খুব ভালো লাগলো এমন একটা পোস্ট পড়ে ভাই।আপনি কিন্তু খুব সুন্দর করে হিংসা বিষয়টা উপস্থাপন করেছেন।মূলত আমাদের সমাজে একটা বিষয় পরিলক্ষিত হয়,তা হলো অন্যের উন্নতিতে অপরের হিংসাত্বক মনোভাব।তবে এক্ষেত্রে বিভিন্ন বিষয় লক্ষ্যণীয়।আমরা অন্যকে অনুসরণ না করে তার প্রতি যে হিংসা বিদ্বেষ পোষণ করি সেটাই হলো আমাদের নিচু মনমানসিকতা। আপনি ঠিকই বলেছেন আমাদের দেহে রক্ত মাংসে গড়া কিন্তু মানবিকভাবে মানবতাহীন হয়ে যাচ্ছি।যাইহোক সবার মনে সুপ্ত শান্তি বয়ে যাক এই কামনা করি।