আসলে আপু আপনার বিয়েতে যদি আপনার নানা উপস্থিত থাকতো তাহলে নিঃসন্দেহে বিয়ের অনুষ্ঠানটি আরো বেশি জমজমাট এবং আনন্দদায়ক হতে। হয়তো সৃষ্টিকর্তা তাকে সেই পর্যন্ত আয়ু দান করেননি। অত্যান্ত প্রিয় মানুষের মৃত্যুর কথাটা কখনোই ভুলে থাকা সম্ভব নয়। আমি দোয়া করি মহান সৃষ্টিকর্তা যেন আপনার নানাকে জান্নাত নসিব দান করেন।
জি ভাইয়া বিয়েতে যদি আমার নানা উপস্থিত থাকতো তাহলে নিঃসন্দেহে বিয়ের অনুষ্ঠানটি আরো বেশি জমজমাট এবং আনন্দদায়ক হতে।