প্রথম ধাপে পেন্সিলের সাহায্যে যে ম্যান্ডেলা আর্ট করব সেটার পুরো চিত্রটা এঁকে নিলাম।স্কেল এর সাহায্যে দাগ টেনে নিলাম যাতে করে মাপমত আঁকা যায়।
এখন কলম এর সাহায্যে মাঝখান থেকে গোল বৃত্তের ডিজাইন করে নিলাম। তার উপরে আরেকটা অর্ধবৃত্ত এঁকে তারপর উপরের দিকে ডিজাইন করে নিলাম।


এইধাপে লাল রং ব্যবহার করে বর্ডারের অংশটা রং করে নিলাম। তার উপরে কালো দাগ টেনে দিলাম। এর উপরে আবার লাল রঙ দিয়ে কিছুটা পাতার মত ডিজাইন করে নিলাম। পাতার ডিজাইনগুলোর ভিতরে আবার দাগ টেনে উপরের অংশটা কালো রং দিয়ে ভরাট করে নিলাম।
এখন এর উপরের অংশে পাতার মতো কিছু ডিজাইন করে নিলাম। তারপর ভেতরের দিকে ডিজাইন করে উপরের দিকটা কালো রং দিয়ে ভরাট করে নিলাম।
এই ধাপে লাল রং দিয়ে প্রথমে ফাঁকে ফাঁকে কিছু পাতার ডিজাইন করলাম। তারপর উপরের অংশে কালো রং দিয়ে ডিজাইন করে নিলাম।ডিজাইনের পাশাপাশি ভরাট করে নিলাম।
লাল রং দিয়ে প্রথমে একটা লম্বা করে দাগ টেনে নিলাম ডাবল করে টেনে নিয়েছি। তার উপরের দিকে কালো কলম দিয়ে ডিজাইন করে নিলাম।

এই ধাপে পান্ডা গুলোকে প্রথমে কলম দিয়ে এঁকে নিলাম। তারপর বিভিন্ন জায়গায় কালো রংয়ের কলম দিয়ে ভরাট করে নিলাম। দুটো পান্ডার কাজ পুরোপুরি শেষ করে নিলাম।

এখন পাতাগুলোকে সবুজ রঙের জল রং দিয়ে রং করে নিলাম। আর বাঁশের অংশটাও রঙ করে নিলাম।

এইতো অবশেষে তৈরি করে ফেললাম পান্ডাসহ একটা রঙিন ম্যান্ডেলা আর্ট।






সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

আপু দারুন হয়েছে কিন্তু। আপনার লাল কালো কম্বিনেশনে তৈরি করা আপনার আজকের মেন্ডেলা আর্ট দেখতে কিন্তু বেশ লাগছে। আপনি কিন্তু বেশ দারুন বর্ণনা তুলে ধরেছেন আপনার করা আজকের ম্যান্ডেলা আর্টের। ধন্যবাদ এমন একটি পোস্ট করার জন্য।
আপনাদের উৎসাহ পেলে তো কাজ করতে বেশি ভালো লাগে আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
লাল, কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। ছোট ছোট ডিজাইন থাকার কারণে এই ধরনের চিত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগে।
https://x.com/bristy110/status/1890995067923415169
কখনো তো পান্ডা দেখি নাই। তবে প্রানীটা অনেক সুন্দর। শুনেছি পান্ডা বাঁশ পাতা বাঁশ গাছ পছন্দ করে। আপনার লাল, কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্ট টি সুন্দর হয়েছে। ধন্যবাদ।
জ্বী ভাইয়া যে আমি অবশ্য একবার দেখেছিলাম তবে দূর থেকেই দেখেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য
লাল, কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার প্রতিটি আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে আর্ট করেন। আসলে যে কোন কিছু আর্ট করে কালার করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। পান্ডার নাম এর আগে শুনেছি, কিন্তু দেখা হয়নি আজকে প্রথম দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকে।
খুব ভালো লাগে যখন আপনাদের উৎসাহ মূলক মন্তব্য দেখি। আসলে উৎসাহ পেলে সবকিছু করতে একটু বেশিই ভালো লাগে।
বাহ, দারুন ভাবে পান্ডার সাথে ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। অনেক সুন্দর ভাবে লাল কালোর কম্বিনেশনে দারুন আর তৈরি করেছেন। আপনার তৈরি করা আর্ট দেখে আমার অসম্ভব ভালো লাগলো। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছিল আমার কাছেও। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় খুব ভালো লাগে। আপনি আজ লাল,কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্টটি শেয়ার করেছেন। চমৎকার হয়েছে আপু আর্টটি।ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য দেখে। ভালো থাকবেন।
লাল, কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্ট টি খুবই সুন্দর হয়েছে। ম্যান্ডেলায় সব থেকে আকর্ষণীয় হয়েছে শুয়ে থাকা ও ঝুলন্ত পান্ডা দুটোকে।খুবই চমৎকার সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
কালার কম্বিনেশন হওয়ার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। ধন্যবাদ আপনাকে আপু।