You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩১৮
আকাশে যেন খুলে দিল বৃষ্টির দরজা
নেমে আসলো শাবণের কলকলে ঠান্ডা বাতাস।
বিন্দু বিন্দু জল দিয়ে হল সাগর
সাগরের বিন্দু বিন্দু পানি দিয়ে হল ভালোবাসা ।
পাতায় পাতায় জল জমে বাজে পানির সাগর
আর কান পাত্রে শোনা যায় প্রকৃতির সুর।
বৃষ্টির শব্দে শোনা যায় ভালোবাসার মধুর সুর
থাকে মানুষের সুগন্ধ পরিবেশ মধুর।