বলপেন দিয়ে সুন্দর একটি মেহেদি ডিজাইনের চিত্র অংকন।

in আমার বাংলা ব্লগ10 days ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ বুধবার। ২৯ ই জানুয়ারি, ২০২৫ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20250129_200928_842.jpg



সুপ্রিয় বন্ধুগণ, আমি আর্ট করতে অনেক পছন্দ করি। কিন্তু সময়ের অভাবে আর্ট করা তেমন একটা হয়ে ওঠে না। এর আগে আমি যে কোন ধরনের আর্ট করতে দক্ষ ছিলাম কিন্তু দীর্ঘদিন আর্ট এর ক্ষেত্রে অমনোযোগী হওয়ার কারণে সেই দক্ষতা প্রায় হারিয়ে ফেলেছি। হারিয়ে যাওয়া আর্ট করার দক্ষতা পুনরুজ্জীবিত করার জন্য আবারো নতুন করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো নিয়মিত আর্ট করার চেষ্টা করলে আর্টের বিষয়ে পুনরায় দক্ষতা অর্জন করতে সক্ষম হবো। একই সাথে আপনাদের উৎসাহ নিয়ে আর্টের কাজ পুরোদমে শুরু করতে চাই। আর্ট করার জন্য প্রধানত নিজেকে আর্ট করার বিষয় সম্পর্কে গভীরভাবে ভাবতে হয় যে, কিভাবে আর্ট টি সুন্দরভাবে উপস্থাপন করা যায়। যাহোক, রুল পেন্সিল অথবা বলপেন দিয়েই এখন আমি আর্ট করতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছি। বলপেন দিয়ে আমার আজকের আর্টটি করার সময় কয়েকবারে বেশ কয়েকটি কাগজ ব্যবহার করার প্রয়োজন পড়েছে। তারপরে শেষ প্রচেষ্টায় আজকের চিত্র কোনটি সম্পূর্ণ করেছি। যাহোক আমি আশা করি, বলপেন দিয়ে অংকন করা আমার আজকের মেহেদি ডিজাইনটি আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে। সুপ্রিয় বন্ধুগণ চলুন দেখে আসি, বলপেন দিয়ে অঙ্কন করা সুন্দর একটি মেহেদী ডিজাইনের আর্ট।

মেহেদী ডিজাইন এর আর্ট করার প্রয়োজনীয় উপকরণ গুলোর নাম নিম্নে দেয়া হলো:-

  • একটি সাদা কাগজ।
  • একটি বলপেন।


বলপেন দিয়ে মেহেদি ডিজাইনের চিত্র অংকনের প্রসেসগুলো নিম্নে ধাপে ধাপে উপস্থাপন করা হলো:-



⬇️ step-01 ⬇️


IMG_20250129_190416_805.jpg

IMG_20250129_192846_401.jpg


প্রথম একটি সাদা কাগজ এবং একটি বলপেন সংগ্রহ করে নিয়েছিলাম। তারপরে মেহেদি ডিজাইনার আর্ট করা শুরু করেছিলাম। মেহেদি ডিজাইন এর আর্ট করার শুরুতে প্রথমে সুন্দর ডিজাইন করে নিয়েছিলাম।

⬇️ step-02 ⬇️


IMG_20250129_193823_768.jpg

IMG_20250129_193829_955.jpg


মেহেদি ডিজাইনের উপরের একপাশে তিন কোণ আকৃতির ডিজাইন করে দিয়েছিলাম। ডিজাইনের ভিতরে বলপেন দিয়ে দাগ টেনে দিয়েছিলাম এবং ফাঁকা জায়গায় ছোট ছোট গোল আকৃতি করে কালি করে দিয়েছিলাম।

⬇️ step-03 ⬇️


IMG_20250129_194643_874.jpg

IMG_20250129_194636_367.jpg


তিন কোণ আকৃতির ডিজাইনের একপাশে আরও একটি ছোট ডিজাইন করে দিয়েছিলাম। তারপর ছোট ডিজাইনের উপরে ফুলের পাপড়ির চিত্র অঙ্কন করে ডিজাইন করে দিয়েছি।

⬇️ step-04 ⬇️


IMG_20250129_195527_218.jpg

IMG_20250129_195536_088.jpg


ফুলের পাপড়ির উপর দিয়ে গোলাকার বৃত্তের চিত্র অঙ্কন করে নিয়েছিলাম। তারপর বৃত্তের উপর দিয়ে সুন্দর ডিজাইন করে দিয়েছিলাম। একই সাথে বৃত্তের ভিতর ফুলের কুঁড়ির চিত্র অঙ্কন করে দিয়েছি।

⬇️ step-05 ⬇️


IMG_20250129_200804_388.jpg

IMG_20250129_200817_786.jpg


বৃত্তের ডিজাইনের উপরে আরো একটি ডিজাইনের চিত্র অঙ্কন করে দিয়েছি। একই সাথে ফুলের ছোট ছোট পাপড়ির চিত্র অঙ্কন করে দিয়েছি। ছোট ফুলের পাপড়ির উপরে বড় একটি ফুলের পাপড়ির চিত্র অঙ্কন করে দিয়েছি। তারপর ফুলের পাপড়ির ভিতরে অংশটি ডিজাইন করে দিয়েছি। ফুলের পাপড়ির উপরের অংশে সুন্দর একটি ফুলের চিত্র অঙ্কন করে দিয়েছি।

⬇️ Final step ⬇️


IMG_20250129_200928_842.jpg

IMG_20250129_200930_373.jpg


মেহেদি ডিজাইনটি এরকম দেখতেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তাই আর নতুন কোন ডিজাইন করিনি। মেহেদি ডিজাইন এর এক পাশে আমার স্বাক্ষর এবং তারিখ লিখে দিয়েছি। আর এভাবেই সুন্দর এই মেহেদি ডিজাইনের চিত্র অংকনের কার্যক্রম সম্পন্ন করেছি। আমি আশা করি, বলপেন দিয়ে অঙ্কন করা মেহেদি ডিজাইনের চিত্রটি দেখে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লেগেছে।



আমার পরিচয়।

IMG_20250111_161848_126~2.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।



Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5MZTGyeziTZ2mg568ZW...TRTB4jvHeRQc9AcbRtSb6rm2Xqo2rYeYVjEqeuuVpyH6LQKRAsoHRV9mDWTjypFu24ubjoTGKhcaV6dUT5n1EMEH1zuX4ai8pTKqaj72GU2WNBjYQqPAWdorH.webp

Sort:  
 9 days ago 

আর্ট চর্চা না করে আপনি যতোবারই দক্ষ হোন না কেন তা একদিন হারিয়ে যায়।আপনি পুরাপুরি ভাবে আর্টে ফিরবেন জেনে ভালো লাগলো।আমরা সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো।আপনি দারুণ করে রঙ্গিন বলপেন দিয়ে মেহেদীর ডিজাইনের চিত্রাঙ্কন করেছেন। ভীষণ সুন্দর হয়েছে আপনার ডিজাইন আর্ট টি।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মেহেদীর ডিজাইন আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 10 days ago 
 10 days ago 

অনেক অনেক ভালো লেগেছে এত সুন্দরভাবে আপনার মেহেদি ডিজাইন আর্ট করতে দেখে। এই জাতীয় আর্ট গুলো নিজের প্রতিভা থেকে সৃষ্টি হয়। তাই নিজের প্রতিভার বিকাশ ঘটাতে হলে আরো বেশি বেশি চেষ্টা করতে হবে।

 10 days ago 

দারুন একটি মেহেদী ডিজাইনের আর্ট আপনি কিন্তু আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমরা ছোটবেলায় আঁকিবুকি বিভিন্ন ধরনের আর্ট আকতাম। কিন্তু আপনাদের মত এত সুন্দর আর্ট কখনো আঁকতে পারিনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

ভাই আপনি অনেক সুন্দর করে বলপেন দিয়ে মেহেদী এঁকেছেন। এটি দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে হাতে মেহেদী দিলে অনেক সুন্দর লাগবে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 9 days ago 

আপনার শেয়ার করা মেহেদী ডিজাইনের শিল্প সত্যিই অসাধারণ। ছোটবেলা থেকেই আমি বল পেন দিয়ে টুকিটাকি আঁকাবাঁকা অনেক কিছু আর্ট করার চেষ্টা করতাম। আমার ও এই রকম বলপেন দিয়ে আর্ট করতে অনেক ভালো লাগে। আপনার কাজ সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং খুবই প্রশংসনীয়। ধন্যবাদ এমন অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

আজকের কাজ সম্পন্ন।


Screenshot_20250129-171748.jpg

Screenshot_20250129-204218.jpg

Screenshot_20250129-171907.jpg

 9 days ago 

এত সুন্দর করে একটা মেহেদীর ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। বলপেন দিয়ে আপনি খুবই সুন্দর করে এই মেহেদির ডিজাইন টা অঙ্কন করেছেন। খুবই নিখুঁতভাবে ডিজাইন টা অঙ্কন করায় দেখতে অনেক সুন্দর লাগছে। এভাবে সব সময় চেষ্টা করলে আরো ভালো ডিজাইন করতে পারবেন আপনি।

 9 days ago 

বলপেন দিয়ে মেহেদীর ডিজাইন অনেক সুন্দর এঁকেছেন ভাইয়া আপনি। অনেক সুন্দরভাবে গুছিয়ে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন ভাইয়া আপনি। আপনার করা মেহেদী ডিজাইন দেখে অনেক এ শিখতে পারবে যারা দিতে পারে না। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 8 days ago 

এরকম সুন্দর এবং নিখুঁত ডিজাইনগুলো আমি একটু বেশি পছন্দ করি দেখতে। এত সুন্দর করে আপনি এই মেহেদি ডিজাইনটি কমপ্লিট করেছেন দেখে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। একটু সময় ব্যবহার করে মেহেদি ডিজাইন গুলো অঙ্কন করা হলে বেশি সুন্দর হয়। মেহেদি ডিজাইনটি যেমন সুন্দর করে এঁকেছেন, তেমনি সুন্দর উপস্থাপনা তুলে ধরেছেন। অসম্ভব ভালো লেগেছে আপনার হাতের এই সুন্দর ডিজাইন টা।