আমার কবিতার খাতা থেকে:বেদুইন।।০৬ জানুয়ারি ২০২৪

in আমার বাংলা ব্লগ13 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।

17361118862076972955348845887549.jpg

Image taken from pixabay.com


বালকের মনে এক গোপন পিপাসা,
অজানা পথের আহ্বান তাকে বাঁধে।
তার চোখে জ্বলজ্বল করে মরুর রং,
বালুকার ধাঁধায় খুঁজে জীবনের বাঁধনহারা কাঁধে।

মায়ের কোলে শোনা ঘুমপাড়ানি গান,
সেসব সুরে লুকিয়ে ছিল এক বেদুইনের গল্প।
আকাশের নীলে পথ খোঁজা এক প্রাণ,
যার জীবনের মানে শুধুই এক নিরন্তর চলপ।

"আমি হবো বেদুইন,"—সে বলে নীরব রাতে,
তার স্বপ্নে সাগর, পাহাড় আর ধূসর বালুর খেলা।
উটের পিঠে ভাসিয়ে দেবে মন,
আকাশের তারা হবে তার মনের মেলা।

পথের ধুলো তার পায়ের বন্ধন খুলে দেয়,
তার হৃদয়ের মশাল জ্বলে আগুনের মতো।
ধ্বংসের মাঝে খুঁজে পায় সৃষ্টির ছোঁয়া,
জীবনকে আঁকে সে এক নতুন রূপকথা।

কিন্তু বেদুইনের পথ কেবল রূপকথা নয়,
তপ্ত রোদে চামড়া পোড়ে, রক্তও শুকিয়ে যায়।
তবু তার আত্মা শিখে নেয় ঝড়ের ভাষা,
তীক্ষ্ণ বালুকার মাঝেই সে ভালোবাসা পায়।

তাই সে এগোয়, হারায় আবার খুঁজে পায় পথ,
জীবন যেন তার কাছে এক অদ্ভুত দান।
বেদুইন নয় কেবল এক পেশা বা পরিচয়,
বেদুইন মানে জীবনকে ছুঁতে চাওয়ার টান।

বালকের স্বপ্ন আজ আর ছেলেমানুষি নয়,
এ তা পরিণত প্রাণের অনন্ত স্পর্ধা।
তার জীবনের মানে সে পায় চলার মাঝে,
অজানার বুকে সে খোঁজে তার হৃদয়ের জ্যোতিষ্ক।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL

Sort:  
 12 days ago 

বরাবরের মতো আজকেও আপনি আমাদের মাঝে অনেক সুন্দর কবিতা লিখে শেয়ার করেছেন দাদা। আপনার লেখা চমৎকার এই কবিতা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। একদম মন ছুয়ে যাওয়ার মত ছিল কবিতার লাইনগুলো। অনেক সুন্দর চিন্তাধারা দিয়ে আপনার কবিতার প্রত্যেকটা লাইন লেখা। আপনার কবিতা আবৃতি করে খুবই ভালো লাগলো।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 12 days ago 

প্রতিনিয়ত চমৎকার চমৎকার কবিতা শেয়ার করে চলেছেন দাদা।আপনার কবিতার গভীরতা অনেক।এই কবিতাটিতে একজন বালকের মনের চাওয়াকে তুলে ধরেছেন। স্বপ্ন পূরণের আশায় বালকের পথচলা দারুন ভাবে ফুটে উঠেছে কবিতার প্রতিটি লাইনে।অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চমৎকার এই কবিতাটি শেয়ার করার জন্য।

 12 days ago 

একটু ভিন্ন অনুভূতির স্বাদ পেলাম আজ দাদা, কবিতাটি যথারীতি দারুন হয়েছে। কল্পনার হাওয়ায় ভেসে যাওয়ার হৃদয়ের নিদারুণ বাস্তবতার স্বাদ। অনেক ধন্যবাদ ।

 12 days ago 

বাহ্! একেবারে ভিন্ন ধরনের একটি কবিতা শেয়ার করেছেন দাদা। জাস্ট অসাধারণ হয়েছে কবিতার প্রতিটি লাইন। আপনার কবিতাগুলো পড়তে আসলেই খুব ভালো লাগে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

অনেক গভীর অনুভূতি দিয়ে লেখা আপনার আজকের কবিতা। খুবই ভালো লাগলো এত সুন্দর ভাবে আপনি কবিতার লাইন গুলো লিখেছেন দেখে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কবিতার লাইনের মধ্যে ছোট্ট শিশুর ঘুম পারেনি গান শুনিয়ে ঘুম পাড়ানোর বিষয়টা সুন্দরভাবে লাইন বন্ধ করেছেন দেখে। অসাধারণ হয়েছে আপনার আজকের এই কবিতা।

 12 days ago 

আপনার কবিতাগুলো পড়ে আমার অনেক ভালো লাগে। আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল।

It's a very interesting poem to say the least as we grow we realize and realizing is a gift for we should not concentrate on what has been but what we can still achieve with the blessings that we have left. This is a good eye opener.

 12 days ago 

ধ্বংসের মাঝে খুঁজে পায় সৃষ্টির ছোঁয়া,
জীবনকে আঁকে সে এক নতুন রূপকথা।

বেশ শক্তপোক্ত লাগলো আজকের কবিতার লাইনগুলো ভাই। দারুণ উপভোগ করলাম।

 11 days ago 

বেদুঈন জীবন টা হয়তো সবাই চাই কিন্তু প্রকৃতপক্ষে সেটা থেকে সবাই দূরে থাকে। বেদুঈনভাবে জীবন কাটানো মোটেই সহজ না হা হা। দারুণ লিখেছেন কবিতা টা দাদা। বরাবরের মতোই অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।