নিজ হাতে লাগানো কাঠগোলাপের চারায় ফুলের কলির আগমন।

in আমার বাংলা ব্লগ8 hours ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250514_122436.jpg

গত বছর বর্ষাকালের একটা বৃষ্টি ভেজা দিনে দুপুর বেলায় ঠিক গোসলের আগ মুহূর্তে আমি একটি কাঠগোলাপ গাছের চারা লাগিয়েছিলাম। ছাদে যখন গুটি গুটি বৃষ্টি পড়ছিল সেই মুহূর্তটা উপভোগ করছিলাম আর গোলাপ গাছের চারাটা নিয়ে হাঁটছিলাম। আমার হাজব্যান্ড একদিকে টব রেডি করছিল আমি ভিজে ভিজে চারাগাছটি নিয়ে দাঁড়িয়ে ছিলাম।ছাদের এক কোণে এই টবটা লাগিয়েছিলাম। চারাটা খুব বড় ছিল না, মাত্র এক হাত উঁচু হবে, পাতাগুলোও তখন খুব কম পরিমাণে ছিল। এটি ছিল একটি কলম করা গাছ।অন্য একটি শক্তিশালী কাঠগোলাপ গাছের ডাল থেকে তৈরি।

20250412_171735.jpg

20250412_171720.jpg

প্রথম কয়েক সপ্তাহে গাছটি খুব ধীরে ধীরে বড় হতে লাগল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে যেতাম গাছটার দিকে তাকাতাম, পানি দিতাম।বেশ অনেক সময় যাওয়ার পর দেখলাম গাছটা কিছুটা বড় হয়েছে। ধীরে ধীরে প্রায় ৯-১০ মাস হলো এখন গাছটা অনেকটাই সবল হয়েছে।এই বছরের প্রথম বৃষ্টি হওয়ার পরপরই গাছটা দ্রুত বাড়তে লাগলো। এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল।ভাবলাম গাছটা আরো বড় হবে,কিন্তু এত তাড়াতাড়ি কলি বের হবে তা আশাই করি নি।

20250417_082742.jpg

এখনো এক বছর পূর্ণ হয়নি, এর মধ্যেই গত মাসেই আমি লক্ষ্য করলাম গাছের ডগায় ছোট ছোট কলি ধরেছে।যদিও আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার হাজব্যন্ডই দেখেছিল এই কলিগুলো।বিশেষত আমি কয়েকদিন ছাদে যাই নি, অসুস্থ ছিলাম।পরে আমার হাজব্যন্ড একদিন সকালে ছাদে ফটোগ্রাফি করতে গিয়েই দেখলো ফুলের কলি।ছবি তুলে এনে আমাকে দেখালো।আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। সাথে সাথে দৌড়ে গিয়ে দেখলাম সত্যিই গাছের ডগায় কি সুন্দর কলি বের হয়েছে।

20250423_180526.jpg

ফুলগুলো এখনো ফুটেনি, তবে কলিগুলো দিন দিন বড় হচ্ছে। মনে হচ্ছে আর কয়েক দিনের মধ্যেই সাদা কাঠগোলাপ ফুলগুলো ফুটে উঠবে, চারদিকে মিষ্টি গন্ধ ছড়িয়ে দেবে। এই অপেক্ষার মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ও শান্তি পাচ্ছি।আসলে কয়েকটা কলি ফুলের পর্যায়ে গিয়েছিল কিন্তু ঝরে পড়ে গিয়েছে।এখন আবার নতুন করে বাকি কলিগুলো ফুটছে।এখনো অপেক্ষার প্রহর গুনছি কবে ফুলের দেখা পাব।কেমন দেখতে হবে,আর কখন এর সুগন্ধ নেব।এত অপেক্ষা হয়তো অন্য কোনো ক্ষেত্রে হয়নি,যতটা এই প্রিয় ফুলের ক্ষেত্রে হচ্ছে।

Screenshot_20250514-122206_YouTube.jpg

গাছভর্তি ফুল হবে কিনা জানিনা,তবে আমি অনেক বেশি হ্যাপি আমার নিজ হাতে রোপন করা গাছে ফুল আসছে, তাও আবার পছন্দের কাঠগোলাপ।আজকে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।যদি ফুল ফুটে তখন আবারো সেই ফটোগ্রাফিগুলো আপনাদের মাঝে শেয়ার করব, ইনশাআল্লাহ।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Posted using SteemPro

Sort:  
 2 hours ago 

সত্যি বলতে আপু কাঠ গোলাপ ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার গাছ থেকে কাঠগোলাপ ফুলের কলি খুব সুন্দর ভাবে উঠেছে। আমি নিজেও ভাবতেছি আমাদের বাড়ির সামনের কিছু অংশে কয়েকটি ফুল গাছ লাগাবো। আমার কাছে ফুলগাছ ভীষণ ভালো লাগে। আপনার পোষ্টটি দেখে তো আগ্রহ আরো বেড়ে গেল।