ভ্রমণ।। সুইমিং পুলে গোসল করতে যাওয়ার অনুভূতি।(পর্ব ০৪)।।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (২৩/০৮/২০২৪) রোজ: শুক্রবার।

IMG20240802113009.jpg


লোকেশন

💞 জুম্মা মোবারক 💞

আসসালামু আলাইকুম আমার স্টীম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আজ আমি @biplob89 অনেক ব্যস্ততার মাঝেও আমি আজকে আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ভ্রমণ।। সুইমিং পুলে গোসল করতে যাওয়ার অনুভূতি।(পর্ব ০৪)।।

আপনারা জানেন আমি ইতিপূর্বে আমার এই ইন্টার ফাইনাল পরীক্ষা অর্থাৎ এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য আমি সাময়িক ছুটি নিয়েছি। তবে বর্তমান পরিস্থিতিতে আবার কাজের ধারাবাহিকতাই ফিরে আসার চেষ্টা করছি।

আজকে সকাল সাতটায় ঘুম থেকে উঠি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর হালকা একটু খাবার খেয়ে নি। এরপরে ভাবলাম আজকে একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পোস্ট লিখতে বসলাম।

ইতিপূর্বে আপনারা যারা আমার এই ভ্রমণ পর্বগুলো দেখেছেন। আশা করছি আজকের এই পর্বটি দেখেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের পোস্টটি শেয়ার করা যাক।

IMG20240802113009.jpg

IMG20240802113108.jpg

আপনারা জানেন আমাদের মেহেরপুর জেলায় এই প্রথম একটা সুইমিং পুল তৈরি হয়েছে। বর্তমানে অনেকে আছে যারা ছোটবেলা থেকে এভাবে সুইমিংপুল বা পুকুরে গোসল করে নি। তবে আমার শৈশবটা বেশ ভালই কেটেছে। আমাদের পরের জেনারেশন থেকে শুরু করে আর কেউ সেই সব শৈশব উপভোগ করতে পারেনি। তবে যাই হোক বেশি একটা ভালো উদ্যোগে সুইমিংপুল তৈরি হয়েছে। যেখানে এসেছি শিশুরা সাঁতার কাটা শিখতে পারবে‌। তাছাড়া এভাবে গোসল করা কত মজা সেটা বুঝতে পারবে। আমরা উদ্বোধনের দিন গিয়েছিলাম। কেননা ঐদিন অনেক মানুষ এখানে গোসল করতে এসেছিল। তো এক পর্যায়ে উদ্বোধন শেষ হলেই সবাই মিলে একসাথে সুইমিংপুলে লাফ দি। সত্যিই এত মজা হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে অনেকে একসাথে সুইমিংপুলে। অনেকেই এমন পানি পেয়ে বেশ আনন্দিত। এরই মাঝে অনেকেই ফটো তুলছেন অনেকে ব্লগিং করছেন। তবে আমার এতই ভালো লেগেছিল যে কারণে আমি উপরের ছবিগুলো সংগ্রহ করেছি। প্রথমে যখন আমরা সবাই একসাথে জাম্প করেছিলাম সত্যি বেশ মজা লেগেছিল। তাছাড়া ওই মুহূর্তটা যদি আমার ক্যামেরায় বন্দি করা হত তাহলে দেখতে পেলে আপনারা খুবই আনন্দিত হতেন। তাছাড়া উপরের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর।

IMG20240802105537.jpg

সুইমিংপুল গোসল করার সময় আমার ফোন দিয়ে উপরের থেকে উপরের এই ছবিটি সংগ্রহ করা হয়েছে। উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি সানগ্লাস পড়ে সুইমিংপুলে গোসল করছি। পাশে রয়েছে আমার একটা বড় ভাই। গোসল করার এই মুহূর্তে আমার ফোনটা একজন নিয়ে আমাদেরকে ক্যামেরাবন্দি করে নেয়। যেটা আপনারা উপরে দেখতে পাচ্ছেন। সত্যিই এভাবে গোসল না করলে জানতেই পারতাম না যে কত আনন্দের। এটা সত্যিই অনেক আনন্দের একটা জায়গা।

IMG20240802105010.jpg

IMG20240802110516.jpg

ঐদিন বৃষ্টি হয়েছিল আর ওই বৃষ্টিতে মোটরবাইক নিয়ে ভিজতে ভিজতে আমরা এই সুইমিংপুলে গিয়েছিলাম। আমার গাড়িতে আমরা গিয়েছিলাম তিনজন। উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা দুজন সাদা টি-শার্ট পরে সুইমিংপুলে পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় আমার একটা বড় ভাই আমাদের ক্যামেরাবন্দি করে। সত্যি এভাবে অনেকে একসাথে গোসল করতে পেরে খুবই ভালো লেগেছিল। বেশ মজা করেছিলাম। কিভাবে গোসল করার মুহূর্তগুলো সত্যিই কখনো ভুলবার নয়। এগুলোকে আর স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যই এখানে আমি শেয়ার করছি। এটা আমার একটা ভালো লাগার বিষয়। এটা আমার একটা ভালোবাসার বিষয়। সব মিলিয়ে আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পেরে খুবই ভালো লেগেছিল। যা বলে বোঝানো যাবে না।

টেবিল ০১টেবিল ০২
ডিভাইসOPPO A15
পোস্ট তৈরি@biplob89
স্থানলোকেশন

আজকের মতো এখানেই শেষ করছি।

@biplob89

আশা করি পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলের মতামত অবশ্যই নিচে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা।

💝 আল্লাহ হাফেজ 💝

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কিছু কিছু মুহূর্ত অনুভূতি সত্যিই ভোলা যায় না। আপনি অনেক সুন্দর ভাবে সুইমিংপুলে গোসল করতে যাওয়ার পর্ব গুলো আমাদের সাথে শেয়ার করবেন। আপনার শেয়ার করা প্রতিটি পর্ব আমি দেখেছি। আজকে এই পর্বটি দেখেও ভীষণ ভালো লাগলো। অনেক মানুষ সুইমিংপুলে গোসল করতে এসেছে এবং অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক আনন্দে ছিলেন। ধন্যবাদ ভাইয়া।

 last year 

গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

সুইমিং পুলে গোসল করতে গিয়ে বেশ আনন্দ করেছেন।আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম বেশ উপভোগ করেছিলেন সময়।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

অনেক ক্ষেত্রে সামান্য বিষয়ে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আপনি সুইমিং পুলে গোসল করতে গিয়ে অনেক আনন্দ করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমারও খুব ইচ্ছা হয় সুইমিংপুলে গিয়ে গোসল করার। কিন্তু তেমন একটা সুযোগ এখন পর্যন্ত তৈরি করে উঠতে পারিনি। ধন্যবাদ ভাই আপনার আনন্দের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাই ঠিক বলেছেন ধন্যবাদ।

 last year 

শুকরিয়া ভাই দারুন একটা পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

বাড়ির কাছে সুইমিং পুল হয়ে গেল। এখন যখন ইচ্ছা তখনই যাওয়া যাবে। আর এই উঠতে বয়সের ছেলেদের জন্য খুবই আনন্দঘন একটি স্থান। বেশ দারুণভাবে গড়ে উঠেছে মালসা ধোয়া গ্রামে এই পার্কটা।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

কিছু কিছু অনুভূতি কাউকে বোঝানো যায় না। তবে এতটুকু বঝতে পারছি আপনি সুইমিংপুলে গোসল করে খুব আনন্দ পেয়েছেন। আর সেই আনন্দটুক আমাদের সাথে শেয়ার করেছেন। বাসার কাছে কোন সুইমিংপুল থাকলে আমিও প্রতিদিন যেতাম সাতার শেখার জন্য। আপনার সুইমিংএ গোসল করার ফটোগ্রাফিগুলো দেখেই বোঝা যাচ্ছে খুবি ইনজয় করেছেন। যা দেখে আামার ভীষণ ভালো লাগলো।

 last year 

হ্যাঁ আপু ঠিক বলেছেন ধন্যবাদ আপনাকে।

 last year 

যেহেতো সুইমিং পুলটা নতুন হয়েছে, তাই সবার মাঝেই একটা কৌতুহল দেখা যায়। কয়েক বছর এমন কৌতুহল থাকবেই। আসলে পুকুর বা নদী থেকে সুইমিং পুলে গোসল করে মজা আছে। ধন্যবাদ।