|| মুভি রিভিউ || Forensic ||
আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি । আজকে আমি আপনাদের মাঝে একটি ভারতীয় মুভি রিভিউ করবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।
মুভির তথ্য
মুভি | Forensic |
---|---|
পরিচালক | আনাস খান, আখিল পল |
অভিনয় | টভিনো থমাস, মমতা মোহনদাস, সাইজু কুরুপ, রেঞ্জি প্যানিকার সহ আরও অনেকে |
প্রযোজক | রাজু মালিয়াথ, সিজু ম্যাথিউ |
দেশ | ভারত |
প্লাটফর্ম | নেটফ্লিক্স |
দৈর্ঘ্য | ২ ঘন্টা ১৪ মিনিট |
মুক্তির তারিখ | ২৮ ফেব্রুয়ারি, ২০২০ |
মুভির সংক্ষিপ্ত ঘটনা
মুভির শুরুতেই আমরা একটি শিশুকে দেখতে পাই, সে একটি ভিন্ন অভ্যাসের সাথে জড়িত আর সেই অভ্যাসটি হলো পশু পাখির হাড় এবং অঙ্গ সংগ্রহ করা । পরবর্তীতে থিরুভানান্থাপুরাম শহরে একের পর এক ছোট মেয়ের হত্যাকান্ড শুরু হয়, আইনি তদন্তে পুলিশ অফিসার রিথিকা ও ফরেনসিক বিশেষজ্ঞ স্যামুয়েল তারা দুজনে একত্রে কাজ শুরু করে ।
স্যামুয়েল তার অসাধারণ দক্ষতা দিয়ে বুঝতে পারে এই হত্যাকাণ্ডগুলো একটি ব্যক্তির পক্ষে সম্ভব নয় এবং ক্রমান্বয়ে একাধিক রহস্য উদঘাটিত হয় — ডিএনএ টেস্ট, তদন্তকারীদের অতীত সবকিছু মিলিয়ে একটি জটিল চেইনের আকৃতি নেয় । শেষ পর্যন্ত মাস্টারমাইন্ড হিসেবে সামনে আসে একটি শকিং ব্যাক্তি যার পরিচয় ও বিচার প্রক্রিয়া বেশ নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে মুভির মধ্যে ।
ব্যক্তিগত মতামত
ফরেনসিক মুভিটির প্লট অস্বাভাবিকভাবে আপনাকে আটকে রাখবে আপনার মনে সবসময় প্রশ্ন আসবে শিশুদেরকে কেন টার্গেট করা হচ্ছে? মুভিটাকে দেখে আমার শুরু থেকেই মনে হচ্ছিল এটি কোন সাধারণ থ্রিলার মুভি নয়, এর প্রতিটা দৃশ্য প্রতিটি তদন্ত এমন ভাবে সাজানো হয়েছে যেটা আপনাকে অনুভব করাতে বাধ্য করবে । ফরেনসিক মুভিটির আসল আকর্ষণীয় বিষয় হলো এটি বুদ্ধির পরীক্ষা নিবে আপনার, এখানে মারামারি এর থেকে বেশি নজর দেওয়া হয়েছে প্রযুক্তির ব্যবহার যেমন ডিএনএ টেস্ট, ফিঙ্গার প্রিন্ট, পলিগ্রাফ, ইনসেক্ট টাইমিং ইত্যাদি । মুভির মধ্যে এমন কিছু মুহূর্ত আসবে যেখানে দর্শকরা কনফিউজ এর মধ্যে পড়ে যায় অর্থাৎ আপনার কাছে মনে হবে খুনি এখুনি ধরা পড়ে গেছে কিন্তু পরে গিয়ে দেখা যাবে সে খুনি না অথবা তার সাথে আরো কেউ জড়িত রয়েছে । ফরেনসিক মুভিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিকে ফোকাস বেশি করা হয়েছে সেটি হল মানসিক রোগ এবং পারিবারিক ট্রমা, খুনির ব্যাক স্টোরি শুনে আপনি একদিকে কষ্ট পাবেন আবার অন্যদিকে গল্প শুনে আপনি ভয় পেয়ে যাবেন ।
টভিনো থমাস এবং মমতা মোহনদাস এর অভিনয় ছিল অসাধারণ, আমি তাদের দুজনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি তারা দুজনেই চরিত্র গুলো বেশ ভালো করেই উপস্থাপন করেছে । ফরেনসিক মুভিটি শুধুমাত্র বিনোদনের জন্য নয় এটি আপনাকে শেখাবো কিভাবে ধৈর্য এবং প্রযুক্তির ব্যবহার করে তদন্ত করতে হয় যদি আপনি ক্রাইম থ্রিলার, রহস্য, সাসপেন্স এই মুভি গুলো পছন্দ করে থাকেন তাহলে ফরেনসিক মুভিটি আপনার জন্য একদম সঠিক হবে । ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকের মত এ পর্যন্তই, দেখা হবে নতুন কোন পোস্টে ইনশাআল্লাহ ।
IMDb রেটিং : ৬.৮
ব্যক্তিগত রেটিং : ৮.৫
মুভির ট্রেলার
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | মুভি রিভিউ |
---|---|
ডিভাইস | vivo V27e |
সংস্করণ | Android-15 |
পর্যালোচক | @bokhtiar1444 |
অবস্থান | কিশোরগঞ্জ, ঢাকা |
Twitter
Quotes :
Retweete & react :
Tweet comment :
Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1941499082805309920?t=D3sPjyDktzD6RpWdN-JL7Q&s=19
Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/363686521
Pussfi boost :