ভাইয়া আজ কয়েকটি দিন তুলনামূলকভাবে গরম যেন মনে হচ্ছে আরও বেশি । গরমে সবাই চাই কিছু ঠান্ডা জিনিস খেয়ে নি। কিন্তু এদিকে আমাদের লক্ষ্য করতে হবে ঠান্ডা জিনিস খেলে আবার অন্যদিকে গরম ঠান্ডা লেগে যেতে পারে। গরমের এই তীব্রতার কারণে মনে হচ্ছে যেন বারবারই তৃষ্ণা পাচ্ছে। এই তৃষ্ণা মেটাতে যদি আখের রস পাওয়া যায় তাহলে তো মনে একটা প্রশান্তি লেগে যায়। সাথে সেই আখের রসে যদি আবার ঠান্ডা বরফ দিয়ে কুল ড্রিঙ্কসের মতো ঠান্ডা করা যায় তাহলে তো খেতে আরো বেশ মজার লাগে। আপনার এই আখের রস বোতলে নিলেন এবং ৯০ টাকা নিল এতে এই আখের রস খেয়ে খুবই ভালো লেগেছে আপনার বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।