কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি ।।১০ জুন ২০২২।।
হ্যালো বন্ধুরা,কেমন আছো?আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।কয়েক মাস আগে একটি বেড়াতে গিয়েছিলাম।বেশ কিছুদিন পরীক্ষার চাপ থাকার কারণে মনটা বেশ ভারী হয়ে গিয়েছিলো,তাই অনুভব করলাম একটু বাইরে ঘুরে আসা দরকার।
যেমনটা ভাবনা তেমনটাই করলাম।আমি আর আমার আরো তিন বন্ধু অর্থাৎ মোট ৪ জন মিলে বেরিয়ে পড়লাম।আমরা ঝাড়খণ্ডের সীমানা তে বেড়াতে গিয়েছিলাম।জায়গাটার খুব সুন্দর ছিল,আর সবচেয়ে ভালো বিষয় ছিল প্রাকৃতিক পরিবেশ ও বাতাসে দূষণের পরিমান খুব কম।এই জন্য এই জায়গাটা একটু বিশুদ্ধ অক্সিজেন নেয়ার জন্য এটা একটা দারুন জায়গা।আমার একটা ক্যাম্প করে চারজন ছিলাম।এই প্রথম কোনো জায়গায় ক্যাম্প করে আমি থাকলাম।
রাতের আকাশ ছিল অসাধারণ।আমরা গভীর রাত পর্যন্ত জেগে জেগে আকাশে তারা দেখতাম।মনে পড়ে যেত ছোটবেলার কথা।রাতের আকাশে তারা দেখা আর গুনা এক অনন্য অনুভূতি।
এখানে থাকতে থাকতে প্রকৃতির সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল।আমরা ৪ দিন ছিলাম ওই জায়গাটিতে।আমাদের একদম ফিরে আসতে ইচ্ছে করছিলো না।কিন্তু আমাদের বাড়ি ফেরা ও খুব দরকার ছিল।এখানে থেকে আমাদের খাওয়া ও অনেক ভালো হয়েছিল।সত্যি বলতে অনেক সুস্বাদু খাবার খেয়েছিলাম আমরা।এখানে চারদিন থাকার পর আমরা খুব ভালো ভাবে বুঝতে পেরেছিলাম যে কথাটা ফ্রেশ শাকসবজি ও মাছ মাংস থেকে আমরা বঞ্চিত।ফ্রেশ খাবারের ব্যাপার টাই আলাদা।
কয়েকটি তথ্য
ডিভাইস | স্যামসাং মোবাইল ক্যামেরা |
---|---|
লোকেশন | ঝাড়খন্ড সীমান্ত |
ক্রেডিট | @blacks |
থিম | প্রাকৃতিক দৃশ্য |
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
দাদা আপনি এবং আপনার বন্ধুরা মিলে একটি ক্যাম্প করে সেখানে ছিলেন জেনে অনেক ভালো লাগলো। সত্যি কথা বলতে এভাবে ক্যাম্প করে প্রকৃতির মাঝে থাকার সৌভাগ্য কোনদিন হয়নি। আজকে আপনার এই পোস্ট পরিদর্শন করে মনে হচ্ছে জীবনের অনেক কিছুই মিস করে গেলাম। সত্যিই জায়গাটি অনেক সুন্দর। প্রকৃতির মাঝে মাঝে গিয়ে এত সুন্দর ভাবে সময় কাটিয়েছেন দেখে অনেক ভালো লেগেছে। আপনি আপনার কাটানো মুহূর্ত ও ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা। ♥️♥️♥️
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
This post was upvoted by @hustleaccepted
Use our tag #hustleaccepted and mention us at @hustleaccepted to get an instant upvote.
Also, you can post at our small community and we'll support you at Hustle Accepted
Visit our website at Hustle Accepted
আমরা এই ব্যস্থ সহজ আর ব্যস্থ সময়ের সাথে মিশে গিয়ে আজ অনেক কিছু হারিয়েছি এই জীবন থেকে, শহরের বায়ূ থেকে শুরু করে সব কিছুই যেনো অবদ্ধো নিশ্বাস। আপনার কিছু দিন পরিক্ষার চাপ শেষে নিজের মনকে সতেজ ও হালকা করার জন্য, আপনার ঘুড়ে বেড়ানো সাথে সুন্দর সব প্রকৃতির ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন , যা দেখতে বুঝা যায় প্রকৃতি কত সুন্দর ছিল সেই সময়টা । আর রাতের নির্জন- নিরব প্রাকৃতির মাঝে আমরা স্রষ্টাকে খুজে পাই ।শুভকামনা দাদা
স্যামসাং ফোন এ তোলা ছবিগুলো দারুন এসেছেতো দাদা।ইস আপনারা কত সুন্দর বন্ধুরা মিলে ক্যাম্প করে থাকেন তারপর আবার চার রাত ছিলেন যেটা আমরা কখনোই পারি না।আর পরীক্ষা শেষে এমনিতেই মন ফুরফুরা থাকে তারপর আবার এরকম পরিবেশ পেলেতো তখন সোনায় সোহাগা।বন্ধুরা মিলে অনেক ভালো একটি সময় কাটিয়েছেন ঝাড়খন্ডের সীমান্তে ।আবার চমৎকার কিছু ছবি তুলেছেন যা দেখার মতো ছিল।কোনটা রেখে কোনটা ভালো বলবো বিচার করতে পারলাম না শুধু মুগ্ধ হয়ে দেখলাম দাদা।
জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন ফ্রেশ শাক সবজির মজাই আলাদা।ফ্রেশ শাক সবজি আমাদের শরিলের জন্য খুবই উপকারী।কোন রকম ফরমালিন থাকেনা ,তাজা তাজা সব খাবার খেতে খুবই ভালো লাগে । আপনি খুব সুন্দর করে এলোমেলো ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া বেশ সুন্দর লাগছে।সবুজ শ্যামল প্রকৃতি আমার কাছে খুবই ভালো লাগে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।
ঝাড়খণ্ডের সীমানাই বন্ধুদের সাথে খুবই আনন্দময় সময় পার করেছেন দাদা। আসলেই বন্ধুদের সাথে নিয়ে এরকম সুন্দর জায়গায় ক্যাম্প করে থাকার মধ্যে রয়েছে অনেক আনন্দ। আসলে আপনি এই প্রথম ক্যাম্প করে থাকলেন এবং সৌন্দর্যময় প্রকৃতিতে পরিবেশের মধ্যে মুক্ত অক্সিজেন গ্রহণ করেছেন। সত্যিই এই মুহূর্তগুলো অসাধারণ। আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে দাদা। আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মনে করি শহরে মানুষ অনেক বিপদে পরে থাকে। আর যাইহোক শহরে অন্তত বিশুদ্ধ হাওয়া পাওয়া যায় না। এরজন্য প্রয়োজন এইরকম সুন্দর জায়গা। এইরকম জায়গাই ক্যাম্প করে থাকার অনূভুতি টাই আলাদা। আমি নিজেও কখনো এই অভিজ্ঞতা পাইনি। জায়গাটা দারুণ দাদা। এবং ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল।
আসলে কিছু কিছু জায়গায় প্রান ভরে নিশ্বাস নেওয়া যায়।আর যদি ফ্রেশ মাছ মাংস কিংবা সবজি হয় তাহলে তো কোন কথাই নাই। ভালোই ছিলো বন্ধুদের সাথে ক্যাম্প হলে তাহলে বাড়ি ফিরতে না পারারই কথা।ভালো লাগলো।ধন্যবাদ
দাদা আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো অসাধারন ছিল এবং কি আমাদের পরিবেশের কথাই বলছে। আর ঝাড়খন্ড জায়গাটি এত সুন্দর ইচ্ছে করছে এখনই যাওয়ার জন্য, জানি সম্ভব না এতটুকুতেই সন্তুষ্ট থাকতে হল। তবে আপনার ফটোগ্রাফির মাধ্যমে এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারার জন্য সত্যিই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভালোবাসা অবিরাম দাদা।