আমার কবিতার খাতা থেকে:স্বপ্নের ঠিকানায়।।৮ মার্চ ২০২৫
হ্যালো বন্ধুরা,
আজকে আমি একটা কবিতা লেখার চেষ্টা করছি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।
স্বদেশ কি শুধু মানচিত্রে আঁকা রেখার সমষ্টি?
নাকি সে আমার শিরায় বয়ে চলা
লাল, গভীর, উষ্ণ এক প্রবাহ?
যখন দেখি পথের ধুলোয় পায়ের ছাপ,
এক বৃদ্ধ হকারের করুণ চোখ,
এক শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ খোঁজার স্পর্ধা—
আমি বুঝি, এই মাটি আমার।
আমার স্বদেশ যুদ্ধের ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়,
ক্ষতবিক্ষত বুকে আগুনের ভাষা লিখে রাখে।
তার প্রতিটি ইঞ্চি জমিনে লেগে আছে
শ্রমিকের ঘাম, কৃষকের স্বপ্ন,
আর এক অচেনা সৈনিকের রক্তের দাম।
তবু, আমরা তাকে কতবার ভুলে যাই—
নকল আলোর পিছু দৌড়াতে দৌড়াতে,
নিজের মাটির ঘ্রাণ ফেলে আসি অন্য কোথাও।
তবু, ফেরার পথে দেখি—
গাছের পাতায়, বাতাসের ছোঁয়ায়,
আমার ভাষার প্রতিটি শব্দে—
স্বদেশ আমাকে ডাকে, অনন্ত ভালোবাসায়।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ। আমার কাছে দারুন লেগেছে।
আসলে কিছু কিছু মানুষ স্বদেশ ছেড়ে ভিনদেশে গিয়ে পাড়ি জমায়। অর্থাৎ স্বপ্নের ঠিকানায় গিয়ে বসবাস করে। তবুও দিনশেষে তারা কিছুটা হলেও স্বদেশকে মিস করে। কারণ স্বদেশের প্রতিটি জিনিস খুব পরিচিত। যেসব একেবারে নিজের অর্থাৎ একেবারেই আপন। যাইহোক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো দাদা। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দেশপ্রেমের প্রতি দারুণ ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ পেয়েছে দাদা কবিতার মাধ্যমে। বেশ ভালো লাগলো কবিতাটি।
স্বদেশ চেতনায় লেখা আপনার এই কবিতা আমার ভালো লাগলো দাদা। কবিতার মধ্যে কেন্দ্রীয় চেতনাই লেখার আসল বক্তব্য হয়ে ওঠে। আর তাকে যখন আমরা কাব্যিক ভাবনায় সাজিয়ে তুলি তখন তা প্রকৃত কবিতা হয়ে ওঠে। এই বোধ এবং ভাবনার সমষ্টি হল ভালো কবিতার আসল উপকরণ। সেই দিক থেকে আপনার কবিতাটি বেশ ভালো লাগলো।
নিজের স্বদেশের প্রতি টান ভালোবাসা থাকা একেবারে স্বাভাবিক ব্যাপার। এটা অন্যরকম একটা অনূভুতি। এটা সবসময় আমাদের স্মৃতিতে থেকে যায়। চমৎকার লাগল আপনার কবিতা টা দাদা। বেশ দারুণ লিখেছেন আপনি। ধন্যবাদ আপনাকে।।
সময়ের চাহিদা কিংবা বাস্তবতার নির্মম আঘাত সাময়িক সময়ের জন্য হয়তো আমাদের সীমানার বাহিরে যেতে বাধ্য করে কিন্তু হৃদয়ের শিরা উপশিরা কিংবা কণ্ঠনালিতে থাকা শব্দের প্রতিটি চিৎকার বলে দেয় স্বদেশের প্রতি গভীর বিশ্বাস। স্বদেশের অনুভূতির কবিতাটি দারুণ লেগেছে দাদা।