DeFi এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সমন্বয়ের সম্ভাবনা।।১ ফেব্রুয়ারি ২০২৪

in আমার বাংলা ব্লগ13 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।

ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স (DeFi) এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা দুইটি ভিন্ন আর্থিক কাঠামোর প্রতিনিধিত্ব করে তবে আধুনিক প্রযুক্তির সাহায্যে এদের সমন্বয় করা সম্ভব যা বৈশ্বিক আর্থিক খাতে নতুন মাত্রা যোগ করতে পারে।DeFi হলো ব্লকচেইন-ভিত্তিক আর্থিক ব্যবস্থা যা মধ্যস্থতাকারী ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং ব্যবহারকারীদের সরাসরি লেনদেনের সুযোগ দেয়।অন্যদিকে, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা একটি কেন্দ্রীভূত নীতির ওপর নির্ভরশীল যেখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান লেনদেনের নিশ্চয়তা, নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এই দুই ব্যবস্থার সমন্বয়ে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব, যা ব্যাংকিং ব্যবস্থার স্থিতিশীলতা ও DeFi-এর স্বচ্ছতা ও দক্ষতাকে একত্রিত করবে।

17383477567202778035080238047669.jpg

Image taken from pixabay.com


DeFi এবং ব্যাংকিং ব্যবস্থার ইন্টিগ্রেশন কীভাবে সম্ভব?

DeFi এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য হলো নিয়ন্ত্রণ ও কেন্দ্রীভূতকরণ। DeFi স্বয়ংক্রিয় স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরিচালিত হয় যেখানে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় তৃতীয় পক্ষের অনুমোদন প্রয়োজন হয়।ব্যাংকগুলো যদি DeFi প্রযুক্তি গ্রহণ করে তাহলে তারা ব্লকচেইন-ভিত্তিক স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে আরও দক্ষ ও কম খরচে লেনদেন পরিচালনা করতে পারবে। উদাহরণস্বরূপ, ব্যাংকগুলো DeFi প্রোটোকলের মাধ্যমে ক্রেডিট ও ঋণ ব্যবস্থাপনা আরও উন্নত করতে পারে, যেখানে স্মার্ট কন্ট্রাক্ট স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত শর্ত পূরণ হলে ঋণ অনুমোদন করবে এবং পরিশোধ নিশ্চিত করবে।

এছাড়া, Stablecoin এবং CBDC (Central Bank Digital Currency) এর মাধ্যমে DeFi এবং ব্যাংকিং সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব।ব্যাংকগুলো স্টেবলকয়েন ব্যবহার করে আন্তর্জাতিক লেনদেন আরও দ্রুত ও কম খরচে সম্পন্ন করতে পারে। বর্তমানে SWIFT এবং অন্যান্য ব্যাংকিং সিস্টেমে আন্তঃদেশীয় লেনদেন সম্পন্ন করতে কয়েক দিন সময় লাগে এবং ব্যয়বহুল হয় কিন্তু DeFi-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে এই লেনদেন তাৎক্ষণিকভাবে এবং কম খরচে সম্পন্ন করা সম্ভব।

নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা

DeFi এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সমন্বয়ের ক্ষেত্রে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।DeFi অনেকাংশে অনিয়ন্ত্রিত এবং এতে সাইবার আক্রমণের ঝুঁকি থাকে। অন্যদিকে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা কেন্দ্রীয় নিয়ন্ত্রকদের দ্বারা নিয়ন্ত্রিত যা গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করে।এই সমস্যার সমাধান করতে হলে KYC (Know Your Customer) ও AML (Anti-Money Laundering) নীতিগুলো DeFi-এর সাথে সংযুক্ত করতে হবে, যাতে প্রতারণা ও অবৈধ লেনদেন প্রতিরোধ করা যায়।

হাইব্রিড ফাইন্যান্স (Hybrid Finance বা HyFi) এবং ভবিষ্যতের সম্ভাবনা

DeFi এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সমন্বয়ে Hybrid Finance (HyFi) নামক একটি নতুন কাঠামো তৈরি হতে পারে যেখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং স্বয়ংক্রিয় স্মার্ট কন্ট্রাক্ট উভয়ের সুবিধা থাকবে।এই পদ্ধতিতে ব্যাংকগুলো ব্লকচেইন প্রযুক্তির সাহায্যে তাদের গ্রাহকদের আরও দ্রুত, স্বচ্ছ এবং নিরাপদ আর্থিক সেবা প্রদান করতে পারবে।

বড় বড় প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো Decentralized Identity (DID) এবং ব্লকচেইন-ভিত্তিক লেনদেন পদ্ধতি গ্রহণ করলে DeFi এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার মধ্যে মেলবন্ধন আরও সহজ হবে।বিশ্বব্যাপী বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যেমন JPMorgan, HSBC, Citibank ইতিমধ্যেই ব্লকচেইন প্রযুক্তিকে তাদের ব্যাংকিং সেবার সাথে সংযুক্ত করার পরিকল্পনা করছে যা ভবিষ্যতে এই সমন্বয়কে বাস্তবে রূপ দিতে সহায়ক হবে।

DeFi এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার সমন্বয়ে বিশ্বব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি (Financial Inclusion) বাড়বে, ব্যাংকবিহীন জনগোষ্ঠী সহজে আর্থিক সেবার আওতায় আসবে এবং একটি দ্রুততর, স্বচ্ছ ও কার্যকরী আর্থিক ব্যবস্থা গড়ে উঠবে যা ভবিষ্যতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community