মৃত্যুকে স্মরণ করো।

in আমার বাংলা ব্লগ2 days ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শনিবার। ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

namibia-2774936_1280.jpg

ছবিটির উৎস



সুপ্রিয় বন্ধুগণ, মানুষ মরণশীল--- এটা নিঃসন্দেহে চিরন্তন সত্য বাক্য। এটাকে অস্বীকার করার কোন উপায় আমাদের নেই। পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলে তার মৃত্যু অনিবার্য। আজ আমরা যারা জীবন্ত আছি, একদিন আমাদের অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোন উপায় নেই। কারণ আমাদের পূর্ববর্তীরাও একসময় এই পৃথিবীর বুকে জীবন্ত ছিল, কিন্তু তারা আজ ইহকালীন জীবন শেষ করে পরকালীন জীবনে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অনুরূপভাবে আমরাও একদিন পরকালীন জীবনের বাসিন্দা হবো। আর পরকালীন জীবনটাই হলো আমাদের স্থায়ী জীবন। যেটার কোন শেষ নেই। কিন্তু আমাদের এই ইহকালীন জীবনের শেষ রয়েছে, আর এটাই বাস্তবতা।



মৃত্যুকে অস্বীকার করে এমন মানুষ হয়তো পৃথিবীতে একটিও নেই, কিন্তু মৃত্যুর কথা মন থেকে হারিয়ে যায়-- এমন মানুষের সংখ্যাটাই বর্তমান পৃথিবীতে বেশি। আসলে আজ আমরা স্থায়ী জীবনের কথা বাদ দিয়ে অস্থায়ী জীবন নিয়ে বেশি মগ্ন হয়ে গেছি। আজ আমরা আমাদের অস্থায়ী জীবনকে সুন্দর করতে অনেক বেশি দুনিয়া মুখী হয়ে গেছি। অতিরিক্ত দুনিয়া মুখী হয়ে যাওয়ার কারণেই আজ আমাদের মনের ভিতর থেকে মৃত্যুর কথাটা একেবারেই মুছে গেছে। কিন্তু মাঝেমধ্যে যখন হঠাৎ কোন মৃত্যুর খবর আমরা শুনতে পাই কিংবা কোন মৃত ব্যক্তির জানাজা করতে যায় ঠিক সেই সময় আমরা কিছুক্ষনের জন্য মৃত্যুর কথা স্মরণ করি এবং নিজেদের জীবন নিয়ে চিন্তা করি।



কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে, আমাদের সবথেকে কাছাকাছি অবস্থান করে মৃত্যু। প্রত্যেকটি মানুষের দুইটি কাঁধ রয়েছে। একটা কাঁধ আমাদের ডান দিকে এবং আরেকটি কাজ আমাদের বাম দিকে। এখন একটি কাঁধ থেকে আরেকটি কাঁধের দিকে তাকাতে যতটুক সময় লাগে বা যতটুক দূরত্ব-- ঠিক মৃত্যুটা আমাদের থেকে এতটুকুই দূরত্বে অবস্থান করে, আর এমনটাই ইসলামি হাদিসে বর্ণিত রয়েছে। এতো কাছাকাছি মৃত্যুকে রেখে আমরা কতটা নিশ্চিন্তে দিন কাটায়-- একটু ভেবে দেখেন। আসলে মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করতাম কিংবা মৃত্যুর কথা যদি আমরা চিন্তা করতাম, তাহলে তো আমরা ঘুষ খেতে পারতাম না কিংবা টিকটক করতে পারতাম না কিংবা অন্যায় পথে যেতে পারতাম না।



পৃথিবীর বুকে যে ব্যক্তি তার মৃত্যুর কথা প্রত্যেক দিন একাধিকবার স্মরণ করবে, সেই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ করা কিংবা অন্যায় দৃশ্য দেখা সহজে সম্ভব হবে না। কিন্তু আমরা যখন মৃত্যুর কথা ভুলে যায় ঠিক তখনই আমাদের ঘাড়ে শয়তান চেপে বসে। আর যখনই আমরা শয়তানের পাল্লায় পড়ে যাই তখন আমাদের অন্যায় কাজের মাত্রাটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, সকল প্রকারের অন্যায় এবং পাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হলে, প্রত্যেকদিন আমাদেরকে একাধিকবার আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কারণ মৃত্যু তো আমাদের হবেই,,,,





আমার পরিচয়।

IMG_20250111_161848_126~2.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5MZTGyeziTZ2mg568ZW...TRTB4jvHeRQc9AcbRtSb6rm2Xqo2rYeYVjEqeuuVpyH6LQKRAsoHRV9mDWTjypFu24ubjoTGKhcaV6dUT5n1EMEH1zuX4ai8pTKqaj72GU2WNBjYQqPAWdorH.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMvzXtseYduURP...a2yyG8GVQx6vvxVcY336ZYj3d1d5xFEqrZQfZEEkYhcRGM7bHvVEvLzrZBLspwHUL8v47KTKKCzFN7fdJzGJWiSWwSgEqSH8vmS1Tf4XCi1NMQAzp92NNYJUm.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMg9fm14EJD7JS...9kW1phpAKWFLkmE1VGrDefyUSZAwCuEv6icMCdKv9voU5sGwvV245HKg49QLeF3D3vEQP6JLpeY5oBtowhu45zXzzwEsLVqCLLfLAfLvs6zj5CzULF56tRLsf.webp



Sort:  
 2 days ago 
 2 days ago 

আজকের কাজ সম্পন্ন।


Screenshot_20250202-002444.jpg

Screenshot_20250202-002154.jpg

 yesterday 

আসলে এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। আসলে মৃত্যুই আমাদের একমাত্র ঠিকানা। আমাদের কাছে পৃথিবী একটি সাময়িক ঠিকানা। আমরা চাইলে এই জায়গার মধ্যে চিরদিন স্থায়ী হতে পারবো না।তাই আমাদের কে সব সময় মৃত্যুর ভয় করে চলতে হবে।

 17 hours ago 

এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে আজ নয় কাল।এটা চিরন্তন সত্যি। এ কথাকে সবাই মনে রাখলেও এটা ভেবে যদি খারাপ কাজ,অন্যায় থেকে নিজেকে না সরিয়ে রাখে তবে লাভ নেই।আপনি খুব সুন্দর ভাবে বিষয়টি নিয়ে লিখলেন।অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।