আমার কবিতার খাতা থেকে:কঠিন প্রেম।।০৯ এপ্রিল ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
গঙ্গার ধারে দাঁড়িয়ে তুমি শুধু প্রেম নও,
একটা অসমাপ্ত অধ্যায়—
যার শেষটায় পাঠক ফিরে তাকায়, বহুদিন পরেও।
তোমার চোখে ছিল আধুনিক শহরের ক্লান্তি,
আর বুকের গভীরে জলজ ছায়া—
যেন কোনো পুরোনো নদী তার গতিপথ হারিয়ে খুঁজে পায় নতুন প্রবাহ।
তুমি রঙিন ছিলে, কিন্তু রং ছিলো সাদামাটা
নীরবতার মতো, যা শব্দ ছাড়াই অনেক কিছু বলে।
আমরা একসঙ্গে হাঁটতাম না,
তবু গঙ্গার পাড়ে দুটো ছায়া পাশাপাশি থাকতো সন্ধেবেলা—
যেন ভালোবাসা আর বাস্তবতা এক ছাদের নিচে, কিছু না বলেও বোঝে সব।
VOTE @bangla.witness as witness

OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Take it out and let it go.
Creativity and Hard working. Discord
ভালোবাসা তো এমন ই হয়।কিছু না বলেও অনেক কিছু বলে যাওয়া।বাস্তবতা বড্ড কঠিন।যেখানে ভালোবাসা মাঝে মাঝেই মুখ থুবড়ে পরে। কিন্তু কঠিন ভালোবাসা তাকে আবার নতুন পথে এগিয়ে নিয়ে যায়।খুব সুন্দর লিখেছেন দাদা কবিতাটি।আবৃত্তি করে ভালো লাগলো।আর কবিতার লাইনগুলোতে গভীর অর্থ লুকিয়ে আছে।
অসাধারণ একটি কবিতা শেয়ার করেছেন দাদা। কবিতাটি যতই পড়লাম, ততই ভালো লাগলো। তাছাড়া কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করেছি। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালোবাসা তো এমনই, যত দূরত্ব বাড়ে ততই যেন গভীর অনুভূতির বহিঃপ্রকাশ হয়।