আমি তো ভেবেছিলাম আপনি লেমন জুসের রেসিপি শেয়ার করেছেন৷ তবে যেভাবে আপনি এত চমৎকার একটি আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এই আর্টের মধ্যে আপনি যেভাবে এত সুন্দর ডিজাইন উপস্থাপন করেছেন এটি একেবারে বাস্তবের মতো দেখা যাচ্ছে৷ মনে হচ্ছে যেন এটি এখন এখান থেকে বেরিয়ে আসবে৷ অনেক ধন্যবাদ এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
হি হি,না ভাইয়া বের হয়ে আসবে না।চেষ্টা করেছি বাস্তব রূপ দেওয়ার।ধন্যবাদ আপনাকে।