আমার ক্যামেরায় ধরা প্রকৃতির এক টুকরো কাব্য

in আমার বাংলা ব্লগ13 days ago

আসসালামু আলাইকুম


আশা করি, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি । ফটোগ্রাফি আমার ভীষণ প্রিয় একটি শখ—যার প্রতি আমার টান প্রতিনিয়তই বেড়ে চলছে । যখনই সুযোগ পাই, আমি চেষ্টা করি ক্যামেরার চোখ দিয়ে চারপাশকে নতুনভাবে দেখার । এই আগ্রহ আর ভালোবাসা থেকেই আমি চেষ্টা করছি নিজের ফটোগ্রাফি দক্ষতাকে আরও পরিণত করে তুলতে । আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার তোলা কিছু বিশেষ মুহূর্ত—ক্যামেরার ফ্রেমে বন্দি করা দৃশ্যগুলো, যা আমার চোখে সুন্দর লেগেছে । আশা করছি, আমার এই ফটোগ্রাফিগুলো আপনাদের মনে দাগ কাটবে এবং আপনাদের ভালো লাগবে ।

1000108926.jpg

1000108925.jpg

1000108920.jpg

1000108919.jpg

1000108914.jpg

1000108913.jpg

1000108912.jpg

1000108911.jpg

ভেজা সকাল ও শুভ্রতার অনুভব

আজকের সকালে আমি হাঁটতে বের হয়েছিলাম — যেন নিজের মনের ক্লান্তি গুলো ঝেড়ে ফেলতে চাইছিলাম হঠাৎ করে চোখে পড়লো গাছের সবুজ পাতার মাঝে লুকিয়ে থাকা কিছু শুভ্র সৌন্দর্য । বৃষ্টির ফোঁটা গায়ে মেখে যেন প্রকৃতির আর্শীবাদ হয়ে ফুটে উঠেছে আর আমি, মনটা একটুখানি কাঁপা কাঁপা হাত তুলে তুলে ধরলাম ক্যামেরা । এই ছবিতে যে সাদা ফুলগুলো দেখা যাচ্ছে, তা কেবল একটি ফুল নয় – এটি প্রকৃতির মায়ার এক নিরব প্রকাশ, বৃষ্টির ফোঁটাগুলো যখন শুভ্র পাপড়ির ওপর এসে থেমে যায়, মনে হয় ঠিক যেন সময়ও এক মুহূর্তের জন্য থেমে গেছে । পেছনের সবুজ ঘন পাতার মধ্যে এই ফুলগুলো যেন একেকটি ‘নিরবতার গল্প’, যা চোখ দিয়ে অনুভব করতে হয়, শব্দ দিয়ে নয় । দুটি ফুল পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, ঠিক যেমন দুটি অনুভব একে অপরকে ছুঁয়ে থাকলেও কিছু বলে না – শুধু অনুভব করায় ।

আমার অনুভূতি

এই ফুলগুলোকে দেখে মনে হলো, বিশ্বের কোলাহলের মাঝে যদি একটু শান্তি খুঁজে পাওয়া যায়, তবে সেটা এমন একটি ফুলের মতোই — যা কথা বলে না, কিন্তু হৃদয় ছুঁয়ে যায় । আমার ভেতরে যেন একটা প্রশান্তির ঢেউ ছড়িয়ে গেলো হঠাৎ করেই মনটা অনেক হালকা লাগছিলো, অনেকটা যেন কোনো না বলা চিঠি লিখে ফেলেছি আকাশে । এই ফটোগ্রাফি শুধুই ছবি নয়, এটি আমার মানসিক অবস্থার প্রতিচ্ছবি, বৃষ্টির মতো আমার অনুভূতিগুলোও জমে ছিলো — আর এই একটি ক্লিকেই যেন সেগুলো ঝরে পড়লো । তুমি যদি প্রকৃতিকে ভালোবাসো, তাহলে এই ফুলগুলো তোমার মনকে ছুঁয়ে যাবে ঠিক আমার মতোই ।

“ছবি তুলেছেন : @bokhtiar1444
(ভালোবাসা দিয়ে তোলা, আবেগ দিয়ে বলা)”

ক্যামেরা আর কিবোর্ড এর পেছনে আমি


ছবির বিবরণ


ডিভাইসvivo V27e
সংস্করণAndroid-15
ক্লিক@bokhtiar1444
অবস্থানকিশোরগঞ্জ, ঢাকা

1000080765.jpg

Sort:  
 13 days ago 
 12 days ago 

অসাধারণ ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছি। বৃষ্টি ভেজা ফটোগ্রাফি গুলো দেখে আরো বেশি ভালো লেগেছে আমার। চমৎকার লাগলো এই ফটোগ্রাফি দেখে।

 11 days ago 

প্রকৃতির সৌন্দর্যকে যেভাবে আপনি আপনার এই পোস্টের মধ্যে ফুটিয়ে তুলেছেন তা একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ একই সাথে সৌন্দর্য যেভাবে আপনার পোস্ট এর মধ্যে আপনি শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 10 days ago 

প্রকৃতির অসাধারণ চিত্রগুলো দেখতেও ভালো লাগে। আর আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে দৃশ্য গুলো দারুন ভাবে তুলে ধরেছেন। আর কথাগুলো অনেক ভালো লেগেছে।