ক্রিয়েটিভ রাইটিং।। শখের পায়রা হারিয়ে যাওয়ার বেদনার গল্প।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৭/০৯/২০২৪) রোজ: শুক্রবার।
💞শুভ জন্মদিন 💞
প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। আসলে আজকে আমি যে বিষয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা আপনার ইতিমধ্যে টাইটেল দেখে বুঝতে পেরেছেন।
আসলে আজকে আমি সারাটা দিন খুবই কষ্টের সাথে পার করেছি। কেননা আজকে ঠিক রাত তিনটার সময় ঠিক পাই আমি। এরপরে দেখি বাইরে মা এবং বাবা কথা বলছে জোরে জোরে। হঠাৎ আমি ঘুম থেকে উঠে বাইরে বের হলাম। এরপরে দেখি মা বলছে কবুতর ধরে নিয়ে গেছে গাড়ায়। আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তাছাড়া আজকে থেকে প্রায় আমার এই শখের পায়রা গুলোর বয়স অর্থাৎ আমি এগুলো পালন করছি আজ থেকে প্রায় চার বছর। তবে কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। হঠাৎ আজকে রাতেই এই দুর্ঘটনা ঘটেছে। সত্যি নিজের কাছে খুবই খারাপ লেগেছিল শখের পায়রা গুলো হারিয়ে যাওয়াই। তবে একটা বিষয় হচ্ছে আমি ঘুম থেকে উঠেই ভালো লাগলো। কারণ আমি আজ থেকে প্রায় চার বছর আগেই এই সখের পায়রা গুলো পালন করে আসছি। তাছাড়া এই পায়রা গুলোর প্রতি আমার কতটা ভালোবাসা সেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে পায়রা গুলো আমার অনেক হয়েছিল। কিন্তু হারিয়ে যাওয়াই এখন মাত্র ১৩ টি ছিল। কিন্তু দুঃখের বিষয় গত রাতে কি যে এসেছিল আমার কবুতর ঘরে আমি জানিনা। কিন্তু লাইট মেরে দেখলাম কবুতরের অনেক পালকগুলো পড়ে আছে। এমনকি কবুতর আর একটা ঘরে নাই। দেখছি কয়েকটা ছাদের উপরে কয়েকটা কারেন্টের তারে বসে রয়েছে।
আসলে আজকে আমার সারাটা দিন ভালোভাবে কাটেনি। কেন নাই শখের পায়রা গুলো হারিয়ে ফেলাই নিজের কাছে খুবই খারাপ লাগছে। তাছাড়া এই চার বছরে প্রথম এমন দুর্ঘটনা ঘটলো। তবে আমার ১৩ টা পাইরা ছিল তার মধ্যে সে রাত্রে গুনে দেখি ঘরে মাত্র পাঁচটি রয়েছে। সত্যি ওই মুহূর্তে আমার চোখ দিয়ে জল আসে না কিন্তু আমার ভিতরে যে কি হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। তাই আমি খুব সকালে আমার ঘুম থেকে উঠি। এরপরে দেখি 9 টা কবুতর এসেছে। আসলে সকাল হলেই আমি দেখতে পাই দুইটা কবুতরের মাথা পড়ে রয়েছে। সত্যি এটা দেখার পরে চোখ দিয়ে নিমিষে জল চলে আসার মত। তবে সকালে আমি কবুতরগুলো আবার খাবার দিয়ে এক জায়গায় করলাম। এরপরে দেখে আমার এই ঘরের প্রথম কবুতরটি নাই। অর্থাৎ আমি যখন এই ঘরে প্রথম কবুতর কিনেছিলাম একটা নরও একটি নারী। তার মধ্যে নারী কবিতরটা নাই সত্যি আমার কাছে খুবই খারাপ লাগছে। তাছাড়া এটা আমার ঘরের প্রথম পায়রা ছিল। সত্যিই অন্য পায়রা গুলো যদি নিয়ে যেত তাহলে আমার এতটা কষ্ট হইত হত না। কিন্তু আমার এই ঘরের প্রথম পায়রাটা এভাবে এখন আর নেই। এই পায়রাটি যখন আমি কিনেছিলাম তার পরের দিন আমার ঘরে এসে এটা ডিম পেড়েছিল সত্যি এটা আমাকে আরো অনেক আনন্দিত করেছিল। ঠিক সেই আনন্দটি গতরাতেই ভেঙে গেল। ওই কবুতরটি ছিল লাল রঙের এবং মাথায় ছিল সাদা। আসলে কবিতাটি দেখতে ছিল খুবই সুন্দর। মনের মধ্যে আজকে সারাটা দিন কিছুই ভালো লাগছিল না। তাছাড়া এগুলো আমি খুব শখের জন্যই পালন করে থাকি। আমার শখের জায়গা থেকে এটা হচ্ছে প্রথম। তবে ওই পায়রাটা হারিয়ে আজকে আমার সারাটা দিন কোনো কাজ করতে ভালো লাগেনি। তবে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার এই ঘরের প্রথম পায়রটা এভাবে হারিয়ে যাবে 😥।
আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
Upvoted! Thank you for supporting witness @jswit.
শুনে অনেক খারাপ লাগলো আপনার শখের পায়রাগুলো হারিয়ে গেছে। হয়তো কেউ ধরে নিয়ে গেছে যেহেতু অনেক পালক পড়ে গেছে কবুতরের ঘরে। বাকি কবুতরগুলো ঘরের ছাদে বসে আছে। আপনার ঘটনাটি পড়ে খুব দুঃখ পেলাম।
আসলে আপু বনগাড়ায় ধরে নিয়ে গিয়েছে মনে হচ্ছে।
নিজের পোষা পাখি হারিয়ে গেলে খুব খারাপ লাগে। কারণ তার প্রতি অন্যরকম একটা মায়া জন্মে যায়। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এই বেদনাদায়ক পোস্ট শেয়ার করেছেন দেখে। কারণ এতে মন হালকা হয়।