"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে ভাবছিলাম যে আপনাদের মাঝে কি পোস্ট শেয়ার করা যায়৷ তাই আমি আমার পোস্টগুলো দেখে নিয়েছিলাম এবং সেখানে দেখছিলাম যে আমার অনু কবিতা পোস্ট এখনো শেয়ার করা হয়নি৷ তাই আমি আমার অনু কবিতা পোস্টগুলো তৈরি করার জন্য বসে পড়লাম৷ আমার অনু কবিতাগুলো তৈরি করার পূর্বে আমাদের কমিউনিটি থেকে ঘুরে আসলাম৷ সেখানে দেখলাম যে সবাই খুব সুন্দর পোস্ট শেয়ার করেছেন ৷ সেই পোস্টগুলো দেখছিলাম। একের পর এক সবাই খুবই সুন্দর পোস্ট শেয়ার করেছিলেন৷ সেই পোস্টগুলোর মধ্যে সুন্দর মন্তব্য শেয়ার করার চেষ্টা করলাম। সবার সুন্দর পোস্ট গুলো আমাকে অনেক মুগ্ধ করেছিল৷ এই পোস্টগুলো এত সুন্দর ভাবে তারা শেয়ার করেছিল যা একেবারে মনোমুগ্ধকর ছিল।
এরপর আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম৷ অনু কবিতাগুলো খুবই সুন্দরভাবেই তৈরি করার চেষ্টা করলাম৷ চেষ্টা করলাম যে সবগুলো অনু কবিতা আপনাদের মাঝে ভালোভাবে শেয়ার করার৷ সবাই যেরকম সুন্দর অনু কবিতা শেয়ার করে থাকেন সেগুলোতে আমি যেরকম সুন্দর মন্তব্য শেয়ার করার চেষ্টা করি, তাই আমিও আজকে চেষ্টা করলাম যে সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করার৷ এরপর আমি আমার অনু কবিতাগুলো একের পর এক তৈরী করে নিলাম৷ সবগুলো অনু কবিতা তাদের জায়গা বরাবর বসিয়ে নিলাম৷ এর পরবর্তী সময়ে আমি আমার অনু কবিতাগুলোর বানান এবং সবকিছু ঠিক করে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম৷ আশা করি এই অনু কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
তোমার কথায় জেগে ওঠে,
যেন ভালোলাগার সুর,
তোমায় পেয়ে জীবন আমার,
হলো রঙিন ও সুমধুর।
অনু কবিতা-২
অন্ধকার রাত, একা আমি বসে,
চাঁদের আলো দেখি,নেই কেউ পাশে।
নীরবতার মাঝে,নিজেকে একা মনে হয়,
বিষণ্ন হৃদয়ে কিছু কথা গেঁথে রয়।
তবুও আশা জাগে হৃদয়ের কোণে,
অন্ধকারের পর যেন আলো আনে।
অনু কবিতা-৩
বিচ্ছেদ এলো মনে তাই,
মন যেন আমার ভারী।
তোমার স্মৃতি এখনো আমার,
মনে করে তড়িঘড়ি।
অনু কবিতা-৪
ভেঙে গেল সম্পর্ক,
আর হারালাম ভালোবাসা।
কষ্টের এই দিনগুলো তাই,
কাটছে একাকী আর হতাশায়।
অনু কবিতা-৫
তুমি যত দূরে যাও চলে,
মনে রেখো থাকবে সদায় মনে,
বিচ্ছেদে সব শেষ নয়,
আশা থেকে যাবে মনে প্রাণে।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
Upvoted! Thank you for supporting witness @jswit.
0.00 SBD,
1.24 STEEM,
1.24 SP
সব সময় আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।
প্রতিনিয়ত কবিতা গুলো লিখে শেয়ার করে যাচ্ছেন। এই ধরনের কবিতা গুলো পড়তে খুবই ভালো লাগে। বিশেষ করে অনু কবিতাগুলো আমার পড়তে খুবই ভালো লাগে। চেষ্টা করি সব সময় আমিও অনু কবিতা লিখে সবার সাথে শেয়ার করার। আজকের লেখা কবিতা গুলো আমার কাছে খুব ভালো লেগেছে পড়ে।
সুন্দর মন্তব্য শেয়ার করে অনুপ্রেরণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
https://x.com/bijoy1__2024_SB/status/1901503585969684549?t=1co30KVC_EAitFNL9lj-dQ&s=19
ছন্দ মিলিয়ে আপনি অনেক সুন্দর কিছু টপিক তুলে ধরে এই অনু কবিতা গুলো লিখেছেন। আপনার লেখা প্রতিটা অনু কবিতা ছিল অনেক বেশি সুন্দর। এরকম কবিতা গুলো পড়তে আমি অনেক বেশি পছন্দ করি। আপনার লেখা অনু কবিতা গুলো সব সময় আমার পড়া হয়।
খুবই সুন্দর হয়েছে আপনার মন্তব্যটি৷।
অনেক খুশি হলাম আপনার মন্তব্য পড়ে।
ছন্দে ছন্দে লেখা দারুন কয়েকটি অনু কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। ভালোবাসা কেন্দ্রিক অনু কবিতা গুলো পড়ে ভালো লাগলো। কবিতা হলো অনুভূতির প্রকাশ। ছোট ছোট কবিতার মাধ্যমে নিজের মনের অনুভূতি গুলো দারুন ভাবে প্রকাশ পেয়েছে। চমৎকার অনু কবিতা গুলো আবৃত্তি করে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকেও অনেক ধন্যবাদ এই সুন্দর মন্তব্য আমার এই পোস্টে শেয়ার করার জন্য।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার অনু কবিতা গুলোর সবগুলো লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক ছিল অসম্ভব দারুন।
চেষ্টা করেছি সুন্দর কিছু অনু কবিতা লেখার।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
17.03.2025
কবিতা পড়তে আমি অনেক পছন্দ করি। আমার বাংলা ব্লগে আসার পর প্রতিনিয়ত সবার লেখা কবিতা পড়ে বরাবরই মুগ্ধ হই। তেমনি আপনার লেখা কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ছন্দে ছন্দে মিল রেখে কবিতার প্রত্যেকটি লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
আমার অনু কবিতা আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।
অনু কবিতাগুলো ছোট হলেও প্রতিটির মধ্যে গভীর অনুভূতি লুকিয়ে আছে। ভালোবাসা, বিচ্ছেদ, একাকিত্ব ও আশার দোলাচল সবকিছুই সুন্দরভাবে ফুটে উঠেছে কবিতাগুলোর মধ্যে। বিশেষ করে প্রথম কবিতার ভালোবাসার সুর আর শেষ কবিতার আশার বার্তা হৃদয়ে দাগ কাটে। কবিতাগুলো সংক্ষেপে হলেও অনেক কিছু প্রকাশ করে, যা সত্যিই প্রশংসনীয়! আরও এমন সুন্দর কবিতা পড়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
এত সুন্দর ও গোছালো একটি মন্তব্য পড়ে খুব ভালো লাগছে।
ভালো লাগার মত চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন আজকে আপনি। ছোট ছোট মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে পড়তেও বেশ ভালো লাগে। তবে আপনার পাঁচটি অনু কবিতায় চমৎকার লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা গুলো লিখে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।