এতো সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন তা তো আপনি একেবারে ঠিক করেন নি৷ এটি দেখে তো এখনই মুখের মধ্যে পানি চলে আসলো৷
এখন যদি এটি আর খেতে না পারি তাহলে তো আর ভালই লাগবে না৷ যাই হোক এটি আপনি খুব সুন্দর ভাবেই তৈরি করেছেন৷ এটি তৈরি করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন এবং ডেকোরেশন আপনি শেষ পর্যন্ত শেয়ার করেছেন তা দেখে এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷