"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| শেয়ার করো তোমার শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 days ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বৃহস্পতিবার। ১৬ ই জানুয়ারি, ২০২৫ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

InShot_20250116_212149444.jpg



সুপ্রিয় বন্ধুগণ, শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিঃসন্দেহে আমি অনেক বেশি আনন্দিত। একই সাথে শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতাটি অত্যন্ত সময়োপযোগী একটি প্রতিযোগিতা। কারণ বর্তমানে শীতের মৌসুমে বিভিন্ন প্রকারের ফুলের সমারোহ দেখা যায় ফুলের বাগানে, ফসলের মাঠে এবং আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে। শীতকালে আমাদের পরিচিত অনেক ফুল গাছে রঙ্গিন রঙ্গিন ফুল ফোটে, আবার বিভিন্ন রকমের ফসলের রঙ্গিন ফুলে পুরো মাঠ রঙ্গিন হয়ে যায়, আবার কিছু কিছু বন্য প্রজাতির রঙ্গিন ফুল ফুটে প্রকৃতিকে আরো বেশি রঙিন করে তোলে। সব মিলিয়ে আমরা বর্তমানে শীতের মৌসুমে বিভিন্ন প্রকারের রঙ্গিন রঙ্গিন আকর্ষণীয় ফুল দেখতে পাই। যাহোক, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শীতকালীন কিছু ফুলের ফটোগ্রাফি করে আজ আমি আপনাদের নিকট শেয়ার করেছি। আমি আশা করি আমার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।



⬇️ ফটোগ্রাফি-০১⬇️

IMG_20250113_165207_193.jpg


এটা হচ্ছে লালচে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। শীতকালীন অন্যতম আকর্ষণীয় একটি ফুল হলো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুলের ছোট ছোট পাপড়িগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। শীতের মৌসুমে ফুলবাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে চন্দ্রমল্লিকা ফুলের কোন বিকল্প নেই।

⬇️ ফটোগ্রাফি-০২⬇️

IMG_20250116_084410_178.jpg


এটা হচ্ছে সকাল বেলায় শিশির ভেজা শিম সবজি ফুলের ফটোগ্রাফি। সকালবেলায় শিম সবজি মাচা শিশিরে পুরো আবৃত থাকে। এমনকি প্রতিটি শিম সবজির ফুলেও ফোঁটা ফোঁটা শিশির জমে থাকে। ফোটা ফোটা শিশির জমে থাকা শিম ফুলগুলো অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে।

IMG_20250116_164323_913.jpg

IMG_20250116_164320_882.jpg


এটা হচ্ছে বিকেল বেলার শিম সবজি ফুলের ফটোগ্রাফি। বিকেল বেলায় শিম সবজি ফুলের অসাধারণ সুন্দর রং দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে। বিশেষ করে শিম সবজি ফুলের পুরো অংশ প্রায় একই রঙের। তাই শীতকালীন শিম সবজির ফুল নিঃসন্দেহে আমাদের প্রকৃতিকে আরো বেশি রঙ্গিন করে তোলে।

⬇️ ফটোগ্রাফি-০৩⬇️

IMG_20250116_143141_199.jpg

IMG_20250116_143144_016.jpg


এটা হচ্ছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি। শীতকালীন যতগুলো আকর্ষণীয় ফুল রয়েছে তার মধ্যে অন্যতম হলো ডালিয়া ফুল। শীতকালে ফুলের বাগানে যদি ডালিয়া ফুল না থাকে, সেক্ষেত্রে ফুলের বাগানের সৌন্দর্য অসম্পূর্ণ থেকে যায়। তাই নিঃসন্দেহে বলা যায় ডালিয়া ফুলের প্রতিটি পাপড়ির সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে এবং ফুলবাগানের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে।

⬇️ ফটোগ্রাফি-০৪⬇️

IMG_20250116_084620_477.jpg

IMG_20250116_173945_618.jpg

IMG_20250116_174127_582.jpg

IMG_20250116_174023_762.jpg

IMG_20250111_161848_126~2.jpg


এটা হচ্ছে সরিষা ফুলের ফটোগ্রাফি। শীতকালে আমাদের ফসলের মাঠকে রঙ্গিন করে তোলে সরিষার ফুল। একই সাথে সরিষার ফুল প্রকৃতিকে দান করে এক বাহারি সৌন্দর্য। সরিষা ফুলের সৌন্দর্য দেখে এবং সরিষা ফুলের সুগন্ধ গ্রহণ করে নিঃসন্দেহে আমরা সরিষা ফুলের প্রতি অনেক বেশি আকুল হয়।

⬇️ ফটোগ্রাফি-০৫⬇️

IMG_20250113_163409_149.jpg

IMG_20250113_163429_167.jpg


এটা হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। এখানে আপনারা দুইটি রংয়ের দুইটি গোলাপ ফুল দেখতে পারছেন। লাল রঙের গোলাপ ফুল এবং হালকা সাদা রংয়ের গোলাপ ফুল--এই দুই রঙের গোলাপ ফুল আমার খুবই প্রিয়। এই দুইটি গোলাপ ফুলের পাপড়ি গুলো অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। শীতকালে ফুলবাগানের সব থেকে আকর্ষণীয় ফুল হলো এই দুইটি রংয়ের গোলাপ ফুল।

⬇️ ফটোগ্রাফি-০৬⬇️

IMG_20250116_113828_805.jpg

IMG_20250116_113826_113.jpg


এটা হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি ছোট আকৃতির হলেও দেখতে অসাধারণ সুন্দর লাগে। বিশেষ করে ফুলের পাপড়ির চারিদিকে ডিজাইনটা দেখতে অত্যন্ত আকর্ষণীয় সুন্দর লাগে।

⬇️ ফটোগ্রাফি-০৭⬇️

IMG_20250113_163347_612.jpg


এটা হচ্ছে কসমস ফুলের ফটোগ্রাফি। শীতকালীন ফুল গুলোর মধ্যে অন্যতম অপরূপ সৌন্দর্যের অধিকারী হলো কসমস ফুল। এই কসমস ফুলের পাপড়ি গুলো অত্যন্ত নরম ও কোমল। দূর থেকেও এই কসমস ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

⬇️ ফটোগ্রাফি-০৮⬇️

IMG_20250113_162919_765.jpg


এটা হচ্ছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। শীতকালের অন্যতম আকর্ষণীয় ফুল হলো গাঁদা ফুল। এই গাঁদা ফুলের সৌন্দর্যে এবং সুগন্ধে নিঃসন্দেহে আমরা অনেক বেশি আকুল হয়। একটি গাঁদা ফুল অসংখ্য পরিমাণে ছোট ছোট পাপড়িতে আবৃত থাকে। শীতের মৌসুমে ফুল বাগানে গাঁদা ফুল সৌন্দর্যের পরিপূর্ণতা দান করে। আমি অনেক বেশি পছন্দ করি এই গাঁদা ফুলকে। নিঃসন্দেহে আপনারাও নিশ্চয়ই গাঁদা ফুলকে পছন্দ করেন এবং ভালবাসেন।

⬇️ ফটোগ্রাফি-০৯⬇️

IMG_20250116_165600_072.jpg

IMG_20250116_165410_713.jpg


এটা হচ্ছে টমেটো সবজি ফুলের ফটোগ্রাফি। টমেটোর সবুজ গাছের মধ্যে ফুটে থাকা হলুদ রঙের টমেটো সবজির ফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগে। নিঃসন্দেহে টমেটো সবজির ফুল শীতকালীন সবজি ফুলের মধ্যে অন্যতম একটি প্রধান ফুল।



Camera 📸 Smartphone.

সুপ্রিয় বন্ধুগণ, আমি আশা করি, শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লেগেছে। আমার পছন্দের শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম আমার নিজ গ্রাম থেকে। তাই সকল ফটোগ্রাফির লোকেশন দেখতে👉এখানে ক্লিক করুন



পোস্ট বিবরণ



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#bidyut01
কান্ট্রিবাংলাদেশ




আমার পরিচয়।

IMG_20250111_161848_126~2.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5MZTGyeziTZ2mg568ZW...TRTB4jvHeRQc9AcbRtSb6rm2Xqo2rYeYVjEqeuuVpyH6LQKRAsoHRV9mDWTjypFu24ubjoTGKhcaV6dUT5n1EMEH1zuX4ai8pTKqaj72GU2WNBjYQqPAWdorH.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMvzXtseYduURP...a2yyG8GVQx6vvxVcY336ZYj3d1d5xFEqrZQfZEEkYhcRGM7bHvVEvLzrZBLspwHUL8v47KTKKCzFN7fdJzGJWiSWwSgEqSH8vmS1Tf4XCi1NMQAzp92NNYJUm.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMg9fm14EJD7JS...9kW1phpAKWFLkmE1VGrDefyUSZAwCuEv6icMCdKv9voU5sGwvV245HKg49QLeF3D3vEQP6JLpeY5oBtowhu45zXzzwEsLVqCLLfLAfLvs6zj5CzULF56tRLsf.webp



Sort:  
 yesterday 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ৬৮ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন প্রতিটা ফটোগ্রাফিতে ফুলের সৌন্দর্যটা একদম নিখুঁতভাবে তুলে ধরেছেন। স্বচ্ছ সুন্দর ফুলের সৌন্দর্য টা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 days ago 
 2 days ago 

কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কনটেস্ট উপলক্ষে অত্যন্ত মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। যে ফটোগ্রাফি গুলির মধ্যে ফুলের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে। প্রত্যেকটা ফটোগ্রাফিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

 2 days ago 

ভাইয়া আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখি খুব ভালো লাগলো। আপনার পোস্টে দেখতে পেলাম শীতকালের বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি। কুয়াশামাখা ফুল গুলো দেখতে বেশি সুন্দর লাগে। শীতকালে চারিদিকে ফুলের সমাহার হয়ে থাকে। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি সহ বিস্তারিত বর্ণনা দেখতে পেয়ে খুব ভালো লাগলো।

 2 days ago 

সুন্দর এই কনটেস্টে আপনি অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। আমার বাংলা ব্লক কর্তৃক আয়োজিত অসাধারণ এই কনটেস্ট দেখে আমি মুগ্ধ হয়েছি। আমিও চেষ্টা করব আপনার মত এই কনটেস্টের অংশগ্রহণ করে বিজয়ীদের তালিকায় নিজের নাম রাখতে।

 2 days ago 

বাহ আপনি তো দেখছি শুরুতেই চমক লাগায় দিলেন। সত্যি অকল্পনীয় কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করলেন। বিশেষ করে এত সুন্দর ডালিয়া ফুলগুলো অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়াও ডায়ান্থাস ফুলগুলো বেশ চমৎকার ছিল। বলতে গেলে আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ প্রশংসনীয়। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিলেন।

 yesterday 

বেশ কিছু রংবেরং এর ফুলের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা শিমের ফুল এবং সরিষা ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

 2 days ago 

আজকের কাজ সম্পন্ন।

Screenshot_20250116-220613.jpg

Screenshot_20250116-221056.jpg

Screenshot_20250116-220747.jpg

 yesterday 

এই প্রতিযোগিতায় আপনার অংশগ্রহণ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। অসাধারণ দেখতে বেশ কিছু শীতকালীন ফুলের ফটোগ্রাফি আপনি করেছেন। যে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে, আর দেখতেও ভালো লাগছে। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 yesterday 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনার ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল অসম্ভব সুন্দর হয়েছে। শীতের সময়ে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায়। বিশেষ করে গাঁদা ও সরিষা ফুল শীতের সৌন্দর্য কে আরও বাড়িয়ে তোলে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।