আর্ট-:লাল, কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250215_194845.jpg

যেকোনো ধরনের ইউনিক কাজ করতে আমার কাছে বেশি ভালো লাগে। ঠিক তেমনি আর্ট এবং পেইন্টিং এর কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তবে সময় সাপেক্ষ ব্যাপার হিসেবে অনেক সময় করা হয়ে ওঠেনা। এইতো আজকে যে আর্টটা আপনাদের মাঝে শেয়ার করলাম এটা গতকাল রাতে বসেই করেছিলাম। আসলে এর আগে সময় পাইনি। ডাক্তার বা বিভিন্ন রকম ঝামেলার কারণে আসলে কাজগুলো করার সময় হয়ে ওঠে না।কাল সন্ধ্যা বেলায় বসে কিছু ক্রাফট এবং আর্টের কাজ করে ফেলেছিলাম । আসলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে যখন আর্টগুলো করা হয় তখন অনেক বেশি সুন্দর লাগে। প্রথমে ভেবেছিলাম শুধু কালো রং দিয়ে করবো। কিন্তু পরে ভাবলাম যেহেতু লাল রং আছে তাই একটা কম্বিনেশন করে এই ম্যান্ডেলা আর্টটা করা যাক।

20250215_194841.jpg

যেই ভাবনা সেই কাজ। আমি আমার প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিলাম এবং কাজ করা শুরু করে দিলাম। যদিও এর মাঝে ছেলে বার বার এসে ডিস্টার্ব করছিল। সে চলে আসলে সবগুলো লুকিয়ে ফেলা লাগে, না হলে কলম কলম করে চিল্লাচিল্লি শুরু করে দেয়। অবশেষে প্রায় ৪০ মিনিট পর আমি এই সুন্দর ম্যান্ডেলা আর্ট টা সম্পূর্ণ করতে পেরেছি। আসলে একটু সময় হাতে রেখে যদি এর কাজগুলো করা যায় তখন এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি আশা করছি আমার অঙ্কিত এই ইউনিক ম্যান্ডেলা আর্ট আপনাদের ভালো লাগবে। লাল এবং কালো কালারের কম্বিনেশন এর কারণে এটা অনেকটা ফুটে উঠেছে। যাইহোক কথা আর না বাড়িয়ে এখন আমার কাজটা শুরু করা যাক।

পেইন্টিং এর জন্য উপকরণসমূহ

  • পেন্সিল
  • আর্ট খাতা
  • মার্কার কলম
  • রঙ পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • স্কেল

20250215_183506.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পেন্সিলের সাহায্যে যে ম্যান্ডেলা আর্ট করব সেটার পুরো চিত্রটা এঁকে নিলাম।স্কেল এর সাহায্যে দাগ টেনে নিলাম যাতে করে মাপমত আঁকা যায়।

20250215_183703.jpg20250215_183819.jpg
20250215_183937.jpg20250215_184141.jpg

দ্বিতীয় ধাপ

এখন কলম এর সাহায্যে মাঝখান থেকে গোল বৃত্তের ডিজাইন করে নিলাম। তার উপরে আরেকটা অর্ধবৃত্ত এঁকে তারপর উপরের দিকে ডিজাইন করে নিলাম।

20250215_190839.jpg

20250215_191122.jpg

তৃতীয় ধাপ

এইধাপে লাল রং ব্যবহার করে বর্ডারের অংশটা রং করে নিলাম। তার উপরে কালো দাগ টেনে দিলাম। এর উপরে আবার লাল রঙ দিয়ে কিছুটা পাতার মত ডিজাইন করে নিলাম। পাতার ডিজাইনগুলোর ভিতরে আবার দাগ টেনে উপরের অংশটা কালো রং দিয়ে ভরাট করে নিলাম।

20250215_191336.jpg20250215_191427.jpg
20250215_191519.jpg20250215_191804.jpg

চতুর্থ ধাপ

এখন এর উপরের অংশে পাতার মতো কিছু ডিজাইন করে নিলাম। তারপর ভেতরের দিকে ডিজাইন করে উপরের দিকটা কালো রং দিয়ে ভরাট করে নিলাম।

20250215_192134.jpg20250215_192209.jpg
20250215_192314.jpg20250215_192405.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে লাল রং দিয়ে প্রথমে ফাঁকে ফাঁকে কিছু পাতার ডিজাইন করলাম। তারপর উপরের অংশে কালো রং দিয়ে ডিজাইন করে নিলাম।ডিজাইনের পাশাপাশি ভরাট করে নিলাম।

20250215_192529.jpg20250215_192623.jpg
20250215_192842.jpg20250215_193021.jpg

ষষ্ঠ ধাপ

লাল রং দিয়ে প্রথমে একটা লম্বা করে দাগ টেনে নিলাম ডাবল করে টেনে নিয়েছি। তার উপরের দিকে কালো কলম দিয়ে ডিজাইন করে নিলাম।

20250215_193127.jpg20250215_193246.jpg

20250215_193554.jpg

সপ্তম ধাপ

এই ধাপে পান্ডা গুলোকে প্রথমে কলম দিয়ে এঁকে নিলাম। তারপর বিভিন্ন জায়গায় কালো রংয়ের কলম দিয়ে ভরাট করে নিলাম। দুটো পান্ডার কাজ পুরোপুরি শেষ করে নিলাম।

20250215_193738.jpg20250215_193938.jpg

20250215_194101.jpg

অষ্টম ধাপ

এখন পাতাগুলোকে সবুজ রঙের জল রং দিয়ে রং করে নিলাম। আর বাঁশের অংশটাও রঙ করে নিলাম।

20250215_194309.jpg20250215_194418.jpg

20250215_194906.jpg

ফাইনাল আউটলুক

এইতো অবশেষে তৈরি করে ফেললাম পান্ডাসহ একটা রঙিন ম্যান্ডেলা আর্ট।

20250215_194713.jpg

20250215_194920.jpg

20250215_194915.jpg

20250215_194906.jpg

20250215_194845.jpg

20250215_194841.jpg

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

আপু দারুন হয়েছে কিন্তু। আপনার লাল কালো কম্বিনেশনে তৈরি করা আপনার আজকের মেন্ডেলা আর্ট দেখতে কিন্তু বেশ লাগছে। আপনি কিন্তু বেশ দারুন বর্ণনা তুলে ধরেছেন আপনার করা আজকের ম্যান্ডেলা আর্টের। ধন্যবাদ এমন একটি পোস্ট করার জন্য।

 2 months ago 

আপনাদের উৎসাহ পেলে তো কাজ করতে বেশি ভালো লাগে আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

লাল, কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। ছোট ছোট ডিজাইন থাকার কারণে এই ধরনের চিত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগে।

 2 months ago 

Screenshot_20250216-111945_Chrome.jpg

Screenshot_20250216-111836_Chrome.jpg

 2 months ago 

কখনো তো পান্ডা দেখি নাই। তবে প্রানীটা অনেক সুন্দর। শুনেছি পান্ডা বাঁশ পাতা বাঁশ গাছ পছন্দ করে। আপনার লাল, কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্ট টি সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 months ago 

জ্বী ভাইয়া যে আমি অবশ্য একবার দেখেছিলাম তবে দূর থেকেই দেখেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য

 2 months ago 

লাল, কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার প্রতিটি আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে আর্ট করেন। আসলে যে কোন কিছু আর্ট করে কালার করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। পান্ডার নাম এর আগে শুনেছি, কিন্তু দেখা হয়নি আজকে প্রথম দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু আপনাকে।

 2 months ago 

খুব ভালো লাগে যখন আপনাদের উৎসাহ মূলক মন্তব্য দেখি। আসলে উৎসাহ পেলে সবকিছু করতে একটু বেশিই ভালো লাগে।

 2 months ago 

বাহ, দারুন ভাবে পান্ডার সাথে ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। অনেক সুন্দর ভাবে লাল কালোর কম্বিনেশনে দারুন আর তৈরি করেছেন। আপনার তৈরি করা আর্ট দেখে আমার অসম্ভব ভালো লাগলো। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছিল আমার কাছেও। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

ম্যান্ডেলা আর্ট গুলো সব সময় খুব ভালো লাগে। আপনি আজ লাল,কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্টটি শেয়ার করেছেন। চমৎকার হয়েছে আপু আর্টটি।ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য দেখে। ভালো থাকবেন।

 2 months ago 

লাল, কালোর কম্বিনেশনে ম্যান্ডেলা আর্ট টি খুবই সুন্দর হয়েছে। ম্যান্ডেলায় সব থেকে আকর্ষণীয় হয়েছে শুয়ে থাকা ও ঝুলন্ত পান্ডা দুটোকে।খুবই চমৎকার সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন আপু।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি টি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 months ago 

কালার কম্বিনেশন হওয়ার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। ধন্যবাদ আপনাকে আপু।