মুহূর্তেই দারুন ফলাফল পাওয়া যায় ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

একদম ঠিক বলেছেন আপু একটা সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও ধৈর্য ধারণ করলে সফলতা আসবেই এটা একদম নিশ্চিত। রচনা ধারণ করে যদি হতাশ হয়ে পড়ে যায় তাহলে কখনোই সফলতা পাওয়া যায় না। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপু।

 3 days ago 

জি আপু,যে সম্পর্ক টিকিয়ে রাখতে চায় সে ধৈর্য ধরে থাকে।আর যে চায়না সে সামান্য কিছুতেও রিয়্যাক্ট করে।

 3 days ago 

ধৈর্য শব্দটি ছোট হলেও,এর গভীরতা অনেক। যে বা যারা জীবনের কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, তারা অবশ্যই সফলতা অর্জন করতে সক্ষম হয়। তাছাড়া ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তায়ালা ভীষণ পছন্দ করেন। তাই যেকোনো পরিস্থিতিতে আমাদের উচিত ধৈর্য ধারণ করা। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

জি ভাইয়া,ধৈর্য ধরলে অনেক কিছু করা যায়।কিছু সমস্যা আপনা আপনিই সমাধান হয়ে যায়।

 2 days ago 

বাস্তব একটা টপিক নিয়ে লিখেছ এবং লেখাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে ধৈর্য ধরলে যেকোনো সমস্যার ভালো সমাধান পাওয়া যায়। তাড়াহুড়া করলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। শান্তভাবে চিন্তা করে ধৈর্যের সাথে এগোলে জীবন সহজ ও সুন্দর হয়। তাই সবকিছুতে ধৈর্য রাখা খুব দরকার।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

অনেক সময় দেখা যায় ধৈর্য ধরতে ধরতে অনেক সময় চলে যায়। কিন্তু সঠিক ফলাফল পাওয়া যায় না। তবে সর্বশেষ এর ফলাফল হয়তো ভালোই হবে।