লাইফস্টাইল || শখের পাওয়ার ব্যাংক নিয়ে নিলাম
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক লাইফ স্টাইল পোস্ট শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি লাইফ স্টাইল এর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আশা করি আজকে যে পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করব সেই পোস্ট আপনাদের অনেক ভালো লাগবে৷ এখানে আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে আজকে আমি কি সম্পর্কে পোস্ট শেয়ার করতে যাচ্ছি৷ আসলে আমাদের সকলেরই এই জিনিসের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি৷ কারণ কিছু কিছু সময় আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যে বিদ্যুতের কোন দেখা পাওয়া যায় না৷ এত খারাপ একটা পরিস্থিতিতে একটি জিনিসই আমাদের বিপদের বন্ধু হিসেবে থাকতে পারে৷ আর সেটি হচ্ছে এই পাওয়ার ব্যাংক৷ তাই আমি আজকে সেরকম একটি মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব৷ প্রথমে আমি অনেকদিন যাবত একটি পাওয়ার ব্যাংক এর খোঁজ করছিলাম৷ যে পাওয়ার ব্যাংক ভালো হবে, এরকমই কিছু পাওয়ার ব্যাংক এর খোঁজ আমি করছিলাম৷ তাই আমি অনেক খোজাখুজি করার পরে অনেকদিন যাবত অপেক্ষা করলাম এবং অনেকেই দেখলাম যে অনেক সুন্দর কিছু পাওয়ার ব্যাংকের রিভিউ শেয়ার করছিলেন৷ তবে আমার কাছে সেগুলো তেমন একটা ভালো লাগেনি।
অনেকদিন যাবত অনেকগুলো জায়গায় আমি রিভিউ দেখছিলাম৷ সেই রিভিউগুলো থেকে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কোন পাওয়ার ব্যাংক ভালো হবে৷ যে পাওয়ার ব্যাংক ভালো হবে সেটি যদি এখন নিয়ে নিতে পারি তাহলে একটা সময় যদি আমার কাছে অনেক দিন যাবত থেকে যায় তাহলে তো আর কোন কথাই নেই৷ বিপদের সময় যদি এই জিনিসটি আমাকে সাহায্য করতে পারে তাহলে তা আমার জন্যই অনেক ভালো হবে৷ যেভাবে আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি, আমাদের মোবাইলের চার্জও প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে৷ যদি হঠাৎ করেই বিদ্যুৎ না থাকে অথবা হঠাৎ করে যদি অনেক দিনের জন্য বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তাহলে এই জিনিসটি আমাদের উপকারে আসবে৷ তাই আমি প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে রিভিউ দেখতাম এবং সব জায়গায় খুবই ভালো একটা রিভিউ পাচ্ছিলাম। এরকম একটি পাওয়ার ব্যাংক আমার দরকার ছিল যা 20000mAh ব্যাটারির। তাই আমি এই পাওয়ার ব্যাংক চুজ করে নিলাম।
অনেক জায়গায় আমি এই পাওয়ার ব্যাংক এর রিভিউ দেখেছিলাম এবং সবাই খুব ভালো রিভিউ দিয়েছিল৷ কেউই এই পাওয়ার ব্যাংকের খারাপ রিভিউ দেয়নি৷ এর যে কোম্পানি রয়েছে সেটি অনেক ভালো৷ এই কোম্পানির অন্যান্য যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো অনেক ভালো৷ অনেকেই সেই পন্য কিনেছিল। এই পাওয়ার ব্যাংকের একটা স্যাম্পল অলরেডি আমি ব্যবহারও করেছিলাম আমার মামার কাছ থেকে৷ তিনি এই পাওয়ার ব্যাংক আমার অনেক আগেই কিনেছিলেন৷ তিনি এতদিন যাবত চালানোর পরেও এটি খুবই ভালোভাবেই এখনো চলছিল৷ তাই আমি সেই রিভিউ থেকে আরো ভালোভাবে এই পাওয়ার ব্যাংক সম্পর্কে গবেষণা করতে শুরু করে দিলাম৷ আমি ইউটিউব থেকেও ভালোভাবে দেখে নিয়েছিলাম যা পাওয়ার ব্যাংকটি ভালো হবে কিনা৷ এই পাওয়ার ব্যাংক নিলে আমি কোন ভাবেই ঠকবো না৷ তাই আমি প্রতিনিয়ত এই পাওয়ার ব্যাংক সম্পর্কে রিভিউ দেখতে দেখতে একদিন চলে গেলাম মার্কেটে৷ আমাদের এখানকার মার্কেটগুলোতে ঘোরাঘুরি করার পরেও আমি আমার পছন্দের পাওয়ার ব্যাংক পাইনি৷ তাদের কাছে যে পাওয়ার ব্যাংকগুলো ছিল সেগুলো একেবারে নরমাল ছিল৷ সেগুলো দেখতেও যেন কেন অন্যরকম লাগছে৷ সেগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি।
তাই আমি আমার পছন্দের পাওয়ার ব্যাংক কেনার জন্য চলে গেলাম অনলাইনে যে সকল মার্কেটগুলো রয়েছে সেখানে৷ সেই মার্কেটগুলো থেকে আমি একেবারে আমাদের পছন্দের পাওয়ার ব্যাংক ছিল সেটি পেয়ে গেলাম৷ সেখানেও দেখলাম যে অনেক ধরনের পাওয়ার ব্যাংক রয়েছে৷ একই মডেল একই ডিজাইনের৷ তবে খুবই ভালোভাবে সবকিছু দেখে নেওয়ার পরে দেখলাম যে এখানে যে সকল পাওয়ার ব্যাংকগুলো রয়েছে তার মধ্যে যে দামের পার্থক্য এবং অন্যান্য পার্থক্য গুলো ছিল সেগুলো অনেক বৃহৎ আকারের ছিল৷ কারণ প্রথমে আমি যখন একেবারে অল্প দামের একটি পাওয়ার ব্যাংকের ভেতরে প্রবেশ করলাম তখন সেখানে দেখলাম যে সেখানে খুব অল্প মানুষই পাওয়ার ব্যাংক ক্রয় করেছিল৷ তবে সেখানকার ৮০% মানুষটি এই পাওয়ার ব্যাংক সম্পর্কে খারাপ রিভিউ দিয়েছে৷ তাদের সেই পাওয়ার ব্যাংক পুরাতন এবং সেখানে স্ক্র্যাচ ও অন্যান্য সমস্যা দেখলাম৷ তবে আমি একেবারে ভালো মডেলের যে পাওয়ার ব্যাংক ছিল সেটি খুজতে লাগলাম৷ একেবারে হাই-প্রাইসের যে পাওয়ার ব্যাংক রয়েছে সেখানে গিয়ে তো আমি একেবারে অবাক হয়ে গেলাম৷ সেখানকার যে সকল মানুষজন এই পাওয়ার ব্যাংক ক্রয় করেছিল তা অনেক বেশি পরিমাণে ছিল৷ এত বেশি পরিমাণে ক্রয় করা মানুষের সংখ্যা আর কোন দোকানে আমি দেখিনি৷ অন্যান্য যে সকল দোকানগুলো আমি দেখেছিলাম সেখানে দেখেছিলাম একেবারে অল্প মানুষই সেখানে কিনেছিল৷ তার মধ্যে বেশিরভাগ মানুষই খারাপ রিভিউ দিয়েছিল৷ তবে আমি যখন এই দোকানের ভেতরে প্রবেশ করলাম তখন দেখলাম যে বেশিরভাগ মানুষ এই পাওয়ার ব্যাংক সম্পর্কে একেবারে ভালো রিভিউ দিয়েছে এবং কারো কাছ থেকে আমি কোন ধরনের খারাপ পাইনি।
দেখতে দেখতে আমি এই প্রোডাক্টের সবকিছু ভালোভাবে দেখে নিলাম৷ সেখানে দেখলাম যে তারা এই পাওয়ার ব্যাংকের সাথে একটি খুবই সুন্দর মাস্ক দিয়েছে৷ এই সুন্দর মাস্ক তারা এত অসাধারণ ভাবে এখানে দিয়েছিল যা একেবারে অন্যরকম ছিল৷ এখানে যে বক্স ছিল সেটি অনেকটাই বড় আকৃতির করে তারা দিয়েছিল৷ আমি যখন এখানে এই প্রোডাক্ট অর্ডার দিয়ে দিলাম এবং এই প্রোডাক্ট যখন আমার হাতে আসলো তখন এটি খুব সুন্দরভাবে সবকিছু দেওয়া হয়েছিল৷ এখানে এত ভালোভাবে প্যাকেট করা হয়েছিল যে পাওয়ার ব্যাংকের যাতে কোন ধরনের ক্ষতি না হয়৷ এত সুন্দর ভাবে এখানে সব কিছু দেওয়া হয়েছিল যা একেবারে অসাধারণ ছিল৷ এর পরবর্তী সময় যখন এই প্রোডাক্ট আমি খুললাম এবং খোলার পরে আমি সেখানে একটি গ্যারান্টি কার্ড দেখছিলাম৷ সেখানে এক বছরের গ্যারান্টি তারা দিয়েছিল৷ এর পরবর্তীতে আমি যখন কিছুদিন এটি ব্যবহার করলাম কিছুদিন পরে সেই শপ থেকে আমার একটি কল এসেছিল৷ সেখানকার যে সেলার রয়েছে সে আমাকে বলেছিল যে এই পাওয়ার ব্যাংক আমি পেয়েছি কিনা৷ একইসাথে সে আমাকে আরও অনেক কিছুই বলেছিল এবং বলেছিল যদি কোন ধরনের সমস্যা এক বছরের ভেতরে হয় তাহলে আমার এই প্রোডাক্ট সে আবার রিটার্ন করে দিবে৷ কোন ধরনের চার্জ এর প্রয়োজন হবে না৷ এই বিষয়টি আমার কাছে অনেক ভালোই লেগেছিল৷ প্রাইস বেশি হলেও এরকম সুবিধা আমার কাছে অনেক ভালো লেগেছে৷ আমিও সাজেস্ট করব যে আপনাদের যদি পাওয়ার ব্যাংকের প্রয়োজন হয় তাহলে এই পাওয়ার ব্যাংকটি নিয়ে দেখতে পারেন।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | লাইফ স্টাইল |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের লাইফ স্টাইল পোস্ট। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1903644507876581601?t=6mLxVac1HUi37Q3TAPZGjw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1903580315542798591?t=3vKGztVt6JReNxtNbGLTZA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1903580947460800559?t=fUeIwr-xcZ2ACZMYxJyumw&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1903668812949409973?t=jDaS-0ofjSzTn4SgRQhYWA&s=19
https://x.com/bijoy1__2024_SB/status/1903668806196539519?t=ZraogWiuArHPHs5R3CUQDg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি ভালোবাসা সবসময় আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য৷
অনলাইনে কাজ করতে হলে পাওয়ার ব্যাংক ছাড়া একদম চলা যায় না।আর আসছে গরম কাল।এই সময় বিদ্যুৎ একদমই থাকে না ঢাকার বাইরে।তাই পাওয়ার ব্যাংক নিয়ে ভালো ই করেছেন। দাম বেশী হলেও সার্ভিস ভালো দিলে মন্দ হয়না।আপনার অনুভূতি গুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে।
খুব সুন্দরভাবে পাওয়ার ব্যাংক কেনার অভিজ্ঞতা শেয়ার করেছেন! বিস্তারিত রিভিউ পড়ে বোঝা গেল, কতটা চিন্তাভাবনা করে ভালো একটি প্রোডাক্ট নির্বাচন করেছেন। বিদ্যুৎ না থাকলে সত্যিই এটি খুব কাজে আসে, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে। আপনার রিভিউ দেখে অনেকেই উপকৃত হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ধন্যবাদ ভাইয়া।
এত সুন্দর এবং গোছালো একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
পাওয়ার ব্যাংক নিয়ে নিয়েছো খুব ভালো কাজ করেছো যেহেতু সামনে কালবৈশাখী বিভিন্ন ধরনের বৃষ্টির কারণে বিদ্যুৎ সংকট হয়ে যায়। তখন এই পাওয়ার ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদেরও আছে এরকম পাওয়ার ব্যাংক। তোমার টা দেখে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ পাওয়ার ব্যাংক কেনার অনুভূতি শেয়ার করার জন্য।
কালবৈশাখীর সময় তো থাকবেই না৷ আর এমনিতেও গ্রীষ্মকালে তো আমাদের এদিকে বিদ্যুৎ থাকেনা।