আমার কবিতার খাতা থেকে:শব্দহীন প্রেম।।১৬ জানুয়ারি ২০২৪
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি কবিতা বলবো।আশা করি আপনাদের ভালো লাগবে।
কথারা থেমে যায়,
তোমার চোখের গভীরতা যখন
আমার সমস্ত প্রশ্নের জবাব দেয়।
শব্দের চেয়েও ভারী হয়ে ওঠে
তোমার নীরবতা,
যেন এক অনন্ত ভাষা,
যা কেবল হৃদয় বোঝে।
আমরা বসে থাকি,
একটি ছায়াঘেরা বিকেলে,
শুধু বাতাসের নরম শব্দ
আর হৃদয়ের আনাগোনা।
তোমার ছোঁয়া,
যা শব্দহীন অথচ
বলা হয়ে যায় হাজার গল্প।
কখনো কি ভেবেছ,
পাখিরা কেন নীরবে উড়ে যায়?
তাদের ডানার ভাঁজে লুকিয়ে থাকে
আমাদের মতোই কোনো শব্দহীন প্রতিশ্রুতি।
তুমি আর আমি,
শব্দ ছাড়াই গড়ে তুলি
একটা অলিখিত কবিতা।
ভালোবাসা কি কখনো শব্দ চায়?
না, ভালোবাসা শিখে গেছে
তোমার নিঃশ্বাসের ছন্দে বাঁচতে।
তোমার দিকে তাকিয়ে বুঝি,
যে শব্দহীনতাই
সবচেয়ে গভীর সুর।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
প্রতিবারের মতো আজকের কবিতাটি ও খুব ভালো লাগলো দাদা।যে ভালোবাসা যত গভীর, তার নিরবতা ততই বেশী। তাই শব্দহীন প্রেমের ও গভীরতা অনেক। এটা বুঝতে পেরে গেলে ভালোবাসা শব্দহীন ছাড়া ও ভালো লাগে।সুন্দর অনুভূতি নিয়ে কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
বরাবরের মতো আজকে আপনি আবারো সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার লেখা কবিতা আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ অনুভূতি খুঁজে পায় আপনার কবিতার মধ্যে। ঠিক তেমনি আজকের লেখা কবিতাটা জাস্ট অসাধারণ ছিল। সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে ভালোবাসার মানুষকে মুখ ফুটে সবকিছু বলতে হয় না। ভালোবাসার মানুষের চোখ দেখেই অনেক কিছু বুঝা যায়। কারণ সত্যিকারের ভালোবাসার শক্তি অনেক। যাইহোক বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Beautiful letters. Beautiful picture!
গভীর ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতার মাধ্যমে ভাই। দারুণ লিখেছেন।
দারুন একটি কবিতা লিখেছেন দাদা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। শব্দহীন ভালোবাসার গভীরতা অনেকএবং প্রকৃত ভালোবাসার শক্তিও অনেক বেশি।কবিতার প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ দাদা অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতাটি চমৎকারভাবে প্রেম ও নীরবতার গভীরতা ফুটিয়ে তুলেছেন দাদা। শব্দের চেয়ে অনুভূতির গুরুত্ব এবং একে অপরের মধ্যে বিরাজমান নিরব সম্পর্ক এক অসাধারণভাবে প্রকাশিত হয়েছে। আপনার কবিতায় প্রেমের অভিব্যক্তি যেন নিঃশব্দ সুরের মতো হৃদয়ের মধ্যে ছড়িয়ে পড়েছে।