পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ(১১/০১/২০২৪) রোজ: বৃহস্পতিবার

pexels-andrea-piacquadio-3761504.jpg


ছবিটি এখানথেকে নেওয়া হয়েছে

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আমি @biplob89 আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

আমরা এই পৃথিবীতে কেউ সফল মানুষ হিসেবে জন্মগ্রহণ করি না। নানা বাধা বিপত্তি এবং পরিশ্রমের মধ্যে দিয়ে এ সফলতাকে জয় করা যায়। কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। আমরা অনেকেই এই কথাটির অর্থাৎ এই উক্তিটির সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ পড়েছি। আজ আমরা যাই করি না কেন যদি নির্দিষ্ট একটি কাজ নিয়ে লেগে থাকি তাহলে অবশ্যই আমরা একদিন সফল হবো । আমরা অনেকে আছি যে একাধারে একটি কাজ করতে পারে না হয় কোন পরিস্থিতি মোকাবেলা উন্নয়নের বাধা-বিপত্তি এসবই আমাদের সেই সামনের সফলতা হয়ে যায় নষ্ট।

একটা জানাশোনা গল্প দিয়েই বোঝানো যাক ব্যাপারটা। আমার অনেকেই সেই ছোটবেলায় পড়েছি খরগোশ এবং কচ্ছপের গল্প। খরগোশ এবং গল্পের একটা প্রতিযোগিতা হয়েছিল সেখানে খরগোশ ভেবেছিল আমি তো খুব দ্রুত গতিতে চলতে পারি তাই অনেক দূর এগিয়ে গন্তব্যস্থানে না পৌঁছে সে মাঝপথে একটু বিশ্রাম নেয়। অন্যদিকে কচ্ছপ চলে খুবই দের গতিতে কিন্তু সে কখনো বিশ্রাম নেয় না কারণ সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে তার লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সে তার নিজ গতিতেই চলেছিল। আর এই গল্প শেষ পরিণতি হয়েছিল দ্রুতগতিক খরগোশ সে না সাফল্যে পৌঁছে ধীর গতিতে সে কচ্ছপই সফল হয়েছিল অর্থাৎ সে জয়ী হয়েছিল । এই গল্পটি আমরা শিক্ষা পাইছে আমরা যে কাজই করি না কেন যদি বড় একটা টার্গেট নিয়ে ধাপে ধাপে অর্থাৎ আস্তে আস্তে এগিয়ে কাজ করতে পারি তাহলেই একদিন সফলতার দেখা পাব। অন্যদিকে আর বিকল্প হলে ঠিক খরগোশের মতো পরিণতি হবে ।

আজকে কেউ একবারে অনেক বড়লোক হতে পারিনি। কারণ এর পেছনে রয়েছে তার ঘাম ঝাড়া পরিশ্রম। পরিশ্রম করলে সে কখনোই অসফল হতে পারেনা। কারণ আজ প্রতিটি সফল ব্যক্তিরাই অনেক পরিশ্রমের মাধ্যমে তারা তাদের নিজ গন্তব্য স্থানে পৌঁছেছে। আমরা এমন কেউ নেই যে বিল গেটস এর নাম শুনি নাই। তিনি ও কিন্তু এক সময় খুবই গরিব ছিলেন। তবে তার গল্পটি আমরা সকলে কম বেশি জানি। আর আমাদের সব সময় মনে রাখতে হবে পরিশ্রম ছাড়া কোন কিছু অর্জন করা সম্ভব নয়।

কারণ সকল সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। ইতিহাসে দেখা গিয়েছে যে জাতি যত বেশি পরিশ্রমি সে জাতি তত বেশি উন্নতি। অর্থাৎ এটি সত্য যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সত্যিই পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি। পরিশ্রম ছাড়া কোন কাজে সঠিক সাফল্য পাওয়া যায় না। আমাদের নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে এবং পরিকল্পিত পরিশ্রম করতে হবে। বেশ গুছিয়ে লিখার চেষ্টা করেছেন, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমি মনে প্রাণে বিশ্বাস করি পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। একজন মানুষের সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে পরিশ্রম। আপনি খুব সুন্দর একটি উদাহরণ স্বরূপ আমাদের সাথে শেয়ার করলেন। আসলে গল্পটি খুবই মজার একটি গল্প। যদি আমরা যথেষ্ট পরিমাণ পরিশ্রম না করি যথা সময়ে তাহলে কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব না। অনেক ভালো লাগলো আপনার অনুপ্রেরণা মূলক পোস্ট পড়ে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যে করে পাশে থাকার জন্য।

 2 years ago 

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। একজন মানুষ কঠিন পরিশ্রমের দ্বারা তার জীবনের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়।চমৎকার একটি গল্প দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করলেন।সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপবাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সৌভাগ্যের চাবিকাঠি এ কথাটি একদমই ঠিক। পরিশ্রমী ব্যক্তিরা কোন না কোন এক সময় সাফল্যের চূড়ায় অবশ্যই পৌঁছাতে পারে। পরিশ্রমের ফল অবশ্যই সুমিষ্ট হয়। কেউ জন্ম থেকেই বড় হতে পারে না পরিশ্রম করেই হতে হয়।ধন্যবাদ দাদা খুব সুন্দর একটি টপিক নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি ।

 2 years ago 

খরগোশ এবং কচ্ছপের খুব সুন্দর উদাহরণ দিয়ে লিখেছেন ভাইয়া। আমার মনে হয় খরগোশ এবং কচ্ছপের গল্প থেকে আমাদের এও শেখা উচিত যে কোন কিছু নিয়ে গর্ব করা উচিত নয়। যতক্ষণ না পর্যন্ত সফলতা হাতের মুঠোয় আসে। তাছাড়া ঠিকই বলেছেন ধীরে ধীরে কোন কাজ করতে চাইলে সে কাজে সফলতা আসেই। যাই হোক ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলেই পরিশ্রম ছাড়া কোন কাজে সফলতা অর্জন করা যায় না৷ সেটা হোক কোন বড় কাজ অথবা ছোট কাজ। পরিশ্রম করতেই হবে৷ পরিশ্রমের কোন বিকল্প নেই৷ আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে আপনি খুব সুন্দর ভাবে পরিশ্রম করার বিষয়টি ফুটিয়ে তুলেছেন। অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নিজের ভাগ্যকে বদলাতে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করা মাধ্যমে নিজের ভাগ্য উন্নতি করা সম্ভব। অলসতায় দিন পার করলে কেউ বড় হতে পারে না। বড় স্থানে পৌঁছাতে হলে তোমাকে অবশ্যই কঠিন অধ্যাবসায় করতে হবে। ধন্যবাদ ভাই খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সু স্বাগতম।