You are viewing a single comment's thread from:

RE: "অতীতকে ভুলে যাওয়াটা অহংবোধেরই পরিচয়"

in আমার বাংলা ব্লগlast year

আপনার কথাগুলোর সাথে আমি একেবারে একমত পোষণ করছি৷ কারণ আমাদের কখনোই আমাদের অতিতকে ভুলে যাওয়া উচিত নয়৷ আমরা অনেক মানুষ আছেন যারা ধীরে ধীরে বড় উচ্চপর্যায়ে পৌঁছে যাচ্ছে৷ তারা কখনোই তাদের ওদেরকে মনে রাখে না৷ প্রতিনিয়ত যারা যত উচ্ছশিখরে পৌঁছে যাচ্ছে তারা তাদের অতিতকে যেন তুচ্ছ মনে করে ফেলছে৷ এটি কখনো ঠিক নয়৷ যারা অতীতকে মনে রাখে এবং তা মনে মধ্যে রেখে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারাই প্রকৃত সাফল্যবান ব্যক্তি৷ এরকম সাফল্যবাব ব্যক্তি অন্যের সাফল্য দেখেও কখনোই অহংকার করে না৷ সে বুঝতে পারে যে ঐ ব্যক্তিটিও হয়তো অতীতকালে কোন খারাপ পরিস্থিতির শিকার হয়েছে এবং এখন সে উচ্ছ শিখরে পৌঁছে যাচ্ছে৷
অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

Sort:  
 last year 

আসলেই অতীতকে কখনোই তুচ্ছ ভাবা উচিত নয়,আপনার সুন্দর ভাবনা উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile