আবারও কিছু $PUSS কিনলাম ডেলিগেশন এর উদ্দেশ্যে
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে আবারও খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজকে আমার এই পোষ্টের টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কি সম্পর্কে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে বাস্তব অর্থে এরকম পোস্ট শেয়ার করার মধ্যে একটি আলাদা ভালোলাগা চলে আসে। কারণ আমাদের যে নিজস্ব স্বপ্নের কয়েন রয়েছে সেটি কেনার এবং সেটি নিয়ে পোস্ট শেয়ার করার মধ্যে একা ভালোলাগা কাজ করে। এর আগেও আমি $PUSS কিনেছিলাম। তবে তখনকার সময় এরকম পোস্ট শেয়ার করা হয়নি৷ তাই আজকে ভাবলাম যে আজকে যেহেতু কিছু পরিমাণে $PUSS কিনেছি তাই আপনাদের মাঝে শেয়ার করা যাক৷ তাই আমি বসে পড়লাম আমার এই পোস্ট তৈরি করার জন্য৷ কিছুদিন আগে আমি এই কয়েন কিনেছিলাম৷ অল্প কিছু TRX দিয়ে অনেক বেশি পরিমাণে আমাদের এই $PUSS কয়েন কিনেছিলাম।
একটা সময় যখন এই কয়েনের প্রাইস অনেক কম ছিল তখন অনেকে এই কয়েন কিনেছেন৷ আমিও তখন কিছুটা কেনার চেষ্টা করেছিলাম। তবে পরবর্তীতে আর তেমন কেনা হয়নি। অল্প অল্প করে অনেকবার কিনেছি । তবে চেষ্টা করছি সব সময় অল্প কিছু কয়েন কেনার৷ সবসময় এই কয়েন হোল্ড করে রাখার। স্ট্যাকিংও করেছি৷ সেখান থেকেও ভোট আসছে এবং সে ভোটের অ্যামাউন্ট খুবই ভালো। প্রতিনিয়ত চেষ্টা করছি যে এই অ্যামাউন্ট যেন আরও বৃদ্ধি পায়। প্রতিনিয়ত এই কয়েন কিনে সেটি ডেলিগেশন করে দেওয়ার চেষ্টা করছি। যখন আমার কাছে যেরকম trx থাকে সেগুলো দিয়ে সবসময় এই কয়েন কেনার চেষ্টা করি। সবকিছু খুব ভালোভাবেই করার চেষ্টা করি। যখনই এই কয়েন আমি কেনার চেষ্টা করি তখন trx এর প্রাইস অনেক ভালোই থাকে। যখন এই trx এর প্রাইস খুবই ভালো থাকে তখনই আমি এই কয়েন কিনে থাকি।
আর আমাদের এই কমিউনিটির অনেক বড় বড় হোল্ডার রয়েছে যারা অনেক বেশি পরিমাণে হোল্ড করে রেখেছে। আমিও চেষ্টা করছি প্রতিনিয়তই এই সংখ্যা বৃদ্ধি করার। প্রতিনিয়ত কিছু কিছু কয়েন কিনে হোল্ড করে রাখার। প্রতিনিয়তই আমি এই কয়েনগুলো কিনছি৷ অল্প কিছু পরিমাণে হলেও আমি প্রতিদিন এই কয়েন কেনার চেষ্টা করি৷ তবে প্রতিদিন কিনতে না পারলেও সপ্তাহে অথবা মাসে একবার হলেও কেনার চেষ্টা করি৷ তাই আজকে অনেক বেশি কয়েন যখন এখানে ক্রয় করে ফেললাম তাই ভাবলাম যে আজকে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা যাক৷ এই কয়েন যখন আমি কিনি আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি ডেলিগেশন করব৷ ডেলিগেশন করার উদ্দেশ্যেই আমি এই কয়েন কিনেছিলাম৷ এই কয়েন যখন আমি কিনি তখনই আমি সাথে সাথে আবারো ডেলিগেশন করে দেয়। এই ডেলিগেশন করার পরবর্তীতে আমার ভোটিং অ্যামাউন্টও বৃদ্ধি পাওয়ার কথা।
যখন আমি এই কয়েন কিনছিলাম তখন দেখলাম যে অনেককে সেল করে দিচ্ছে।আবার অনেকে বাই করছে। আসলে মার্কেটের বাই এবং সেল হওয়াটা স্বাভাবিক। সব সময় এগুলো হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটি একবার ক্রয় হচ্ছে আবার সাথে সাথে বিক্রয় হচ্ছে। আমরাও অনেকে এই কয়েম কিনছি এবং বিক্রি করে দিচ্ছি। যখন কেউ এই কয়েন বিক্রি করে দেয় তখনই মার্কেট প্রাইস কিছুটা কমে যায়৷ আবার যখন বাই করে ফেলে তখন আবার মার্কেট প্রাইস বৃদ্ধি পেয়ে যায়৷ এভাবে মারকেট স্ট্যাবল থাকছে। আমিও যখন এই কয়েন কিনেছিলাম তখন এর প্রাইস কিছুটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। প্রতিনিয়তই অল্প কিছু পরিমাণে এই কয়েনের ভবিষ্যৎ আরো অনেক ভালো পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আমরা যত বেশি পরিমাণে এখানে এই কয়েম ক্রয় করতে পারব এবং হোল্ড করতে পারব আমাদের ভবিষ্যতের অনেক পরিকল্পনা আমরা এখান থেকে পূরণ করে নিতে পারব।
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1879025856179548351?t=z_e3hRjrUXF5G0excdsfqA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার এরকম সাপোর্ট আমাকে সবসময় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
নিঃসন্দেহে পুশ কয়েনের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল। আমি আশা করি আপনি আগামী দিনেও এভাবেই পুশ কয়েন ক্রয় করা ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। কারণ এই কয়েন ক্রয় করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে।
অবশ্যই৷ আমি তো চেষ্টা করছি সব সময় কিছু কিছু করে কিনে রাখার।
আপনি ডেলিগেশন এর উদ্দেশ্যে আবারও কিছু $PUSS কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। $PUSS ডেলিগেশন করে খুবই ভালো ভোট পাওয়া যায়। তাই যত বেশি ডেলিগেশন ততো বেশি ইনকাম। আশাকরি আপনি $PUSS কেনার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আপনার জন্য শুভকামনা রইল।
একদম ঠিক বলেছেন৷ তাই আমাদের উচিৎ সকলের যত বেশি সম্ভব তত ডেলিগেশন করা।
আপনি পুষ কয়েন কিনেছেন দেখলাম। এখন তো টেলিভিশন সার্ভিস রয়েছে এই কয়েনের উপর দিয়ে। তাই যত বেশি কেনা সম্ভব তত কেন প্রয়োজন। বেশ অনেক সাপোর্ট পাওয়া যাবে এর জন্য।
এখানে আপনি ডেলিগেশন এর জায়গায় টেলিভিশন লিখেছেন। একটু ঠিক করে নিবেন।
আপনি আবারো পুশ কয়েন কিনছেন এটা দেখে খুবই ভালো লাগলো। পুশ হচ্ছে আমাদের সবার ভালোবাসার একটি কয়েন। এবং পুশ একদিন সবার থেকে সেরা কয়েন হয়ে উঠবে।আমিও চেষ্টা করি কিছু কিছু করে পুশ কয়েন কিনার।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
এটাই প্রত্যাশা। পুশ যেন সবার উপরে অবস্থান করে।
আপনি অনেক ভালো একটি উদ্যোগ গ্ৰহণ করেছেন।পুশ কয়েন আমাদের সবার একটা স্বপ্নের কয়েন।আপনি ডেলিগেশন এর উদ্দেশ্যে আবারও কিছু $PUSS কিনেছেন দেখছি। নিঃসন্দেহে পুশ কয়েনের ভবিষ্যৎ উজ্জ্বল। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
একেবারে সত্য একটি কথা বলেছেন আপনি৷ আমাদেরকে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া উচিত।
কিছু $PUSS কিনেছেন ডেলিগেশন এর উদ্দেশ্যে শুনে খুব ভালো লাগলো। আসলে আমাদের প্রত্যেকের উচিত সমার্থ অনুযায়ী $PUSS ডেলিগেশন করা । আমাদের স্বপ্ন পূরণ করার জন্য $PUSS ডেলিগেশন করতে হবে। ধন্যবাদ আপনাকে ভাই।
একেবারে ঠিক বলেছেন৷ আমি সবসময়ই পুশ কিনছি ডেলিগেশন করার জন্যই।
আপাতত পুস ডেলিগেশন আমাদের লক্ষ্য হওয়া দরকার। কারণ পুস ডেলিগেট করে আমাদের কিউরেশন ভোটটা বেশি আসছে। তাই পাওয়ার আপের পাশাপাশি পুশ ডেলিগেশনটাও মাথায় রেখে এগোতে হবে।
একদমই ঠিক বলেছেন৷ যত বেশি ডেলিগেট করবো তত বেশি ভোট আসবে।