গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্য ।।পর্ব -০১।।৪ মার্চ ২০২২।।
হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আবার হাজির হয়েছি একটি ফোটোগ্রাফি পোস্ট নিয়ে।আপনারা সবাই জানেন যে আমি সব সময় একটু প্রকৃতির সান্নিধ্যে থাকতে পসন্দ করি।প্রকৃতি ও প্রকৃতির অপার সৌন্দর্য্য আমাকে আকৃষ্ট করে এবং ভাবতে সাহায্য করে।আমি আসলে বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে খুবই পসন্দ করি।এ জন্য আমি নিজের জন্য সর্বদা কিছু সময় বের করি।
কোনো গুরুত্বপূর্ণ মানুষকে সময় দেয়া যেমন আবশ্যক তেমনি নিজেকে ও মাঝে মধ্যে সময় দেয়া অত্যন্ত জরুরি।আপনি যদি নিজেকে মূল্যায়ন না করতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে মানসিক ভাবে জড় হয়ে যাবেন।তাই আমি ব্যক্তিগত ভাবে মনে করি নিজেকে সময় দিন এবং নিজেকে মূল্যায়ন করুন।দেখবেন যে সময় টুকু যেমন সুন্দর কাটবে তেমনি এটা আপনার চিন্তা শক্তিকে গঠনগত কাজে আরো বেশি সক্রিয় করবে।
গ্রাম মানেই প্রাকৃতিক বাতাবরণ।এখানে সব কিছুই প্রকৃতির দান।শহরের মতো কোনো কিছুই সাজানো নয়।আমি শহরকে তেমন একটা পসন্দ করি না কারণ শহরের কংক্রিটে আমি কেবল খুঁজে পাই নিষ্ঠুরতা আর কৃত্রিমতা।গ্রামের সজীব পাতায় ও যে ভালো লাগা আছে তা শহরের জৌলুস এ ও আমি খুঁজে পাইনা।
<br
আমি কলকাতা শহর কে ঠিক ভালো ভাবে চিনি না।কারণ শহর আমাকে টানে না।এটা নিয়ে আমার খুবই একজন কাছের মানুষ রসিকতা করে তবে সেটা নিয়ে আমি একটুও চিন্তিত নয়।শহর আমাদের কাছে প্রয়োজনীয় কাজের জায়গা শুধু আর গ্রাম ভালোবাসা আর ভালোলাগার জায়গা।
গ্রাম বাংলার জীবন অনেক বেশি সাধারণ।কিন্তু এই সাধারণের মাঝে ও কোথাও যেন কিছু অসাধারণের ছোঁয়া লেগে থাকে।সরল মানুষ আর তাদের জটিলতা বিহীন দৃষ্টিভঙ্গি গ্রামের সামগ্রিক পরিবেশকে সুন্দর করে তোলে।আজকের ফোটোগ্রাফি তে আমি আপনাদের সেই রকম কিছু নমুনা দেখাতে চলেছি।
মোবাইল ফোটোগ্রাফি
হুগলী,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ।।
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Take it out and let it go.
Creativity and Hard working.
Discord
একেবারে যথার্থ বলেছেন দাদা গ্রাম বাংলার মানুষের জীবন সাধারণ কিন্তু কোনো যেন অসাধারণ। অনেক সুন্দরভাবে লিখেছেন। গ্রাম হলো একটি দেশের শিকড়। এবং আপনার মোবাইল দিয়ে ধারণ করা বিড়ালের ছবিটি অসাধারণ ছিল। সাথে গ্রামের ছবিগুলো দারুণ ছিল।
ভাল লাগলো পড়ে , pls আমি নতুন blogger pls help karun
দাদা, আপনার কথাগুলো আমার খুব মনে ধরেছে। সত্যিকার অর্থে গ্রামের মানুষ গুলো খুবই সহজ সরল হয়ে থাকে। তাদের ভেতরে অহংকার এর কোন চিহ্ন দেখতে পাওয়া যায় না। গ্রামের মানুষের সাথে দেখা হলে তারা খুব সুন্দর হাসি মুখে,বিনয়ের সাথে আপনার সাথে কথা বলবে ও কুশল বিনিময় করবে কিন্তু অন্যদিকে শহরের মানুষগুলো একে অন্যকে চেনেনা হাসি দিয়ে কথা বলা তো দূরে থাক। আরেকটি কথা দাদা, আমরা শুধু সময়ের পিছনে ছুটে বেড়াই, কাজ আর সংসারের পিছনে অনেক বেশি শ্রম দিয়ে ফেলি, নিজের জন্য অবশিষ্ট বলতে কিছু রাখতে পারি না। যার কারণে আমাদের ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ হচ্ছে। তাই পারতপক্ষে আমাদের নিজের জন্য কিছুটা হলেও সময় তৈরি করে নেওয়া উচিত। যাতে করে আমাদের মন-মানসিকতা ঠিক রাখা যায়। ধন্যবাদ দাদা, খুবই অসাধারণ সুন্দর কথাগুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি।
গ্রামীণ এই দৃশ্যগুলো যখন দেখি তখন মনে হয় এই রাস্তাটা এই পথ ঘাট সবগুলোই আমার চেনা। বুকের মধ্যে কেমন চিনচিন করে মনে হয় এইতো এই রাস্তায় সেদিন হেঁটে আসলাম। আপনার এই গ্রামীণ ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো দাদা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি একদম ঠিক বলেছেন গ্রাম মানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। গ্রাম মানে প্রকৃতির দান। গ্রামের প্রকৃতির সৌন্দর্য সবকিছুই প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য অনেক বেশি। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে সবকিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে। সৃষ্টিশীল সৌন্দর্য ও কৃত্রিম সৌন্দর্যের মধ্যে পার্থক্য করলে গ্রামের সৌন্দর্যই সবচেয়ে সেরা। দাদা আপনি অনেক সুন্দর ভাবে আপনার ফটোগ্রাফিগুলো উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। শুভকামনা রইলো আপনার জন্য।
দাদা আপনার গ্রাম বাংলার ফটোগ্রাফি গুলো অসাধারন ছিল ।আপনার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনি সময় পেলেই মাঝেমধ্যে গ্রামের দিকে যান ।গ্রামের প্রকৃতি উপভোগ করেন এবং সেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সঙ্গে শেয়ার করেন। যা দেখে আমরা মুগ্ধ হই ।আপনি ঠিকই বলেছেন মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়ার প্রয়োজন। একথাটির সঙ্গে আমিও একমত ।আপনার প্রতিটি ফটোগ্রাফি সুন্দর হয়েছে ।তবে শেষের ছবিটা অনেক কিউট হয়েছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপনি গুরুত্বপূর্ণ মানুষগুলোকে সময় দেওয়া যতটা প্রয়োজন নিজেকেও কিছুটা সময় দেওয়া খুবই প্রয়োজন।নিজেকে সময় দিলে প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দিলে নিজের মন-মানসিকতা সত্যিই ভালো থাকে। গ্রামের পরিবেশটা অন্য রকম সুন্দর গ্রামের পরিবেশে গ্রামের বাতাসের মধ্যে নেই শহরের মতো দূষণ। গ্রামে দূষণ মুক্ত পরিবেশে শ্বাস নেওয়া টা অনেক পাওয়া। শহরের ইট বালু আর কংক্রিটের মত শহরের মানুষের মন গুলো। গ্রাম বাংলায় এখনো গ্রামের মানুষগুলো সহজ সরল জীবনযাপন করে।আমারো যেতে ইচ্ছে করে গ্রামীণ পরিবেশে । যাই হোক দাদা, আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই আমার খুব ভালো লেগেছে। আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে গ্রামের সহজ সরল মানুষ গুলো হেঁটে যাচ্ছে এই ফটোগ্রাফি টা সাধারণ সুন্দর হয়েছে। অনেকদিন পরে এতো সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম।
ধন্যবাদ, এত সুন্দর গ্রামীণ ফটোগ্রাফির গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন দাদা, আপনার সাথে পূর্ণসহমত পোষণ করছি আমি। এই জন্য মাঝে মাঝে আমি সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করি এবং ব্যস্ততা কাটিয়ে নিজের মতো করে কিছু সময় ব্যয় করার চেষ্টা করি।
একদম ঠিক কথা বলেছেন দাদা আমি নিজেইতো শহরে গিয়ে থাকতে পারিনা। বার বার ফিরে আসতে মন চায় চিরচেনা সে গ্রামে।❤️❤️।
ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিলো খুব ভালো লেগেছে শুভেচ্ছা রইল দাদা 🌹❤️
এই কথাটার সঙ্গে আমি একদম সহমত পোষণ করছি ।গ্রামের প্রতি আমারও আলাদা একটা আগ্রহ কাজ করে । যাইহোক বিশেষ করে সূর্যাস্ত ও বিড়ালের ছবিটা আমার খুব সুন্দর লেগেছে । শুভেচ্ছা রইল আপনার জন্য।
একদম ঠিক কথা দাদা।গ্রাম আমার ও খুব পছন্দের।তাইতো শহর ছেড়ে গ্রামে চলে এসেছি প্রকৃতির সবুজ সৌন্দর্য্যের মাঝে।গ্রামের মাটির উপর খালি পায়ে হাঁটতে, মাটির গন্ধ ও নিরিবিলি পরিবেশ আমার জন্ম থেকেই পছন্দ।ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর হয়েছে, তবে কেন জানি প্রথম দুটি ছবি চেষ্টা করে ও দেখতে পেলাম না।যাইহোক বিড়ালটি খুবই কিউট।শুভকামনা রইলো দাদা।