টিউটোরিয়াল ~ " কিভাবে Super Walk এর NFT Shoe কিনবেন? "

in আমার বাংলা ব্লগ3 days ago

আমার বাংলা ব্লগ

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন।


আজকে আমি আপনাদের মাঝে একটা ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে আসলাম৷ আজকে আমি একটি টিউটোরিয়াল পোস্ট শেয়ার করব৷ আশা করি এই পোস্টটি হয়তো অনেকেই পূর্ববর্তী সময়ে অন্য কারো কাভহ থেকে দেখেছেন৷ আমি যখন এই পোস্টটি তৈরি করছিলাম তখন অনেক ভালো লাগছিল ৷ যখন আমি এটি তৈরি করার চেষ্টা করলাম তখন অনেক কিছুই দেখতে পেলাম৷ আশা করি এই কমিউনিটির মধ্যে যারা নতুন রয়েছেন তারা হয়তো এরকম কোন কিছুই দেখেননি ও সম্পাদনা করেননি৷ তাই আমি সকলের জন্য এরকম একটি টিউটোরিয়াল পোস্ট নিয়ে চলে আসলাম৷ আজকের এই টিউটোরিয়াল পোস্টটি হলো ~ কিভাবে super walk এ nft shoe কিনবেন?



আজকে আমি আপনাদের মাঝে একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে আসলাম৷ এটি একটি টিউটোরিয়াল পোস্ট। আমার এই পোস্টের টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি কি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে আমি ভাবছিলাম যে আমি খুব সহজভাবে এগুলো করে ফেলেছি। যদি আমার পোস্টের মাধ্যমে সবাই এই বিষয়টি দেখে নিতে পারেন এবং তাদের যদি মনে কোন সন্দেহ থাকে তাহলে সেটি থেকেও তারা অনেকটাই দূর হতে পারবেন। এই পোস্ট আমি করব ভাবছিলাম ।আবার ভাবলাম যে না করাই ভালো। তবে আজকে এই পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করি এখান থেকে যখন আপনারা এই পোস্টটি দেখে নেবেন তখন তা আপনাদের কাছে জন্য অনেক উপকারী হবে। তাহলে চলুন পোস্টে প্রবেশ করা যাক।



ধাপ-০১



Screenshot_20250114_120245_Binance.jpg

প্রথমেই আমরা আমাদের যে বাইনান্স রয়েছে সেটিতে চলে যাব। আর আপনারা যে সকল অন্যান্য এক্সচেঞ্জ ব্যবহার করে থাকেন সেগুলোতে আপনারা যেতে পারবেন।



ধাপ-০২



Screenshot_20250114_120556_Binance.jpg

আমার কাছে যেহেতু steem আছে তাই আমি steem সেল দিব। এরপর আমি আমার কাজ করবো। তাই steem সেল দেওয়ার জন্য এখানে steem sell এর উপরে ক্লিক দিলাম।



ধাপ-০৩



Screenshot_20250114_120606_Binance.jpg

এরপর আমরা মার্কেটে চলে যাব এবং সেখানে এই কয়েনের নাম লিখে সার্চ দিব।



ধাপ-০৪



Screenshot_20250114_120628_Binance.jpg

এরপর steem সেল দিয়ে যে usdt পেয়েছিলাম সেটি দিয়ে এই কয়েন ক্রয় করব।



ধাপ-০৫



Screenshot_20250114_120652_SuperWalk.jpg

আপাতত বাইনেন্সের কাজ শেষ। এখন চলে যাব superwalk app এ।



ধাপ-০৬



Screenshot_20250114_120724_SuperWalk.jpg

অ্যাপ এ প্রবেশ করার পরে উপরের কর্নারে দেখব ওয়ালেটের একটি অপশন রয়েছে সেখানে ক্লিক দিব।



ধাপ-০৭



Screenshot_20250114_120737_SuperWalk.jpg

সেখানে ক্লিক দেওয়ার পরে পাশে আরো একটি ওয়ালেটের অপশন থাকবে সেখানে আবার ক্লিক দিব।



ধাপ-০৮



Screenshot_20250114_120742_SuperWalk.jpg

এখানে যদি আমাদের ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে পাসওয়ার্ড দিয়ে দিব। অথবা আমরা এখানে নতুন করে আমাদের ওয়ালেট পাসওয়ার্ড সেট করে এটি ক্রিয়েট করে নিব।



ধাপ-০৯



Screenshot_20250114_120753_SuperWalk.jpg

এরপর এখানে যে অ্যাড্রেসটি রয়েছে সেটি কপি করে নিব। উপরে যে main net সেট করা রয়েছে সেটি ভালোভাবে দেখে নিব। যাতে করে এগুলো সেট করা থাকে।



ধাপ-১০



Screenshot_20250114_120832_Binance.jpg

এরপর আবারো চলে আসব বাইন্যান্স e. Binance এ ওয়ালেট এ ক্লিক করে সেখানে withdraw অপশনে ক্লিক করব।



ধাপ-১১



Screenshot_20250114_120849_Binance.jpg

Screenshot_20250114_120920_Binance.jpg

কিছুক্ষণ আগে আমরা যে কয়েন কিনেছিলাম সেটির নাম এখানে সার্চ দিব। এখানে আমরা যে এ এড্রেস কপি করে এনেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব।



ধাপ-১২



Screenshot_20250114_121450_SuperWalk.jpg

Screenshot_20250105_110817_SuperWalk.jpg

কিছুক্ষণের মধ্যে withdraw হয়ে যাবে। এরপর আমরা আবারও super walk প্রবেশ করব৷ সেখানে to spending নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক দিব। এরপর আমরা আমাদের যে কয়েন এখানে প্রবেশ করেছে সেটি এখানে পাঠিয়ে দিব। সেই kaia কয়েন থেকে আমরা grand কয়েনে swap করে নিব।



ধাপ-১৩



Screenshot_20250105_130020_SuperWalk.jpg

Screenshot_20250105_130307_SuperWalk.jpg

এরপর এখানে নিচে ট্রান্সফার কনফার্ম এর অপশন চলে আসবে। সেখানে ক্লিক করে দিব। এরপর আমরা চলে যাব মার্কেটে এবং সেখানে shoe অপশনে যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক দিব।



ধাপ-১৪



Screenshot_20250105_133931_SuperWalk.jpg

Screenshot_20250114_121744_SuperWalk.jpg

এখানে অনেক ধরনের shoe রয়েছে। উপরে আমি কর্নারে যে জায়গায় মার্ক করে দিয়েছি সেখানে ক্লিক করলে আপনারা যে ধরনের পছন্দ সেই ধরনের shoe কিনতে পারবেন। এখানে প্রবেশ করার পরে আপনারা walker নামে একটি অপশন পাবেন। সেটিতে ক্লিক করবেন। এরপর যদি আপনাদের যেটি পছন্দ সেটির ভিতরে ক্লিক করলে নিচে buy করার অপশন থাকবে। এরপর এখানে buy এ ক্লিক করার পর কনফার্ম করলে এটি কেনা হয়ে যাবে। এরপর এটি দেখতে পাবেন আমাদের super walk এর মধ্যখানে যে অপশন রয়েছে সেখানে।

images (2).png

BIJOY1

images (2).png

আমার সম্পর্কে কিছু কথা

images (2).png

20240306_081102.jpg

আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো,ফটোগ্রাফি করা,বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে এবং আমার টুইটার আইডির নাম Bijoy1। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত।

images (2).png



cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আমার এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।

 3 days ago 

বাহ বেশ উপকারী একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। এনএফটি শো এখনো অনেকেই কিনতে পারেনি। তাদের প্রত্যেকের জন্যই এটি একটি উপকারী পোষ্ট। খুবই সুন্দর করে এবং সাজিয়ে গুছিয়ে বিষয়গুলোকে উপস্থাপন করেছেন। বেশ ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আপনাকে এরকম উপকারী একটি টিউটোরিয়াল পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

চেষ্টা করেছি খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য। ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 3 days ago 

  • 15.01.2025

1000117294.jpg

 3 days ago 

আপনি তো দেখছি আজকে অনেক উপকারী একটি পোস্ট করলেন। আসলে বেশ কয়েকদিন ধরে আমিও super walk এ nft shoe কিনবো কিনবো ভাবছিলাম। কিন্তু সময়ের অভাবে করতে পারছিলাম না। তবে আপনার পোস্টটা পেয়ে ভালোই হলো। এখান থেকে দেখে দেখে করতে পারবো। আর যারা এখনো কিনতে পারেনি নিশ্চয়ই আপনার পোস্টটা দেখে উপকৃত হবে।

 2 days ago 

একদমই ঠিক বলেছেন৷ যদি এখান থেকে দেখে নেয় তাহলে সবাই কিনতে পারবে।

 3 days ago 

আপনি অনেক উপকারী একটা পোস্ট করেছেন।কয়েক দিন ধরে কিনবো বলে ভাবছি কিন্তু পারছিলাম না। যাইহোক আপনার টিউটোরিয়াল দেখে অনেক ভালো লাগলো। এখন সহজেই কিনতে পারবো। ধন্যবাদ আপনাকে

 2 days ago 

আশা করি যদি এটি দেখে কিনে নেন তাহলে অনেক ভালো লাগবে।