সত্যি দাদা, হঠাৎ করে এ ধরনের অপ্রত্যাশিত খবর শুনে অস্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক। আর বর্তমান সময়ে হঠাৎ অসুস্থতা কিংবা হঠাৎ বিপদে পড়লে পাশে তেমন লোক খুঁজে পাওয়ায় কষ্টকর। প্রিয় দাদা আমি আপনার মামার সার্বিক সুস্থতা কামনা করছি। আর যেহেতু দুর্গাপুরে দ্যা মিশন হসপিটালে আপনার মামাকে রেফার করে দিয়েছে এবং আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আপনার মামার শরীরের অবস্থা নিয়ন্ত্রণের মধ্যে আছে। তাই আমি আশা করি আপনার মামা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর আপনার মামা যতক্ষণ পর্যন্ত সুস্থ হয়ে না উঠছে ততক্ষণ পর্যন্ত আপনি অবশ্যই আপনার মামার সেবা যত্নে ব্যস্ত থাকবেন।
বিপদের সময় মানুষেরা যেন দৌড়ে পালায়। প্রতি বার সেটার প্রমান পাই।